আর মাত্র চার মাস পরেই আইফোন ১৬ সিরিজ উন্মোচন করবে অ্যাপল। তাই প্রতিবারের মতো নতুন সিরিজের বিভিন্ন ফিচার সম্পর্কে তথ্য ফাঁস হয়েছে। আইফোন ১৬ প্রো ফোনের রং কেমন হবে তা জানিয়েছে প্রযুক্তি বিশ্লেষক মিং চিং কুও। আইফোন ১৫ প্রো এর টাইটানিয়াম ব্লু (নীল) রঙের পরিবর্তে আইফোন ১৬ প্রো–তে টাইটানিয়াম রোজ (ম্যাজেন্টা ও লাল রঙের মাঝামাঝি একটি রং) রং যুক্ত হবে বলে মনে করছেন তিনি।
এক্স (সাবেক টুইটার) প্ল্যাটফর্মের এক পোস্টে কুও বলছেন, আইফোন ১৬ ও আইফোন ১৬ প্লাস মডেলগুলোর রং কালো, সাদা, সবুজ, গোলাপি ও নীল হতে পারে। দুটি মডেল বেগুনি রঙেও আসতে পারে বলে অনুমান করছে বিভিন্ন প্রযুক্তি ওয়েবসাইটগুলো। তবে বেগুনি রঙের কথা উল্লেখ করেনি কুও।
আইফোন ১৬ সিরিজের ফোনগুলোর একপাশে নতুন ক্যাপচার বাটনও থাকতে পারে। এটি ছবি ও ভিডিও তুলতে সাহায্য করবে। বাটনটি সংবেদনশীল যা আঙ্গুলের চাপের তারতম্যের ওপর ভিত্তি করে বিভিন্ন ধরনের কাজ করবে। যেমন: হালকা চাপ দিলে ক্যামেরা ফোকাস করবে ও পুরোপুরি চাপ দিলে ক্যামেরা ছবি তুলে দেবে। সাধারণ ক্যামেরার বাটন যেভাবে কাজ করে, এটি সেভাবে কাজ করবে।
আইফোন ১৬ প্রো সংস্করণে আরও বড় ডিসপ্লে যুক্ত করা হতে পারে। এসব মডেলের ক্যামেরায় ৫ গুণ পর্যন্ত জুম করার সুবিধা যুক্ত করা হবে। এ ছাড়া অ্যাপলের এ১৮ চিপসেটও এসব মডেলে ব্যবহার করা হতে পারে।
২০২৫ সালের আইফোন ১৭ সিরিজে নতুন মডেল হিসেবে আইফোন ১৭ স্লিম নিয়ে আসা হতে পারে। মডেলটি আকার অনেক চিকন হবে বলে দাবি করছে বিভিন্ন প্রযুক্তি বিশ্লেষকেরা। তবে দাম অন্যান্য মডেলের তুলনায় অনেক বেশি হবে। তবে আইফোনের ‘প্লাস’ মডেলগুলো পরিবর্তে ‘স্লিম’ মডেলটি নিয়ে আসা হবে কিনা, তা এখনো স্পষ্ট নয়।
তথ্যসূত্র: নাইনটুফাইভ ম্যাক
আর মাত্র চার মাস পরেই আইফোন ১৬ সিরিজ উন্মোচন করবে অ্যাপল। তাই প্রতিবারের মতো নতুন সিরিজের বিভিন্ন ফিচার সম্পর্কে তথ্য ফাঁস হয়েছে। আইফোন ১৬ প্রো ফোনের রং কেমন হবে তা জানিয়েছে প্রযুক্তি বিশ্লেষক মিং চিং কুও। আইফোন ১৫ প্রো এর টাইটানিয়াম ব্লু (নীল) রঙের পরিবর্তে আইফোন ১৬ প্রো–তে টাইটানিয়াম রোজ (ম্যাজেন্টা ও লাল রঙের মাঝামাঝি একটি রং) রং যুক্ত হবে বলে মনে করছেন তিনি।
এক্স (সাবেক টুইটার) প্ল্যাটফর্মের এক পোস্টে কুও বলছেন, আইফোন ১৬ ও আইফোন ১৬ প্লাস মডেলগুলোর রং কালো, সাদা, সবুজ, গোলাপি ও নীল হতে পারে। দুটি মডেল বেগুনি রঙেও আসতে পারে বলে অনুমান করছে বিভিন্ন প্রযুক্তি ওয়েবসাইটগুলো। তবে বেগুনি রঙের কথা উল্লেখ করেনি কুও।
