অনলাইন ডেস্ক
এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) দিয়ে অ্যানিমেশন তৈরির ‘কিফ্রেমার’ টুল নিয়ে এল অ্যাপল। টেক্সটের মাধ্যমে নির্দেশনা ও ছবি দিলে টুলটি একটি অ্যানিমেশন তৈরি করে দিতে পারবে।
ছবি এডিটরের এআইভিত্তিক টুল ‘এমজিআইই’ উন্মোচনের কিছুদিন পরেই নতুন এই টুল নিয়ে এল অ্যাপল।
এআইপ্রযুক্তিতে পিছিয়ে থাকার জন্য কোম্পানিটি অনেক সমালোচনার সম্মুখীন হয়। প্রযুক্তিপ্রেমীরা অভিযোগ করে, গুগল ও আমাজনের ডিজিটাল অ্যাসিস্ট্যান্টের মতো বিগত কয়েক বছরে অ্যাপলের সিরি তেমন উন্নত হয়নি। তবে অ্যাপল এক দশকের বেশি সময় ধরে তাদের বিভিন্ন পণ্যে এআই ব্যবহার করছে।
এখন আরও স্পষ্ট যে, কোম্পানিটি চুপিসারে বিভিন্ন এআই প্রকল্প নিয়ে কাজ করছে। প্রকল্পগুলো সম্পূর্ণ প্রস্তুত না হওয়া পর্যন্ত, সেগুলো সম্পর্কে কিছুই প্রচার না করা কোম্পানিটির একটি স্বাভাবিক প্রবণতা।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট ভেনচারবিট অ্যাপলের একটি গবেষণাপত্র থেকে এই নতুন টুল সম্পর্কে জানতে পারে। গবেষণাপত্র থেকে জানা যায়, টেক্সটের নির্দেশনার মাধ্যমে কীভাবে গ্রাফিকস পরিবর্তন করে এআই টুলটি। অ্যাপলের কিফ্রেম একটি এআই অ্যানিমেশন টুল যা ব্যবহারকারীদের একটি ছবি ও টেক্সটের মাধ্যমে নির্দেশনা দিয়ে অ্যানিমেশন তৈরির সুবিধা দেয়। যেমন–একটি শনি গ্রহ স্থিরচিত্র দিয়ে গ্রহটি ঘুরছে এমন অ্যানিমেশন তৈরির নির্দেশনা দিতে পারে।
নতুন নতুন আইডিয়া বা ধারণা তৈরির জন্যও এই টুল ব্যবহার করা যাবে। যেমন–আকাশে তারা জ্বলজ্বল করছে এমন তিনটি ডিজাইন তৈরির করার নির্দেশনাও টুলটিকে দেওয়া যাবে। এর মধ্য থেকে পছন্দের ডিজাইনটি ব্যবহারকারীরা বাছাই করতে পারবে।
গবেষণাপত্রে বলা হয়, এটি পেশাদের গ্রাফিকস ডিজাইনদের লক্ষ্য করে তৈরি করা হয়েছে। ডিজাইনাররা দ্রুত নিজেদের আইডিয়াগুলো পরীক্ষা করতে প্রাথমিকভাবে এই টুল ব্যবহার করতে পারবে।
এক সাক্ষাৎকারে পেশাদার অ্যানিমেশন ডিজাইনার ও ইঞ্জিনিয়াররা বলেন, কিফ্রেম দিয়ে তৈরি অ্যানিমেশন এডিট ও নতুন নতুন নির্দেশনার সমন্বয় করে টুলটি দিয়ে নিখুঁত অ্যানিমেশন তৈরি করা সম্ভব। ব্যবহারকারীরা ডিজাইনের বিভিন্ন সংস্করণ তৈরি করতে পারবে। সেই সঙ্গে নতুন নতুন আইডিয়াও পাবে।
একই ধরনের অন্যান্য টুলের চেয়ে কিফ্রেম বেশি শক্তিশালী। কারণ এটি নিখুঁতভাবে ডিজাইনগুলো তৈরি করতে সাহায্য করে এবং এআই সিস্টেম দিয়ে তৈরি সিএসএস কোড ম্যানুয়ালি এডিট করা যাবে।
কিছু প্রযুক্তি বিশ্লেষকদের মতে, পেশাদার ডিজাইনার ও অ্যানিমেটর বাদে সাধারণ মানুষদের জন্য কিফ্রেম বেশি কার্যকরী হবে না।
এমজিআইই ও কিফ্রেম এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে, তাই এই বছরের শেষে নতুন আইওএস আপডেটে খুব বেশি এআই প্রযুক্তির ব্যবহার প্রত্যাশা করা যাচ্ছে না।
এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) দিয়ে অ্যানিমেশন তৈরির ‘কিফ্রেমার’ টুল নিয়ে এল অ্যাপল। টেক্সটের মাধ্যমে নির্দেশনা ও ছবি দিলে টুলটি একটি অ্যানিমেশন তৈরি করে দিতে পারবে।
ছবি এডিটরের এআইভিত্তিক টুল ‘এমজিআইই’ উন্মোচনের কিছুদিন পরেই নতুন এই টুল নিয়ে এল অ্যাপল।
এআইপ্রযুক্তিতে পিছিয়ে থাকার জন্য কোম্পানিটি অনেক সমালোচনার সম্মুখীন হয়। প্রযুক্তিপ্রেমীরা অভিযোগ করে, গুগল ও আমাজনের ডিজিটাল অ্যাসিস্ট্যান্টের মতো বিগত কয়েক বছরে অ্যাপলের সিরি তেমন উন্নত হয়নি। তবে অ্যাপল এক দশকের বেশি সময় ধরে তাদের বিভিন্ন পণ্যে এআই ব্যবহার করছে।
এখন আরও স্পষ্ট যে, কোম্পানিটি চুপিসারে বিভিন্ন এআই প্রকল্প নিয়ে কাজ করছে। প্রকল্পগুলো সম্পূর্ণ প্রস্তুত না হওয়া পর্যন্ত, সেগুলো সম্পর্কে কিছুই প্রচার না করা কোম্পানিটির একটি স্বাভাবিক প্রবণতা।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট ভেনচারবিট অ্যাপলের একটি গবেষণাপত্র থেকে এই নতুন টুল সম্পর্কে জানতে পারে। গবেষণাপত্র থেকে জানা যায়, টেক্সটের নির্দেশনার মাধ্যমে কীভাবে গ্রাফিকস পরিবর্তন করে এআই টুলটি। অ্যাপলের কিফ্রেম একটি এআই অ্যানিমেশন টুল যা ব্যবহারকারীদের একটি ছবি ও টেক্সটের মাধ্যমে নির্দেশনা দিয়ে অ্যানিমেশন তৈরির সুবিধা দেয়। যেমন–একটি শনি গ্রহ স্থিরচিত্র দিয়ে গ্রহটি ঘুরছে এমন অ্যানিমেশন তৈরির নির্দেশনা দিতে পারে।
নতুন নতুন আইডিয়া বা ধারণা তৈরির জন্যও এই টুল ব্যবহার করা যাবে। যেমন–আকাশে তারা জ্বলজ্বল করছে এমন তিনটি ডিজাইন তৈরির করার নির্দেশনাও টুলটিকে দেওয়া যাবে। এর মধ্য থেকে পছন্দের ডিজাইনটি ব্যবহারকারীরা বাছাই করতে পারবে।
গবেষণাপত্রে বলা হয়, এটি পেশাদের গ্রাফিকস ডিজাইনদের লক্ষ্য করে তৈরি করা হয়েছে। ডিজাইনাররা দ্রুত নিজেদের আইডিয়াগুলো পরীক্ষা করতে প্রাথমিকভাবে এই টুল ব্যবহার করতে পারবে।
