Ajker Patrika

মাস্ক টুইটার কেনায় বিকল্প আনার পরিকল্পনা জ্যাক ডরসির

মাস্ক টুইটার কেনায় বিকল্প আনার পরিকল্পনা জ্যাক ডরসির

জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম টুইটার কিনে নিয়েছেন টেসলা ও স্পেসএক্সের প্রধান ইলন মাস্ক। মাস্ক টুইটার কেনায় এবার বিকল্প আনার পরিকল্পনা করছেন টুইটারের সহ-প্রতিষ্ঠাতা ও সাবেক সিইও জ্যাক ডরসি।

আজ রোববার এক প্রতিবেদনে এনডিটিভি জানায়, এরই মধ্যে নতুন সামাজিক যোগাযোগমাধ্যম আনার কাজ শুরু করেছেন জ্যাক ডরসি। এমনকি নতুন এই সামাজিক যোগাযোগমাধ্যমের বেটা ভার্সনের পরীক্ষা-নিরীক্ষার কাজও চলছে। 

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, মাস্কের হাতে টুইটারের নিয়ন্ত্রণ আসার এক সপ্তাহ আগে ডরসি ঘোষণা দেন, নতুন সামাজিক যোগাযোগমাধ্যম ‘ব্লুস্কাই’ অ্যাপের বেটা ভার্সনের পরীক্ষা-নিরীক্ষার কাজ শুরু হয়েছে। 

এক সংবাদ বিজ্ঞপ্তিতে কোম্পানির পক্ষ থেকে জানানো হয়, ‘বেটা ভার্সনের পরীক্ষা-নিরীক্ষার পরবর্তী ধাপটি হলো প্রোটোকল পরীক্ষা শুরু করা। এরপর সকলের মাঝে ছড়িয়ে দেওয়ার প্রোটোকল একটি জটিল প্রক্রিয়া। নেটওয়ার্ক স্থাপনের পর কয়েকটি পক্ষের কাছ থেকে সমন্বয়ের প্রয়োজন হয়। এ কারণে আমরা ব্যক্তিগতভাবে বেটা ভার্সন শুরু করছি।’ 

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘বেটা ভার্সনের পরীক্ষা-নিরীক্ষার সময়ে প্রোটোকল সংক্রান্ত বিষয়গুলোর পুনরাবৃত্তি করা হবে এবং কীভাবে অ্যাপ কাজ করে সে সম্পর্কে বিস্তারিত তথ্য জানানো হবে। যখন অ্যাপটির কাজ চূড়ান্ত হবে তখন আমরা এটিকে বেটা ভার্সনেই সবার জন্য উন্মুক্ত করে দেব।’ 

নতুন অ্যাপটিতে অ্যাথেন্টিকেটেড ট্রান্সফার প্রোটোকল (এটি প্রোটোকল) ব্যবহার করা হয়েছে। যার মাধ্যমে একাধিক সোশ্যাল মিডিয়া ব্যবহার করা যাবে।

উল্লেখ্য, ২০১৯ সালে টুইটার কর্তৃপক্ষই ‘ব্লুস্কাই’ প্রতিষ্ঠা করে। পরে ২০২২ সালের মে মাসে জ্যাক ডরসি টুইটারের পরিচালনা বোর্ড থেকে পদত্যাগ করেন। এর আগে ২০২১ সালের নভেম্বরে টুইটারের সিইও পদ থেকে পদত্যাগ করেন জ্যাক ডরসি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত