প্রযুক্তি ডেস্ক
রোবট তৈরিতে জোরেশোরেই মাঠে নামছে টেসলা। চলতি বছরে টেসলা বট নামে মানবসদৃশ একটি রোবটের পরীক্ষামূলক সংস্করণ উন্মুক্ত করা হবে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী ইলন মাস্ক। তাই এ বছর টেসলার মূল নজর মানবসদৃশ এই রোবট তৈরিতে থাকবে বলেই ধারণা করা হচ্ছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, টেসলার রোবট তৈরি প্রকল্পের নাম দেওয়া হয়েছে অপটিমাস। এই পরিকল্পনার বিষয়ে টেসলার বিনিয়োগকারীদের সঙ্গেও আলোচনা করেছেন মাস্ক। সময়ের সঙ্গে এই প্রতিষ্ঠানের রোবট ব্যবসা যে যানবাহন ব্যবসাকে ছাপিয়ে যাবে, সে বিষয়গুলোই তিনি আলোচনায় তুলে এনেছেন।
ধারণা করা হচ্ছে, এ বছর গাড়ির বদলে রোবট তৈরিই টেসলার মূল কাজ হতে যাচ্ছে। গত বছর এক টেক প্রদর্শনী অনুষ্ঠানে মাস্ক জানান, টেসলা বট নামের রোবটটির উচ্চতা হবে পাঁচ ফুট আট ইঞ্চি।
চলতি সপ্তাহে এসংক্রান্ত আলোচনায় বিনিয়োগকারীদের মাস্ক জানান, মানুষের মতোই সব কাজ করতে পারবে টেসলা বট। দোকানের মালামাল বহনের কাজ থেকে শুরু করে রেঞ্জ দিয়ে গাড়ির বোল্ট জোড়া দেওয়ার কাজেও ব্যবহার করা যাবে। তা ছাড়া ভবিষ্যতে কর্মীর ঘাটতি মোকাবিলায় রোবটই বেশ বড় প্রভাব রাখবে বলেও তিনি উল্লেখ করেন।
তবে এর আগে কৃত্রিম বুদ্ধিমত্তার রোবট নিয়ে মাস্কের ভিন্নমত ছিল। কারণ এক টেলিভিশন অনুষ্ঠানে মানবসভ্যতা ধ্বংসে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব নিয়েও তিনি সবাইকে সতর্ক করেছিলেন।
প্রযুক্তি সম্পর্কিত আরও পড়ুন:
রোবট তৈরিতে জোরেশোরেই মাঠে নামছে টেসলা। চলতি বছরে টেসলা বট নামে মানবসদৃশ একটি রোবটের পরীক্ষামূলক সংস্করণ উন্মুক্ত করা হবে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী ইলন মাস্ক। তাই এ বছর টেসলার মূল নজর মানবসদৃশ এই রোবট তৈরিতে থাকবে বলেই ধারণা করা হচ্ছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, টেসলার রোবট তৈরি প্রকল্পের নাম দেওয়া হয়েছে অপটিমাস। এই পরিকল্পনার বিষয়ে টেসলার বিনিয়োগকারীদের সঙ্গেও আলোচনা করেছেন মাস্ক। সময়ের সঙ্গে এই প্রতিষ্ঠানের রোবট ব্যবসা যে যানবাহন ব্যবসাকে ছাপিয়ে যাবে, সে বিষয়গুলোই তিনি আলোচনায় তুলে এনেছেন।
ধারণা করা হচ্ছে, এ বছর গাড়ির বদলে রোবট তৈরিই টেসলার মূল কাজ হতে যাচ্ছে। গত বছর এক টেক প্রদর্শনী অনুষ্ঠানে মাস্ক জানান, টেসলা বট নামের রোবটটির উচ্চতা হবে পাঁচ ফুট আট ইঞ্চি।
চলতি সপ্তাহে এসংক্রান্ত আলোচনায় বিনিয়োগকারীদের মাস্ক জানান, মানুষের মতোই সব কাজ করতে পারবে টেসলা বট। দোকানের মালামাল বহনের কাজ থেকে শুরু করে রেঞ্জ দিয়ে গাড়ির বোল্ট জোড়া দেওয়ার কাজেও ব্যবহার করা যাবে। তা ছাড়া ভবিষ্যতে কর্মীর ঘাটতি মোকাবিলায় রোবটই বেশ বড় প্রভাব রাখবে বলেও তিনি উল্লেখ করেন।
তবে এর আগে কৃত্রিম বুদ্ধিমত্তার রোবট নিয়ে মাস্কের ভিন্নমত ছিল। কারণ এক টেলিভিশন অনুষ্ঠানে মানবসভ্যতা ধ্বংসে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব নিয়েও তিনি সবাইকে সতর্ক করেছিলেন।
প্রযুক্তি সম্পর্কিত আরও পড়ুন:
জাপানি প্রতিষ্ঠান শিমাদজু করপোরেশন বাজারে এনেছে বিশ্বের সবচেয়ে নির্ভুল ঘড়ি ‘এথার ক্লক ওসি জিরো টু জিরো’। স্ট্রনটিয়াম অপটিক্যাল ল্যাটিস প্রযুক্তির এই ঘড়ি এক হাজার বছরে মাত্র এক সেকেন্ড বিচ্যুত হয়। গবেষণার জন্য তৈরি ঘড়িটির দাম ৩৩ লাখ ডলার।
৩৪ মিনিট আগেগুগল তাদের সার্চ ফিচারকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে গেছে। গত বুধবার কোম্পানিটি ঘোষণা করেছে, তারা নতুন একটি অভিনব এআই টুল নিয়ে এসেছে। যার নাম–‘এআই মোড’। এটি ব্যবহারকারীদের জটিল এবং বহুস্তরের প্রশ্নের জন্য উন্নত উত্তর দেবে, যেগুলোর জন্য সাধারণত একাধিক অনুসন্ধানের প্রয়োজন হয়।
২ ঘণ্টা আগেবিশ্বখ্যাত কৃত্রিম বুদ্ধিমত্তা টুল চ্যাটজিপিটি এর নির্মাতা ওপেনএআই–এর সঙ্গে পাঁচ বছরের অংশীদারত্ব ঘোষণা করেছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়। এই অংশীদারত্বের মাধ্যমে অক্সফোর্ডের শিক্ষার্থী ও গবেষকেরা উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) টুলের সুবিধা পাবেন...
৪ ঘণ্টা আগেডিপফেক ও ভুয়া ক্রিপ্টোকারেন্সি প্ল্যাটফর্মের মাধ্যমে গত দুই বছরে প্রতারণা শিকার হয়েছে যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশের ৬ হাজার ব্যক্তি। জর্জিয়ার তিবলিসি শহরে অবস্থিত একটি কল সেন্টারের প্রতারণা চক্রটি একাধিক প্রতারণা কার্যক্রম চালিয়ে ভুক্তভোগীদের কাছ থেকে প্রায় ৩৫ মিলিয়ন ডলার (প্রায় ২৭ মিলিয়ন ইউরো) হাতিয়ে
৪ ঘণ্টা আগে