আইফোন ১৬ সিরিজের ফোনগুলোর একপাশে নতুন ক্যাপচার বাটনও থাকতে পারে। এটি ছবি ও ভিডিও তুলতে সাহায্য করবে। বাটনটি সংবেদনশীল যা আঙ্গুলের চাপের তারতম্যের ওপর ভিত্তি করে বিভিন্ন ধরনের কাজ করবে। যেমন: হালকা চাপ দিলে ক্যামেরা ফোকাস করবে ও পুরোপুরি চাপ দিলে ক্যামেরা ছবি তুলে দেবে। সাধারণ ক্যামেরার বাটন যেভাবে কাজ করে, এটি সেভাবে কাজ করবে।
আইফোন ১৬ প্রো সংস্করণে আরও বড় ডিসপ্লে যুক্ত করা হতে পারে। এসব মডেলের ক্যামেরায় ৫ গুণ পর্যন্ত জুম করার সুবিধা যুক্ত করা হবে। এ ছাড়া অ্যাপলের এ১৮ চিপসেটও এসব মডেলে ব্যবহার করা হতে পারে।
২০২৫ সালের আইফোন ১৭ সিরিজে নতুন মডেল হিসেবে আইফোন ১৭ স্লিম নিয়ে আসা হতে পারে। মডেলটি আকার অনেক চিকন হবে বলে দাবি করছে বিভিন্ন প্রযুক্তি বিশ্লেষকেরা। তবে দাম অন্যান্য মডেলের তুলনায় অনেক বেশি হবে। তবে আইফোনের ‘প্লাস’ মডেলগুলো পরিবর্তে ‘স্লিম’ মডেলটি নিয়ে আসা হবে কিনা, তা এখনো স্পষ্ট নয়।
তথ্যসূত্র: নাইনটুফাইভ ম্যাক
বৈধ ফেসবুক ব্যবহারকারীর জন্য এটি উদ্বেগের কারণ নয়। তবে কিছু ব্যবহারকারী অভিযোগ করেছেন, তাঁদের অ্যাকাউন্ট ভুলবশত মুছে ফেলা হয়েছে। এর সুযোগ নিয়ে স্ক্যামাররা সক্রিয় হয়ে উঠেছে, যারা অ্যাকাউন্ট পুনরুদ্ধারের জন্য ব্যবহারকারীদের কাছ থেকে সুবিধা নেওয়ার চেষ্টা করছে।
১৯ ঘণ্টা আগেঅ্যাপলের আইফোন ১৭ মডেলের আত্মপ্রকাশের আর মাত্র দুই মাস বাকি। এর মধ্যেই নতুন আইফোন নিয়ে গুঞ্জন ও জল্পনা-কল্পনা তুঙ্গে উঠেছে। সম্প্রতি ফাঁস হওয়া বিভিন্ন তথ্য বিশ্লেষণ করে ম্যাকরিউমরস আইফোন ১৭ সিরিজের সবচেয়ে আকর্ষণীয় ফিচারগুলো এবং কিছু সম্ভাব্য নেতিবাচক পরিবর্তন তুলে ধরেছে।
২ দিন আগেঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনের অংশ হিসেবে আজ শুক্রবার দেশের সব মোবাইল ফোন গ্রাহক বিনা মূল্যে ১ জিবি ইন্টারনেট ডেটা পাচ্ছেন। অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) গত বুধবার সব অপারেটরকে এই নির্দেশনা দেয়।
৪ দিন আগেমহাকাশ প্রযুক্তি প্রতিষ্ঠান স্পেসএক্সের সহযোগী প্রতিষ্ঠান স্টারলিংকের ব্যবসা পরিচালনা বিভাগের ভাইস প্রেসিডেন্ট লরেন ড্রেয়ারের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল শুক্রবার ঢাকায় আসছে।
৪ দিন আগে