মেটার পরিচালনা পর্ষদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন প্রযুক্তি খাতের প্রভাবশালী নারী ব্যক্তিত্ব শেরিল স্যান্ডবার্গ। তিনি ফেসবুকের মূল কোম্পানিটির চিফ অপারেটিং অফিসার (সিওও) বা প্রধান পরিচালন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন।
ফেসবুকের প্রতিষ্ঠার শুরু থেকেই যুক্ত ছিলেন গুগলের সাবেক কর্মী শেরিল স্যান্ডবার্গ। ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ ও মেসেঞ্জারসহ পুরো কোম্পানির বিজ্ঞাপনী ব্যবসাকে লাভজনক করে তোলেন স্যান্ডবার্গ।
তাঁর লেখা বই ‘উইমেন, ওয়ার্ক অ্যান্ড দা উইল টু লিড’ নারীবাদী ইশতেহার হিসেবে পরিচিত। এই বইয়ের জন্য তিনি বিশ্বব্যাপী পরিচিতি পেয়েছেন।
তিনি দায়িত্বে থাকাকালীন বিভিন্ন ইস্যু নিয়ে মেটার সমালোচনা হয়। এর মধ্যে রয়েছে ২০১৬ সালের যুক্তরাষ্ট্রের নির্বাচনকেন্দ্রিক ভুল তথ্য প্রচার, ২০১৮ সালের ক্যামব্রিজ অ্যানালাইটিকার গোপনীয়তা লঙ্ঘনের ঘটনা ও ২০২১ সালের যুক্তরাষ্ট্রের ক্যাপিটাল বিল্ডিংয়ে হামলা।
গত বুধবার ফেসবুকে দেওয়া এক পোস্টে ‘কৃতজ্ঞতা ভরা হৃদয় এবং স্মৃতিতে ভরা মন’ নিয়ে কোম্পানি থেকে পদত্যাগের ঘোষণা দেন স্যান্ডবার্গ। তিনি বলেন, ‘মেটার ভবিষ্যৎ নির্ভরযোগ্য পর্যায়ে আছে, তাই কোম্পানি থেকে সরে আসার এটিই সঠিক সময়।’
পরিচালনা পর্ষদ ছাড়লেও তিনি কোম্পানির অনানুষ্ঠানিক উপদেষ্টা হিসেবে কাজ করবেন বলে বিবিসি এক প্রতিবেদনে জানায়।
১৪ বছর ধরে ফেসবুক ও মেটার সিওও হিসেবে দায়িত্ব পালন করেন স্যান্ডবার্গ। তিনি টানা ১২ বছর পরিচালনা পর্ষদের সদস্য ছিলেন। একে জীবনের ‘বিশেষ সুযোগ’ হিসেবে অভিহিত করেছেন তিনি।
শেরিলের ‘অসাধারণ অবদানের’ জন্য ধন্যবাদ জানিয়েছেন মেটার সিইও মার্ক জাকারবার্গ। স্যান্ডবার্গের পোস্টের কমেন্টে তিনি বলেন, ‘বছরের পর বছর ধরে আমাদের কোম্পানি এবং কমিউনিটির প্রতি অসাধারণ অবদানের জন্য আপনাকে ধন্যবাদ শেরিল। আপনার নির্দেশনা কোম্পানির সাফল্যে অবদান রেখেছে। আমার ও মেটার প্রতি আপনার অবদানের জন্য আমি কৃতজ্ঞ।’
বিভিন্ন দেশে সামাজিক যোগাযোগ মাধ্যমের জন্য ডিজিটাল আইন কঠোর হওয়ায় নতুন নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে মেটা। আইফোন প্রস্তুতকারক কোম্পানি অ্যাপলও গোপনীয়তার নীতিতে পরিবর্তন করেছে। এজন্য সামাজিক মিডিয়া কোম্পানিগুলোর বিজ্ঞাপনী ব্যবসায় ক্ষতি করছে।
ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা যুক্তরাষ্ট্রের মতো বিভিন্ন দেশে কমে যাচ্ছে। বিশেষ করে কম বয়সীরা টিকটকের মতো প্রতিযোগী অ্যাপের প্রতি আকৃষ্ট হচ্ছে।
মেটার পরিচালনা পর্ষদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন প্রযুক্তি খাতের প্রভাবশালী নারী ব্যক্তিত্ব শেরিল স্যান্ডবার্গ। তিনি ফেসবুকের মূল কোম্পানিটির চিফ অপারেটিং অফিসার (সিওও) বা প্রধান পরিচালন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন।
ফেসবুকের প্রতিষ্ঠার শুরু থেকেই যুক্ত ছিলেন গুগলের সাবেক কর্মী শেরিল স্যান্ডবার্গ। ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ ও মেসেঞ্জারসহ পুরো কোম্পানির বিজ্ঞাপনী ব্যবসাকে লাভজনক করে তোলেন স্যান্ডবার্গ।
তাঁর লেখা বই ‘উইমেন, ওয়ার্ক অ্যান্ড দা উইল টু লিড’ নারীবাদী ইশতেহার হিসেবে পরিচিত। এই বইয়ের জন্য তিনি বিশ্বব্যাপী পরিচিতি পেয়েছেন।
তিনি দায়িত্বে থাকাকালীন বিভিন্ন ইস্যু নিয়ে মেটার সমালোচনা হয়। এর মধ্যে রয়েছে ২০১৬ সালের যুক্তরাষ্ট্রের নির্বাচনকেন্দ্রিক ভুল তথ্য প্রচার, ২০১৮ সালের ক্যামব্রিজ অ্যানালাইটিকার গোপনীয়তা লঙ্ঘনের ঘটনা ও ২০২১ সালের যুক্তরাষ্ট্রের ক্যাপিটাল বিল্ডিংয়ে হামলা।
গত বুধবার ফেসবুকে দেওয়া এক পোস্টে ‘কৃতজ্ঞতা ভরা হৃদয় এবং স্মৃতিতে ভরা মন’ নিয়ে কোম্পানি থেকে পদত্যাগের ঘোষণা দেন স্যান্ডবার্গ। তিনি বলেন, ‘মেটার ভবিষ্যৎ নির্ভরযোগ্য পর্যায়ে আছে, তাই কোম্পানি থেকে সরে আসার এটিই সঠিক সময়।’
পরিচালনা পর্ষদ ছাড়লেও তিনি কোম্পানির অনানুষ্ঠানিক উপদেষ্টা হিসেবে কাজ করবেন বলে বিবিসি এক প্রতিবেদনে জানায়।
১৪ বছর ধরে ফেসবুক ও মেটার সিওও হিসেবে দায়িত্ব পালন করেন স্যান্ডবার্গ। তিনি টানা ১২ বছর পরিচালনা পর্ষদের সদস্য ছিলেন। একে জীবনের ‘বিশেষ সুযোগ’ হিসেবে অভিহিত করেছেন তিনি।
শেরিলের ‘অসাধারণ অবদানের’ জন্য ধন্যবাদ জানিয়েছেন মেটার সিইও মার্ক জাকারবার্গ। স্যান্ডবার্গের পোস্টের কমেন্টে তিনি বলেন, ‘বছরের পর বছর ধরে আমাদের কোম্পানি এবং কমিউনিটির প্রতি অসাধারণ অবদানের জন্য আপনাকে ধন্যবাদ শেরিল। আপনার নির্দেশনা কোম্পানির সাফল্যে অবদান রেখেছে। আমার ও মেটার প্রতি আপনার অবদানের জন্য আমি কৃতজ্ঞ।’
বিভিন্ন দেশে সামাজিক যোগাযোগ মাধ্যমের জন্য ডিজিটাল আইন কঠোর হওয়ায় নতুন নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে মেটা। আইফোন প্রস্তুতকারক কোম্পানি অ্যাপলও গোপনীয়তার নীতিতে পরিবর্তন করেছে। এজন্য সামাজিক মিডিয়া কোম্পানিগুলোর বিজ্ঞাপনী ব্যবসায় ক্ষতি করছে।
ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা যুক্তরাষ্ট্রের মতো বিভিন্ন দেশে কমে যাচ্ছে। বিশেষ করে কম বয়সীরা টিকটকের মতো প্রতিযোগী অ্যাপের প্রতি আকৃষ্ট হচ্ছে।
জেনারেটিভ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির চাহিদা মেটাতে বিশাল অবকাঠামো নির্মাণে ব্যয় সামলাতে এবার বাইরের বিনিয়োগকারীদের সঙ্গে কাজ করতে চাচ্ছে মেটা। এই পরিকল্পনার অংশ হিসেবে ২ বিলিয়ন বা ২০০ কোটি ডলারের ডেটা সেন্টারের সম্পদ বিক্রির পরিকল্পনা করেছে কোম্পানি। গত বৃহস্পতিবার (৩১ জুলাই) মেটার এক...
২ ঘণ্টা আগেইউটিউব মনিটাইজেশন চালু করে ভিডিও থেকে অর্থ উপার্জনের সুযোগ পান কনটেন্ট নির্মাতারা। তবে এই সুযোগ নিতে হলে নির্দিষ্ট কিছু শর্ত পূরণ করে ইউটিউব পার্টনার প্রোগ্রামে আবেদন করতে হয়।
১ দিন আগেকৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চ্যাটবট চ্যাটজিপিটিতে ‘স্টাডি মোড’ নামের নতুন ফিচার চালু করেছে ওপেনএআই। এই ফিচার একজন বাস্তব শিক্ষকের মতো শিক্ষার্থীদের নিজস্ব বিশ্লেষণ ও চিন্তাশক্তি গড়ে তুলতে সাহায্য করবে। স্টাডি মোড চালু থাকলে চ্যাটজিপিটি সরাসরি উত্তর দেওয়ার বদলে ব্যবহারকারীকে ধাপে ধাপে প্রশ্ন করে
২ দিন আগেযুক্তরাষ্ট্রের চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়ার তৈরি কৃত্রিম বুদ্ধিমত্তা এইচ ২০ চিপের সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে চীন। এই চিপে নিরাপত্তা বা নজরদারির ঝুঁকি রয়েছে কিনা তা জানতে কোম্পানিটিকে তলব করেছে চীনের সাইবার রেগুলেটরি সংস্থা সাইবারস্পেস অ্যাডমিনিস্ট্রেশন অব চায়না (সিএসি)।
২ দিন আগে