Ajker Patrika

অ্যাপল এবার মূল ধারার সিনেমা ব্যবসায়

প্রযুক্তি ডেস্ক
অ্যাপল এবার মূল ধারার সিনেমা ব্যবসায়

মূল ধারার সিনেমা ব্যবসায় নামছে বহুজাতিক প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপল। মূলত নিজেদের অর্থায়নে নির্মিত সিনেমাগুলো হলে মুক্তি দেওয়ার পরিকল্পনা করছে প্রতিষ্ঠানটি। এ জন্য বার্ষিক ১০০ কোটি ডলার বিনিয়োগ করবে অ্যাপল। ফলে অ্যাপল স্টুডিও ও অ্যাপল টিভি প্লাসের বাইরেও প্রতিষ্ঠানটিকে সিনেমা ব্যবসায় বড় বিনিয়োগকারী হিসেবে দেখা যাবে। 
 
দ্য ভার্জের প্রতিবেদন অনুযায়ী, এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে অ্যাপলের নতুন এই পরিকল্পনা। এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেয়নি প্রতিষ্ঠানটি। সিনেমা ব্যবসায় নতুন হওয়ায় হলে সিনেমা মুক্তিসহ সংশ্লিষ্ট অন্যান্য বিষয়ে প্রস্তুতির জন্য স্টুডিওর সঙ্গে অংশীদারত্বের ব্যাপারে আলোচনা করছে অ্যাপল। ধারণা করা হচ্ছে, চলতি বছর মুক্তি পাওয়া ম্যাথিউ ভাওগনের থ্রিলার ঘরানার সিনেমা ‘অরগাইল’ অ্যাপলের প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র হতে যাচ্ছে। সিনেমাটি কমপক্ষে এক মাস হলে চালানো হবে। 

এদিকে আমাজনও সিনেমা ব্যবসায় বার্ষিক ১০০ কোটি মার্কিন ডলার বিনিয়োগ এবং সিনেমা প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়ার ঘোষণা দেয় । হলে সিনেমা মুক্তির এই উদ্যোগ অ্যাপলের টিভি প্লাসের গ্রাহক বাড়াবে কি না তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। 

সম্প্রতি শুধু ক্ল্যাসিক্যাল বা ধ্রুপদি সংগীত শোনার জন্য আলাদা স্ট্রিমিং সেবা চালু করার ঘোষণা দেয় অ্যাপল। আগামী ২৮ মার্চ উন্মোচন করা হবে এই অ্যাপ। প্রতিদ্বন্দ্বী স্পটিফাই থেকে নিজেকে আলাদা করার জন্য এই পদক্ষেপ নিচ্ছে অ্যাপল। এই অ্যাপের মাধ্যমে বিশ্বজুড়ে বিভিন্ন ভাষার ক্ল্যাসিক্যাল গান শোনা যাবে।

দ্য ভার্জের প্রতিবেদন অনুযায়ী, এক সংবাদ বিজ্ঞপ্তিতে অ্যাপল জানায়, এই অ্যাপে বিশ্বের সকল ক্ল্যাসিক্যাল সংগীতের বৃহত্তম ক্যাটালগ থাকবে। এ ছাড়া, এই অ্যাপে এমন এক ধরনের উন্নত সার্চের সুবিধা থাকবে যা অন্যান্য অ্যাপে নেই।

অ্যাপল আরও জানায়, অ্যাপল মিউজিকের সাবস্ক্রিপশনের মাধ্যমেই এই অ্যাপটিতে গান শোনা যাবে। ফলে কোনো অতিরিক্ত টাকা খরচ করতে হবে না ব্যবহারকারীদের। শিগগিরই অ্যান্ড্রয়েডভিত্তিক ডিভাইসগুলোতেও পাওয়া যাবে এই অ্যাপ। অ্যাপলের অ্যাপ স্টোরে প্রি-অর্ডার করা যাচ্ছে অ্যাপটি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০২ এসি ল্যান্ডকে প্রত্যাহার

গাজীপুরে একটি সংসদীয় আসন বাড়বে, কমবে বাগেরহাটে, ইসির খসড়া চূড়ান্ত

বাংলাদেশের ওপর ৩৫ শতাংশ পাল্টা শুল্ক কমছে, সবুজসংকেত যুক্তরাষ্ট্রের

গণপূর্তের ৫ প্রকৌশলী ও স্থাপত্য অধিদপ্তরের ১ স্থপতি বরখাস্ত

স্বামীর মৃত্যুর বৈজ্ঞানিক ব্যাখ্যা দিয়েও যাবজ্জীবন এড়াতে পারলেন না রসায়নের অধ্যাপক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত