Ajker Patrika

দক্ষিণ কোরিয়ার তরুণ প্রজন্ম: লাইভ করেই মিলিয়নেয়ার

প্রযুক্তি প্রতিবেদক
দক্ষিণ কোরিয়ার তরুণ প্রজন্ম: লাইভ করেই মিলিয়নেয়ার

রাজধানী সিউলে মায়ের অ্যাপার্টমেন্টে ছাদের স্টোররুমকে স্টুডিও বানিয়ে ফেলেছেন কিম মিন ইয়ো। দিনে ১৫ ঘণ্টার বেশি সময় ব্যয় করেন ভিডিও গেমস খেলে। ২৪ বছর বয়সী এ তরুণ শুধু নিজে গেম খেলেন না, সেটি লাইভস্ট্রিমও করেন। ব্যাকগ্রাউন্ডে থাকে তার নিজের কণ্ঠে রসিকতাময় ধারাভাষ্য। এই লাইভ করেই মাসে ৫০ হাজার ডলারের বেশি আয় করেন কিম।

দক্ষিণ কোরিয়ার জাতীয় আয়ে (জিডিপি) লাইভ স্ট্রিমের অবদান এখন এক শতাংশ। বিশাল অংকের খাতটিতে ভূমিকা রয়েছে কিমেরও।

ছাদের ঘরে ছোট্ট স্টুডিওতেই খাওয়া, ঘুম এবং অন্যান্য জরুরি কাজ সারেন কিম। তিনি বলেন, আগে মা সংসারের সব ব্যয় বহন করতেন। ফলে নিজের জন্য যথেষ্ট টাকা কখনোই পেতাম না। আর এখন কিম নিজেই পরিবারকে আর্থিক সহযোগিতা করছেন।

দক্ষিণ কোরিয়ায় লাইভ সম্প্রচারকারী তরুণদের বলে ব্রডকাস্ট জকি। এই তরুণরা ভিডিওগেম, গান, খাওয়া এমনকি শুধু ঘুমও লাইভ দেখান। এটিই তাদের আয়ের উৎস। তাদের অনেকে এতোটা জনপ্রিয় যে রীতিমতো তারকা বনে গেছেন। অনেক তরুণই শুধু লাইভস্ট্রিম করে মাসে এক লাখ ডলার পর্যন্ত আয় করেন। এই কনটেন্ট তারা প্রচার করেন আফ্রিকাটিভি এবং ইউটিউবে।

করোনা মহামারী এই লাইভ সম্প্রচারকারীদের জন্য আশীর্বাদ হয়ে উঠেছে। গত বছরের প্রথম চার মাস দক্ষিণ কোরিয়ায় করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় জনসাধারণকে ঘরে থাকার নির্দেশ দেওয়া হয়। ইউটিউবের পক্ষ থেকে বলা হয়, ওই সময় দক্ষিণ কোরিয়াসহ সারা বিশ্বে তাদের দর্শক ব্যাপকভাবে বেড়েছে।

অবশ্য দক্ষিণ কোরিয়ার এই তরুণ লাইভস্ট্রিমারদের বিরুদ্ধে বিতর্কিত কনটেন্ট তৈরি করার অভিযোগও রয়েছে। দর্শক বাড়লে আয়ও বাড়ে। এ কারণে অনেকে মরিয়া হয়ে আপত্তিকর কনটেন্ট তৈরি করেন।

ক্যালিফোর্নিয়ার স্টেট ইউনিভার্সিটির মোনটেরো বে–এর গবেষক হোজিন সং বলেন, দক্ষিণ কোরিয়ার ব্রডকাস্ট জকিরা দর্শক টানার জন্য যৌন এবং সহিংস কনটেন্ট তৈরি করছে। এ ধরনের কনটেন্টের ভিউ এবং এঙ্গেজমেন্ট বেশি। ফলে আয়ও বাড়ে হু হু করে।

এএফপি অবলম্বনে ইয়াসিন আরাফাত

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মৌচাকে গাড়িতে লাশ: ২৫ লাখ টাকায় যুক্তরাষ্ট্রের কথা বলে জাকিরকে শ্রীলঙ্কায় নিয়েছিল দালাল

টেলিটক এখন গলার কাঁটা পর্যায়ে চলে এসেছে: ফয়েজ আহমদ তৈয়্যব

বাংলাদেশের চার পাটপণ্যে ভারতের বন্দর নিষেধাজ্ঞা

সিন্ধু পানিবণ্টন নিয়ে আন্তর্জাতিক আদালতের রায় পাকিস্তানের বড় জয়: পররাষ্ট্র মন্ত্রণালয়

যুক্তরাজ্যে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের সম্পত্তি বিক্রির প্রক্রিয়া শুরু

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত