প্রযুক্তি প্রতিবেদক
রাজধানী সিউলে মায়ের অ্যাপার্টমেন্টে ছাদের স্টোররুমকে স্টুডিও বানিয়ে ফেলেছেন কিম মিন ইয়ো। দিনে ১৫ ঘণ্টার বেশি সময় ব্যয় করেন ভিডিও গেমস খেলে। ২৪ বছর বয়সী এ তরুণ শুধু নিজে গেম খেলেন না, সেটি লাইভস্ট্রিমও করেন। ব্যাকগ্রাউন্ডে থাকে তার নিজের কণ্ঠে রসিকতাময় ধারাভাষ্য। এই লাইভ করেই মাসে ৫০ হাজার ডলারের বেশি আয় করেন কিম।
দক্ষিণ কোরিয়ার জাতীয় আয়ে (জিডিপি) লাইভ স্ট্রিমের অবদান এখন এক শতাংশ। বিশাল অংকের খাতটিতে ভূমিকা রয়েছে কিমেরও।
ছাদের ঘরে ছোট্ট স্টুডিওতেই খাওয়া, ঘুম এবং অন্যান্য জরুরি কাজ সারেন কিম। তিনি বলেন, আগে মা সংসারের সব ব্যয় বহন করতেন। ফলে নিজের জন্য যথেষ্ট টাকা কখনোই পেতাম না। আর এখন কিম নিজেই পরিবারকে আর্থিক সহযোগিতা করছেন।
দক্ষিণ কোরিয়ায় লাইভ সম্প্রচারকারী তরুণদের বলে ব্রডকাস্ট জকি। এই তরুণরা ভিডিওগেম, গান, খাওয়া এমনকি শুধু ঘুমও লাইভ দেখান। এটিই তাদের আয়ের উৎস। তাদের অনেকে এতোটা জনপ্রিয় যে রীতিমতো তারকা বনে গেছেন। অনেক তরুণই শুধু লাইভস্ট্রিম করে মাসে এক লাখ ডলার পর্যন্ত আয় করেন। এই কনটেন্ট তারা প্রচার করেন আফ্রিকাটিভি এবং ইউটিউবে।
করোনা মহামারী এই লাইভ সম্প্রচারকারীদের জন্য আশীর্বাদ হয়ে উঠেছে। গত বছরের প্রথম চার মাস দক্ষিণ কোরিয়ায় করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় জনসাধারণকে ঘরে থাকার নির্দেশ দেওয়া হয়। ইউটিউবের পক্ষ থেকে বলা হয়, ওই সময় দক্ষিণ কোরিয়াসহ সারা বিশ্বে তাদের দর্শক ব্যাপকভাবে বেড়েছে।
অবশ্য দক্ষিণ কোরিয়ার এই তরুণ লাইভস্ট্রিমারদের বিরুদ্ধে বিতর্কিত কনটেন্ট তৈরি করার অভিযোগও রয়েছে। দর্শক বাড়লে আয়ও বাড়ে। এ কারণে অনেকে মরিয়া হয়ে আপত্তিকর কনটেন্ট তৈরি করেন।
ক্যালিফোর্নিয়ার স্টেট ইউনিভার্সিটির মোনটেরো বে–এর গবেষক হোজিন সং বলেন, দক্ষিণ কোরিয়ার ব্রডকাস্ট জকিরা দর্শক টানার জন্য যৌন এবং সহিংস কনটেন্ট তৈরি করছে। এ ধরনের কনটেন্টের ভিউ এবং এঙ্গেজমেন্ট বেশি। ফলে আয়ও বাড়ে হু হু করে।
এএফপি অবলম্বনে ইয়াসিন আরাফাত
রাজধানী সিউলে মায়ের অ্যাপার্টমেন্টে ছাদের স্টোররুমকে স্টুডিও বানিয়ে ফেলেছেন কিম মিন ইয়ো। দিনে ১৫ ঘণ্টার বেশি সময় ব্যয় করেন ভিডিও গেমস খেলে। ২৪ বছর বয়সী এ তরুণ শুধু নিজে গেম খেলেন না, সেটি লাইভস্ট্রিমও করেন। ব্যাকগ্রাউন্ডে থাকে তার নিজের কণ্ঠে রসিকতাময় ধারাভাষ্য। এই লাইভ করেই মাসে ৫০ হাজার ডলারের বেশি আয় করেন কিম।
দক্ষিণ কোরিয়ার জাতীয় আয়ে (জিডিপি) লাইভ স্ট্রিমের অবদান এখন এক শতাংশ। বিশাল অংকের খাতটিতে ভূমিকা রয়েছে কিমেরও।
ছাদের ঘরে ছোট্ট স্টুডিওতেই খাওয়া, ঘুম এবং অন্যান্য জরুরি কাজ সারেন কিম। তিনি বলেন, আগে মা সংসারের সব ব্যয় বহন করতেন। ফলে নিজের জন্য যথেষ্ট টাকা কখনোই পেতাম না। আর এখন কিম নিজেই পরিবারকে আর্থিক সহযোগিতা করছেন।
দক্ষিণ কোরিয়ায় লাইভ সম্প্রচারকারী তরুণদের বলে ব্রডকাস্ট জকি। এই তরুণরা ভিডিওগেম, গান, খাওয়া এমনকি শুধু ঘুমও লাইভ দেখান। এটিই তাদের আয়ের উৎস। তাদের অনেকে এতোটা জনপ্রিয় যে রীতিমতো তারকা বনে গেছেন। অনেক তরুণই শুধু লাইভস্ট্রিম করে মাসে এক লাখ ডলার পর্যন্ত আয় করেন। এই কনটেন্ট তারা প্রচার করেন আফ্রিকাটিভি এবং ইউটিউবে।
করোনা মহামারী এই লাইভ সম্প্রচারকারীদের জন্য আশীর্বাদ হয়ে উঠেছে। গত বছরের প্রথম চার মাস দক্ষিণ কোরিয়ায় করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় জনসাধারণকে ঘরে থাকার নির্দেশ দেওয়া হয়। ইউটিউবের পক্ষ থেকে বলা হয়, ওই সময় দক্ষিণ কোরিয়াসহ সারা বিশ্বে তাদের দর্শক ব্যাপকভাবে বেড়েছে।
অবশ্য দক্ষিণ কোরিয়ার এই তরুণ লাইভস্ট্রিমারদের বিরুদ্ধে বিতর্কিত কনটেন্ট তৈরি করার অভিযোগও রয়েছে। দর্শক বাড়লে আয়ও বাড়ে। এ কারণে অনেকে মরিয়া হয়ে আপত্তিকর কনটেন্ট তৈরি করেন।
ক্যালিফোর্নিয়ার স্টেট ইউনিভার্সিটির মোনটেরো বে–এর গবেষক হোজিন সং বলেন, দক্ষিণ কোরিয়ার ব্রডকাস্ট জকিরা দর্শক টানার জন্য যৌন এবং সহিংস কনটেন্ট তৈরি করছে। এ ধরনের কনটেন্টের ভিউ এবং এঙ্গেজমেন্ট বেশি। ফলে আয়ও বাড়ে হু হু করে।
এএফপি অবলম্বনে ইয়াসিন আরাফাত
অ্যাপলের এয়ারপডসে যুক্ত হতে যাচ্ছে এক নতুন যুগান্তকারী ফিচার ‘লাইভ ট্রান্সলেশন’। এই ফিচারটি চালু থাকলে ফোনকলের পাশাপাশি সামনে থাকা ব্যক্তির কথাও অনুবাদ করে দেবে এয়ারপডসটি।
৩ ঘণ্টা আগেসাধারণ ছবিকে এবার সরাসরি থ্রিডি মডেলে রূপ দেওয়া যাবে। এমনই এক চমকপ্রদ প্রযুক্তি এনেছে মাইক্রোসফট। ‘কোপাইলট থ্রিডি’ নামের এই নতুন এআই টুলটি তৈরি করেছে কোপাইলট ল্যাবস। এর মাধ্যমে দ্বিমাত্রিক ইমেজ, পিএনজি বা জেপিজি ফরম্যাটের ১০ মেগাবাইটের নিচের যেকোনো ছবি দিয়ে তৈরি করা যাবে থ্রিডি মডেল।
৫ ঘণ্টা আগেকৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক চ্যাটজিপিটির পরামর্শ মেনে খাদ্যাভাস পরিবর্তন করায় নিউইয়র্কের ৬০ বছর বয়সী এক ব্যক্তি হাসপাতালে ভর্তি হন। চিকিৎসকদের মতে, কয়েক সপ্তাহের মধ্যে খাদ্যাভ্যাসে প্রায় সম্পূর্ণভাবে লবণ বাদ দিয়ে ফেলেন ওই ব্যক্তি, যার ফলে তার শরীরে বিপজ্জনকভাবে সোডিয়ামের ঘাটতি দেখা দেয়।
৮ ঘণ্টা আগেঅ্যাপলের অ্যাপ স্টোর নীতিমালা নিয়ে তীব্র সমালোচনা করেছেন বিশ্বখ্যাত প্রযুক্তি উদ্যোক্তা এবং এক্সএআইয়ের প্রতিষ্ঠাতা ইলন মাস্ক। নিজের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে পিন করা একটি পোস্টে মাস্ক দাবি করেন, অ্যাপল ইচ্ছাকৃতভাবে ওপেনএআই ছাড়া অন্য কোনো কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক কোম্পানিকে অ্যাপ স্টোরের র্য
১০ ঘণ্টা আগে