আর মাত্র চার মাস পরেই আইফোন ১৬ সিরিজ উন্মোচন করবে অ্যাপল। তাই প্রতিবারের মতো নতুন সিরিজের বিভিন্ন ফিচার সম্পর্কে তথ্য ফাঁস হয়েছে। আইফোন ১৬ প্রো ফোনের রং কেমন হবে তা জানিয়েছে প্রযুক্তি বিশ্লেষক মিং চিং কুও। আইফোন ১৫ প্রো এর টাইটানিয়াম ব্লু (নীল) রঙের পরিবর্তে আইফোন ১৬ প্রো–তে টাইটানিয়াম রোজ (ম্যাজেন্টা ও লাল রঙের মাঝামাঝি একটি রং) রং যুক্ত হবে বলে মনে করছেন তিনি।
এক্স (সাবেক টুইটার) প্ল্যাটফর্মের এক পোস্টে কুও বলছেন, আইফোন ১৬ ও আইফোন ১৬ প্লাস মডেলগুলোর রং কালো, সাদা, সবুজ, গোলাপি ও নীল হতে পারে। দুটি মডেল বেগুনি রঙেও আসতে পারে বলে অনুমান করছে বিভিন্ন প্রযুক্তি ওয়েবসাইটগুলো। তবে বেগুনি রঙের কথা উল্লেখ করেনি কুও।
আইফোন ১৬ সিরিজের ফোনগুলোর একপাশে নতুন ক্যাপচার বাটনও থাকতে পারে। এটি ছবি ও ভিডিও তুলতে সাহায্য করবে। বাটনটি সংবেদনশীল যা আঙ্গুলের চাপের তারতম্যের ওপর ভিত্তি করে বিভিন্ন ধরনের কাজ করবে। যেমন: হালকা চাপ দিলে ক্যামেরা ফোকাস করবে ও পুরোপুরি চাপ দিলে ক্যামেরা ছবি তুলে দেবে। সাধারণ ক্যামেরার বাটন যেভাবে কাজ করে, এটি সেভাবে কাজ করবে।
আইফোন ১৬ প্রো সংস্করণে আরও বড় ডিসপ্লে যুক্ত করা হতে পারে। এসব মডেলের ক্যামেরায় ৫ গুণ পর্যন্ত জুম করার সুবিধা যুক্ত করা হবে। এ ছাড়া অ্যাপলের এ১৮ চিপসেটও এসব মডেলে ব্যবহার করা হতে পারে।
২০২৫ সালের আইফোন ১৭ সিরিজে নতুন মডেল হিসেবে আইফোন ১৭ স্লিম নিয়ে আসা হতে পারে। মডেলটি আকার অনেক চিকন হবে বলে দাবি করছে বিভিন্ন প্রযুক্তি বিশ্লেষকেরা। তবে দাম অন্যান্য মডেলের তুলনায় অনেক বেশি হবে। তবে আইফোনের ‘প্লাস’ মডেলগুলো পরিবর্তে ‘স্লিম’ মডেলটি নিয়ে আসা হবে কিনা, তা এখনো স্পষ্ট নয়।
তথ্যসূত্র: নাইনটুফাইভ ম্যাক
আর মাত্র চার মাস পরেই আইফোন ১৬ সিরিজ উন্মোচন করবে অ্যাপল। তাই প্রতিবারের মতো নতুন সিরিজের বিভিন্ন ফিচার সম্পর্কে তথ্য ফাঁস হয়েছে। আইফোন ১৬ প্রো ফোনের রং কেমন হবে তা জানিয়েছে প্রযুক্তি বিশ্লেষক মিং চিং কুও। আইফোন ১৫ প্রো এর টাইটানিয়াম ব্লু (নীল) রঙের পরিবর্তে আইফোন ১৬ প্রো–তে টাইটানিয়াম রোজ (ম্যাজেন্টা ও লাল রঙের মাঝামাঝি একটি রং) রং যুক্ত হবে বলে মনে করছেন তিনি।
এক্স (সাবেক টুইটার) প্ল্যাটফর্মের এক পোস্টে কুও বলছেন, আইফোন ১৬ ও আইফোন ১৬ প্লাস মডেলগুলোর রং কালো, সাদা, সবুজ, গোলাপি ও নীল হতে পারে। দুটি মডেল বেগুনি রঙেও আসতে পারে বলে অনুমান করছে বিভিন্ন প্রযুক্তি ওয়েবসাইটগুলো। তবে বেগুনি রঙের কথা উল্লেখ করেনি কুও।
আইফোন ১৬ সিরিজের ফোনগুলোর একপাশে নতুন ক্যাপচার বাটনও থাকতে পারে। এটি ছবি ও ভিডিও তুলতে সাহায্য করবে। বাটনটি সংবেদনশীল যা আঙ্গুলের চাপের তারতম্যের ওপর ভিত্তি করে বিভিন্ন ধরনের কাজ করবে। যেমন: হালকা চাপ দিলে ক্যামেরা ফোকাস করবে ও পুরোপুরি চাপ দিলে ক্যামেরা ছবি তুলে দেবে। সাধারণ ক্যামেরার বাটন যেভাবে কাজ করে, এটি সেভাবে কাজ করবে।
আইফোন ১৬ প্রো সংস্করণে আরও বড় ডিসপ্লে যুক্ত করা হতে পারে। এসব মডেলের ক্যামেরায় ৫ গুণ পর্যন্ত জুম করার সুবিধা যুক্ত করা হবে। এ ছাড়া অ্যাপলের এ১৮ চিপসেটও এসব মডেলে ব্যবহার করা হতে পারে।
২০২৫ সালের আইফোন ১৭ সিরিজে নতুন মডেল হিসেবে আইফোন ১৭ স্লিম নিয়ে আসা হতে পারে। মডেলটি আকার অনেক চিকন হবে বলে দাবি করছে বিভিন্ন প্রযুক্তি বিশ্লেষকেরা। তবে দাম অন্যান্য মডেলের তুলনায় অনেক বেশি হবে। তবে আইফোনের ‘প্লাস’ মডেলগুলো পরিবর্তে ‘স্লিম’ মডেলটি নিয়ে আসা হবে কিনা, তা এখনো স্পষ্ট নয়।
তথ্যসূত্র: নাইনটুফাইভ ম্যাক
বিশ্ববিখ্যাত প্রযুক্তি ব্র্যান্ড অপো বাংলাদেশের বাজারে তাদের নতুন স্মার্টফোন অপো ‘এ৫ এক্স’ উন্মোচন করেছে। ৪ জিবি র্যাম ও ৬৪ জিবি ইন্টারন্যাল স্টোরেজের স্মার্ট ডিভাইসটির মূল্য রাখা হয়েছে মাত্র ১৩ হাজার ৯৯০ টাকা। তবে দামে সাশ্রয়ী হলেও স্মার্টফোনটি বেশ টেকসই।
৯ ঘণ্টা আগেটিকটক ব্যবহারকারীরা এখন সহজেই স্থির ছবিকে অ্যানিমেটেড ভিডিওতে রূপান্তর করতে পারবেন। এজন্য অ্যাপটিতে চালু হয়েছে ‘এআই অ্যালাইভ’ নামের নতুন ফিচার, যা অ্যাপটির স্টোরি ক্যামেরা ব্যবহার করে স্থির ছবিকে গতিশীল, সৃজনশীল ও আবহপূর্ণ ছোট ভিডিওতে পরিণত করতে পারবে।
১০ ঘণ্টা আগেভারতে অ্যাপলের চিপ উৎপাদন বাড়াতে বড় পদক্ষেপ নিয়েছে ফক্সকন। দেশটির আইটি জায়ান্ট এইচসিএল গ্রুপের সঙ্গে যৌথভাবে একটি সেমিকন্ডাক্টর কারখানা স্থাপন করতে যাচ্ছে এই প্রযুক্তি প্রতিষ্ঠানটি। প্রায় ৩ হাজার ৭০০ কোটি রুপি (৪৩৫ মিলিয়ন মার্কিন ডলার) ব্যয়ে কারখানাটি নির্মাণের অনুমোদন দিয়েছে ভারতের মন্ত্রিসভা।
১২ ঘণ্টা আগেচুরি করা অ্যান্ড্রয়েড ফোন এখন বিক্রি বা ব্যবহার করা আরও কঠিন হয়ে পড়বে। ফোন চুরির ঘটনা ঠেকাতে উন্নত সুরক্ষা ব্যবস্থা আনছে প্রযুক্তি জায়ান্ট গুগল। ‘দ্য অ্যান্ড্রয়েড শো: আই/ও এডিশন’ অনুষ্ঠানে অ্যান্ড্রয়েড ১৬ ও ওয়্যার ওএস ৬-এর প্রিভিউ প্রদর্শনের সময় প্রতিষ্ঠানটি নতুন একটি ফিচারের ঘোষণা দেয়, যার নাম
১২ ঘণ্টা আগে