এক সাক্ষাৎকারে পেশাদার অ্যানিমেশন ডিজাইনার ও ইঞ্জিনিয়াররা বলেন, কিফ্রেম দিয়ে তৈরি অ্যানিমেশন এডিট ও নতুন নতুন নির্দেশনার সমন্বয় করে টুলটি দিয়ে নিখুঁত অ্যানিমেশন তৈরি করা সম্ভব। ব্যবহারকারীরা ডিজাইনের বিভিন্ন সংস্করণ তৈরি করতে পারবে। সেই সঙ্গে নতুন নতুন আইডিয়াও পাবে।
একই ধরনের অন্যান্য টুলের চেয়ে কিফ্রেম বেশি শক্তিশালী। কারণ এটি নিখুঁতভাবে ডিজাইনগুলো তৈরি করতে সাহায্য করে এবং এআই সিস্টেম দিয়ে তৈরি সিএসএস কোড ম্যানুয়ালি এডিট করা যাবে।
কিছু প্রযুক্তি বিশ্লেষকদের মতে, পেশাদার ডিজাইনার ও অ্যানিমেটর বাদে সাধারণ মানুষদের জন্য কিফ্রেম বেশি কার্যকরী হবে না।
এমজিআইই ও কিফ্রেম এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে, তাই এই বছরের শেষে নতুন আইওএস আপডেটে খুব বেশি এআই প্রযুক্তির ব্যবহার প্রত্যাশা করা যাচ্ছে না।
ইকোনমিক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, সাইবার অপরাধীরা বিশ্বাসযোগ্য কলার আইডি ব্যবহার করে নিজেকে গুগল সাপোর্টের সদস্য হিসেবে পরিচয় দিচ্ছে। এ ক্ষেত্রে তারা প্রথমে জিমেইল ব্যবহারকারী জানায় যে, তাঁর অ্যাকাউন্ট হ্যাক হয়েছে এবং তারা সেটি পুনরুদ্ধার করতে সহায়তা করছে।
৩ ঘণ্টা আগেস্মার্টফোন ব্র্যান্ড অপো এবার বাংলাদেশের বাজারে আনছে রেনো ১৩ সিরিজ। শিগগিরই দেশে উন্মোচন হতে যাচ্ছে এ সিরিজের স্মার্টফোন। প্রকৃতি থেকে অনুপ্রাণিত আকর্ষণীয় ডিজাইন, সর্বাধুনিক প্রযুক্তির ব্যবহার এবং অনবদ্য ফ্যাশন উপকরণের সমন্বয়ে এই ডিভাইসটি গ্রাহকদের অভিজ্ঞতাই বদলে দিতে পারে! বাটারফ্লাই শ্যাডো এবং লুম
৮ ঘণ্টা আগেইন্টারনেটে ব্রাউজিংয়ের জন্য অন্যতম জনপ্রিয় ব্রাউজার হলো গুগল ক্রোম। তাই সাইবার অপরাধীদের কাছে হ্যাকিংয়ের একটি প্রধান লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে এটি। ব্রাউজারটির বিভিন্ন দুর্বলতা ব্যবহার করে ব্যবহারকারীর ডেটা ‘হাইজ্যাক’ করার চেষ্টা করে হ্যাকাররা। সম্প্রতি এমন একটি সাইবার হামলা ক্রোমে ঘটতে দেখা যাচ্ছে। এর ফ
১ দিন আগেমার্কিন নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প বিজয়ী হওয়ার পর মেটার বিভিন্ন নীতিতে পরিবর্তন নিয়ে এসেছেন সিইও মার্ক জাকারবার্গ। তবে সাম্প্রতিক পরিবর্তনগুলো নিয়ে কোম্পানিটির কর্মীদের মধ্যে অস্বস্তি দেখা গেছে। বিশেষ করে মেটার ফ্যাক্ট চেকিং ফিচার ও ডাইভারসিটি প্রোগ্রাম বন্ধের সিদ্ধান্তের জন্য। অবশেষে, গত বৃহস্পতিবার
১ দিন আগে