অনলাইন ডেস্ক
আর মাত্র চার মাস পরেই আইফোন ১৬ সিরিজ উন্মোচন করবে অ্যাপল। তাই প্রতিবারের মতো নতুন সিরিজের বিভিন্ন ফিচার সম্পর্কে তথ্য ফাঁস হয়েছে। আইফোন ১৬ প্রো ফোনের রং কেমন হবে তা জানিয়েছে প্রযুক্তি বিশ্লেষক মিং চিং কুও। আইফোন ১৫ প্রো এর টাইটানিয়াম ব্লু (নীল) রঙের পরিবর্তে আইফোন ১৬ প্রো–তে টাইটানিয়াম রোজ (ম্যাজেন্টা ও লাল রঙের মাঝামাঝি একটি রং) রং যুক্ত হবে বলে মনে করছেন তিনি।
এক্স (সাবেক টুইটার) প্ল্যাটফর্মের এক পোস্টে কুও বলছেন, আইফোন ১৬ ও আইফোন ১৬ প্লাস মডেলগুলোর রং কালো, সাদা, সবুজ, গোলাপি ও নীল হতে পারে। দুটি মডেল বেগুনি রঙেও আসতে পারে বলে অনুমান করছে বিভিন্ন প্রযুক্তি ওয়েবসাইটগুলো। তবে বেগুনি রঙের কথা উল্লেখ করেনি কুও।
আইফোন ১৬ সিরিজের ফোনগুলোর একপাশে নতুন ক্যাপচার বাটনও থাকতে পারে। এটি ছবি ও ভিডিও তুলতে সাহায্য করবে। বাটনটি সংবেদনশীল যা আঙ্গুলের চাপের তারতম্যের ওপর ভিত্তি করে বিভিন্ন ধরনের কাজ করবে। যেমন: হালকা চাপ দিলে ক্যামেরা ফোকাস করবে ও পুরোপুরি চাপ দিলে ক্যামেরা ছবি তুলে দেবে। সাধারণ ক্যামেরার বাটন যেভাবে কাজ করে, এটি সেভাবে কাজ করবে।
আইফোন ১৬ প্রো সংস্করণে আরও বড় ডিসপ্লে যুক্ত করা হতে পারে। এসব মডেলের ক্যামেরায় ৫ গুণ পর্যন্ত জুম করার সুবিধা যুক্ত করা হবে। এ ছাড়া অ্যাপলের এ১৮ চিপসেটও এসব মডেলে ব্যবহার করা হতে পারে।
২০২৫ সালের আইফোন ১৭ সিরিজে নতুন মডেল হিসেবে আইফোন ১৭ স্লিম নিয়ে আসা হতে পারে। মডেলটি আকার অনেক চিকন হবে বলে দাবি করছে বিভিন্ন প্রযুক্তি বিশ্লেষকেরা। তবে দাম অন্যান্য মডেলের তুলনায় অনেক বেশি হবে। তবে আইফোনের ‘প্লাস’ মডেলগুলো পরিবর্তে ‘স্লিম’ মডেলটি নিয়ে আসা হবে কিনা, তা এখনো স্পষ্ট নয়।
তথ্যসূত্র: নাইনটুফাইভ ম্যাক
আর মাত্র চার মাস পরেই আইফোন ১৬ সিরিজ উন্মোচন করবে অ্যাপল। তাই প্রতিবারের মতো নতুন সিরিজের বিভিন্ন ফিচার সম্পর্কে তথ্য ফাঁস হয়েছে। আইফোন ১৬ প্রো ফোনের রং কেমন হবে তা জানিয়েছে প্রযুক্তি বিশ্লেষক মিং চিং কুও। আইফোন ১৫ প্রো এর টাইটানিয়াম ব্লু (নীল) রঙের পরিবর্তে আইফোন ১৬ প্রো–তে টাইটানিয়াম রোজ (ম্যাজেন্টা ও লাল রঙের মাঝামাঝি একটি রং) রং যুক্ত হবে বলে মনে করছেন তিনি।
এক্স (সাবেক টুইটার) প্ল্যাটফর্মের এক পোস্টে কুও বলছেন, আইফোন ১৬ ও আইফোন ১৬ প্লাস মডেলগুলোর রং কালো, সাদা, সবুজ, গোলাপি ও নীল হতে পারে। দুটি মডেল বেগুনি রঙেও আসতে পারে বলে অনুমান করছে বিভিন্ন প্রযুক্তি ওয়েবসাইটগুলো। তবে বেগুনি রঙের কথা উল্লেখ করেনি কুও।
আইফোন ১৬ সিরিজের ফোনগুলোর একপাশে নতুন ক্যাপচার বাটনও থাকতে পারে। এটি ছবি ও ভিডিও তুলতে সাহায্য করবে। বাটনটি সংবেদনশীল যা আঙ্গুলের চাপের তারতম্যের ওপর ভিত্তি করে বিভিন্ন ধরনের কাজ করবে। যেমন: হালকা চাপ দিলে ক্যামেরা ফোকাস করবে ও পুরোপুরি চাপ দিলে ক্যামেরা ছবি তুলে দেবে। সাধারণ ক্যামেরার বাটন যেভাবে কাজ করে, এটি সেভাবে কাজ করবে।
আইফোন ১৬ প্রো সংস্করণে আরও বড় ডিসপ্লে যুক্ত করা হতে পারে। এসব মডেলের ক্যামেরায় ৫ গুণ পর্যন্ত জুম করার সুবিধা যুক্ত করা হবে। এ ছাড়া অ্যাপলের এ১৮ চিপসেটও এসব মডেলে ব্যবহার করা হতে পারে।
২০২৫ সালের আইফোন ১৭ সিরিজে নতুন মডেল হিসেবে আইফোন ১৭ স্লিম নিয়ে আসা হতে পারে। মডেলটি আকার অনেক চিকন হবে বলে দাবি করছে বিভিন্ন প্রযুক্তি বিশ্লেষকেরা। তবে দাম অন্যান্য মডেলের তুলনায় অনেক বেশি হবে। তবে আইফোনের ‘প্লাস’ মডেলগুলো পরিবর্তে ‘স্লিম’ মডেলটি নিয়ে আসা হবে কিনা, তা এখনো স্পষ্ট নয়।
তথ্যসূত্র: নাইনটুফাইভ ম্যাক
বর্তমানে অনেক গুরুত্বপূর্ণ বার্তা আদান-প্রদানের জন্য হোয়াটসঅ্যাপ ব্যবহৃত হয়। তবে ফোন হারিয়ে গেলে বা অন্য কারণে এসব মূল্যবান কথোপকথন বা গুরুত্বপূর্ণ ডেটা হারিয়ে যেতে পারে। তাই সঠিক সময়ে ব্যাকআপ করে রাখতে হয়। হোয়াটসঅ্যাপের ব্যাকআপ ফিচারের মাধ্যমে সহজেই আপনার সমস্ত চ্যাট, মিডিয়া ফাইল ও ভয়েস...
১ দিন আগেজাপানি প্রতিষ্ঠান শিমাদজু করপোরেশন বাজারে এনেছে বিশ্বের সবচেয়ে নির্ভুল ঘড়ি ‘এথার ক্লক ওসি জিরো টু জিরো’। স্ট্রনটিয়াম অপটিক্যাল ল্যাটিস প্রযুক্তির এই ঘড়ি এক হাজার বছরে মাত্র এক সেকেন্ড বিচ্যুত হয়। গবেষণার জন্য তৈরি ঘড়িটির দাম ৩৩ লাখ ডলার।
২ দিন আগেগুগল তাদের সার্চ ফিচারকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে গেছে। গত বুধবার কোম্পানিটি ঘোষণা করেছে, তারা নতুন একটি অভিনব এআই টুল নিয়ে এসেছে। যার নাম–‘এআই মোড’। এটি ব্যবহারকারীদের জটিল এবং বহুস্তরের প্রশ্নের জন্য উন্নত উত্তর দেবে, যেগুলোর জন্য সাধারণত একাধিক অনুসন্ধানের প্রয়োজন হয়।
২ দিন আগেবিশ্বখ্যাত কৃত্রিম বুদ্ধিমত্তা টুল চ্যাটজিপিটি এর নির্মাতা ওপেনএআই–এর সঙ্গে পাঁচ বছরের অংশীদারত্ব ঘোষণা করেছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়। এই অংশীদারত্বের মাধ্যমে অক্সফোর্ডের শিক্ষার্থী ও গবেষকেরা উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) টুলের সুবিধা পাবেন...
২ দিন আগে