অপারেটিং সিস্টেমের বাজারে প্রধান দুই প্রতিদ্বন্দ্বী উইন্ডোজ ও লিনাক্স। ব্যক্তিগত কম্পিউটারে উইন্ডোজের জনপ্রিয়তার ধারে কাছে না থাকলেও সার্ভার ও অন্যান্য ডিভাইসে লিনাক্সের বিকল্প হয়ে উঠতে পারেনি মাইক্রোসফটের এই অপারেটিং সিস্টেম।
বিশেষ করে ক্লাউড কম্পিউটিং জনপ্রিয় হয়ে ওঠার পরিপ্রেক্ষিতে লিনাক্সের প্রতি মাইক্রোসফটের দৃষ্টিভঙ্গি বদলাতে শুরু করেছে। এরই ধারাবাহিকতায় উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেমে উইন্ডোজ সাব সিস্টেম ফর লিনাক্স (ডব্লিউএসএল) নামে ফিচার যুক্ত করেছে মাইক্রোসফট। ফলে অনেকটা ভার্চুয়াল মেশিনের মতো উইন্ডোজেও লিনাক্স ব্যবহার করা যাচ্ছে।
এবার মাইক্রোসফট আরও এক ধাপ এগিয়ে তাদের অফিশিয়াল পেজে আগ্রহীরা কীভাবে উইন্ডোজ কম্পিউটারে সম্পূর্ণ লিনাক্স ইনস্টল করতে পারবেন তার বিস্তারিত তথ্য দিয়েছে।
লিনাক্স উইন্ডোজের মতোই একটি অপারেটিং সিস্টেম। তবে এটি ওপেন সোর্স। এটি ইচ্ছামতো কাস্টমাইজ করা যায়। এ কারণে বিশেষ করে ডেভেলপারেরা এখন উইন্ডোজ বা ম্যাকের চেয়ে লিনাক্স বেশি পছন্দ করছেন।
উইন্ডোজের নির্দেশনা অনুসারে, চার ধাপে লিনাক্স ইনস্টল করা যাবে। প্রথম ধাপে, ইনস্টল করার মাধ্যম বাছাই করতে হবে। এ ক্ষেত্রে ব্যবহারকারীরা ক্লাউড কিংবা লিনাক্সের জন্য উইন্ডোজের সাব সিস্টেম ভার্চুয়াল মেশিন বেছে নিতে পারবেন।
এরপর পছন্দসই লিনাক্স ডিস্ট্রিবিউশন বাছাই করার পালা। এখানে মাইক্রোসফট ব্যবহারকারীর অ্যাকাউন্টের পূর্ব অভিজ্ঞতা, কম্পিউটারের পারফরম্যান্স এবং বিস্তারিত ডকুমেন্টেশনের সহজলভ্যতা তাঁকে সাহায্য করবে।
এরপর অন্তত ১৬ জিবি স্টোরেজ স্পেসের ফ্ল্যাশ ড্রাইভে কাঙ্ক্ষিত লিনাক্স ডিস্ট্রো ইনস্টল করতে হবে। এর জন্য কী কী টুল ব্যবহার করতে হবে তাও নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। লিনাক্স প্যাকেজ ম্যানেজার এবং সফটওয়্যারটি কীভাবে শুরু করতে হবে তারও বিস্তারিত জানিয়েছে মাইক্রোসফট।
অবশ্য মাইক্রোসফটের লিনাক্স ইনস্টল করার বিস্তারিত নির্দেশনা দেওয়ার এ পদক্ষেপে চমকে যাওয়ার মতো কিছু নেই। উইনডোজ ৭ বা উইনডোজ ৮ ব্যবহারকারীরা বিনা মূল্যে তাঁদের লাইসেন্স ব্যবহার করে উইনডোজ ১০ বা উইনডোজ ১১–এ আপগ্রেড করতে পারেন। তবে এখন নতুন সংস্করণ সক্রিয় করার জন্য উইনডোজ ৭ বা উইনডোজ ৮ আর ব্যবহার করা যাবে না। একমাত্র উপায় হলো নতুন লাইসেন্স কেনা। এর বিকল্প হতে পারে লিনাক্স। লিনাক্সে উইন্ডোজ ৭ এবং উইন্ডোজ ৮–এর বিপরীতে সিকিউরিটি আপডেট সরবরাহ করবে উইন্ডোজ।
অপারেটিং সিস্টেমের বাজারে প্রধান দুই প্রতিদ্বন্দ্বী উইন্ডোজ ও লিনাক্স। ব্যক্তিগত কম্পিউটারে উইন্ডোজের জনপ্রিয়তার ধারে কাছে না থাকলেও সার্ভার ও অন্যান্য ডিভাইসে লিনাক্সের বিকল্প হয়ে উঠতে পারেনি মাইক্রোসফটের এই অপারেটিং সিস্টেম।
বিশেষ করে ক্লাউড কম্পিউটিং জনপ্রিয় হয়ে ওঠার পরিপ্রেক্ষিতে লিনাক্সের প্রতি মাইক্রোসফটের দৃষ্টিভঙ্গি বদলাতে শুরু করেছে। এরই ধারাবাহিকতায় উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেমে উইন্ডোজ সাব সিস্টেম ফর লিনাক্স (ডব্লিউএসএল) নামে ফিচার যুক্ত করেছে মাইক্রোসফট। ফলে অনেকটা ভার্চুয়াল মেশিনের মতো উইন্ডোজেও লিনাক্স ব্যবহার করা যাচ্ছে।
এবার মাইক্রোসফট আরও এক ধাপ এগিয়ে তাদের অফিশিয়াল পেজে আগ্রহীরা কীভাবে উইন্ডোজ কম্পিউটারে সম্পূর্ণ লিনাক্স ইনস্টল করতে পারবেন তার বিস্তারিত তথ্য দিয়েছে।
লিনাক্স উইন্ডোজের মতোই একটি অপারেটিং সিস্টেম। তবে এটি ওপেন সোর্স। এটি ইচ্ছামতো কাস্টমাইজ করা যায়। এ কারণে বিশেষ করে ডেভেলপারেরা এখন উইন্ডোজ বা ম্যাকের চেয়ে লিনাক্স বেশি পছন্দ করছেন।
উইন্ডোজের নির্দেশনা অনুসারে, চার ধাপে লিনাক্স ইনস্টল করা যাবে। প্রথম ধাপে, ইনস্টল করার মাধ্যম বাছাই করতে হবে। এ ক্ষেত্রে ব্যবহারকারীরা ক্লাউড কিংবা লিনাক্সের জন্য উইন্ডোজের সাব সিস্টেম ভার্চুয়াল মেশিন বেছে নিতে পারবেন।
এরপর পছন্দসই লিনাক্স ডিস্ট্রিবিউশন বাছাই করার পালা। এখানে মাইক্রোসফট ব্যবহারকারীর অ্যাকাউন্টের পূর্ব অভিজ্ঞতা, কম্পিউটারের পারফরম্যান্স এবং বিস্তারিত ডকুমেন্টেশনের সহজলভ্যতা তাঁকে সাহায্য করবে।
এরপর অন্তত ১৬ জিবি স্টোরেজ স্পেসের ফ্ল্যাশ ড্রাইভে কাঙ্ক্ষিত লিনাক্স ডিস্ট্রো ইনস্টল করতে হবে। এর জন্য কী কী টুল ব্যবহার করতে হবে তাও নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। লিনাক্স প্যাকেজ ম্যানেজার এবং সফটওয়্যারটি কীভাবে শুরু করতে হবে তারও বিস্তারিত জানিয়েছে মাইক্রোসফট।
অবশ্য মাইক্রোসফটের লিনাক্স ইনস্টল করার বিস্তারিত নির্দেশনা দেওয়ার এ পদক্ষেপে চমকে যাওয়ার মতো কিছু নেই। উইনডোজ ৭ বা উইনডোজ ৮ ব্যবহারকারীরা বিনা মূল্যে তাঁদের লাইসেন্স ব্যবহার করে উইনডোজ ১০ বা উইনডোজ ১১–এ আপগ্রেড করতে পারেন। তবে এখন নতুন সংস্করণ সক্রিয় করার জন্য উইনডোজ ৭ বা উইনডোজ ৮ আর ব্যবহার করা যাবে না। একমাত্র উপায় হলো নতুন লাইসেন্স কেনা। এর বিকল্প হতে পারে লিনাক্স। লিনাক্সে উইন্ডোজ ৭ এবং উইন্ডোজ ৮–এর বিপরীতে সিকিউরিটি আপডেট সরবরাহ করবে উইন্ডোজ।
গতানুগতিক চাকরি কখনো আমাকে টানেনি। ছোটবেলায় জাপানে থাকার সময় কমিকসের প্রতি আগ্রহ তৈরি হয়। এরপর যখন দেখলাম কার্টুন ও কমিকস থেকে ইনকাম করতে পারি, তখন মনে হলো, এটি আমার জায়গা। সিদ্ধান্ত নিলাম এ পথে এগিয়ে যাব। আর পেছনে তাকাতে হয়নি।
১ দিন আগেবিশ্বজুড়ে লাখ লাখ কনটেন্ট ক্রিয়েটর ইউটিউবকে কেন্দ্র করেই গড়ে তুলেছেন নিজেদের ক্যারিয়ার। অনেকে ইউটিউব থেকে আয় করে কোটি কোটি ডলারের সাম্রাজ্যও গড়ে তুলেছেন। তবে আশ্চর্যের বিষয় হলো, বাংলাদেশের কনটেন্ট নির্মাতারা ভালো মানের ভিডিও তৈরি করলেও, একই পরিমাণ ভিউ পেয়ে ইউরোপ, যুক্তরাষ্ট্র বা মধ্যপ্রাচ্যের
১ দিন আগেবিশ্বজুড়ে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। চিকিৎসা, শিক্ষা, শিল্প ও সেবা খাতের পর এবার খাদ্যশিল্পেও যুক্ত হচ্ছে এ প্রযুক্তি। আগামী সেপ্টেম্বরে সংযুক্ত আরব আমিরাতের রাজধানী দুবাইয়ে চালু হতে যাচ্ছে বিশ্বের প্রথম সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা পরিচালিত রেস্তোরাঁ ‘উহু’। সেখানে
১ দিন আগেযদি ১ বিলিয়ন ডলার বা প্রায় ১১ হাজার কোটি টাকা চুক্তির কোনো চাকরির প্রস্তাব পান, কী করবেন? বেশির ভাগ মানুষ মুহূর্তে সেই সুযোগ লুফে নেবেন। আর সেটি যদি হয় টেক জায়ান্ট প্রতিষ্ঠান মেটা, তাহলে এ নিয়ে দ্বিতীয়বার ভাবার হয়তো কোনো কারণ নেই।
১ দিন আগে