Ajker Patrika

ফেসবুকের কমেন্টেও রিপোর্ট করা যাবে, যুক্ত হলো নতুন অপশন

অনলাইন ডেস্ক
আপডেট : ০৯ এপ্রিল ২০২৫, ১৩: ৫২
ফেসবুক কমেন্ট রিপোর্ট করার ফিচারটি আগেও ছিল। ছবি: স্কেচ অ্যাপ রির্সোসেস
ফেসবুক কমেন্ট রিপোর্ট করার ফিচারটি আগেও ছিল। ছবি: স্কেচ অ্যাপ রির্সোসেস

প্রতিদিন হাজার হাজার মানুষ নিজেদের অনুভূতি, ছবি, চিন্তা, ও মতামত শেয়ার করে ফেসবুকে। পোস্টে বিষয়ে বন্ধুরা নিজেদের প্রতিক্রিয়া জানিয়ে থাকে কমেন্টে। তবে কিছু কমেন্ট এমন থাকে, যা ব্যবহারকারীর মন ভালো করে দেয়। আবার কিছু কমেন্ট এমনও হয়, যা ব্যবহারকারীকে অস্বস্তিতে ফেলে, কখনো কখনো আঘাতও করে। এই ধরনের পরিস্থিতি মোকাবিলা করতে ফেসবুক নতুন ফিচার যুক্ত করেছে, যা ব্যবহারকারীদের কমেন্টের ওপর আরও বেশি নিয়ন্ত্রণ দেবে। এখন থেকে যেকোনো অস্বস্তিকর বা অসংগতিপূর্ণ কমেন্ট খুব সহজে রিপোর্টও করতে পারবেন ফেসবুক ব্যবহারকারীরা।

রিপোর্ট করার মাধ্যমে দ্রুত ক্ষতিকর কনটেন্ট বা অশালীন মন্তব্যগুলো চিহ্নিত করতে পারবে ফেসবুকের কর্তৃপক্ষ। ফলে তারা দ্রুত সঠিক ব্যবস্থা নিতে পারবে।

ফেসবুক কমেন্টের রিপোর্ট ফিচার

ফেসবুক কমেন্ট রিপোর্ট করার ফিচারটি আগেও ছিল। তবে নতুন আপডেটের ফলে সহজেই ডেস্কটপের ফেসবুক সংস্করণ থেকে ফিচারটি ব্যবহার করা যাবে। এখন ডেস্কটপের ফেসবুক সংস্করণে কমেন্টের পাশেই ‘তিন’ ডট আইকোন দেখা যাবে। এই তিন ডট আইকোনে ক্লিক করলেই হাইড কমেন্ট বা রিপোর্ট কমেন্ট–এর অপশন দেখা যাবে।

রিপোর্ট কমেন্টে ক্লিক করার পর ফেসবুক জানতে চাইবে কী কারণে কমেন্টটি রিপোর্ট করতে চাইছেন। এখন রিপোর্ট করার কারণ নির্বাচন করে সাবমিট বাটনে ট্যাপ করুন। আগের তুলনায় রিপোর্ট করার জন্য অনেকগুলো বিষয় অর্ন্তভুক্ত করেছে ফেসবুক।

আগের তুলনায় রির্পোট করার জন্য অনেকগুলো বিষয় অর্ন্তভুক্ত করেছে ফেসবুক।  ছবি: ফেসবুক
আগের তুলনায় রির্পোট করার জন্য অনেকগুলো বিষয় অর্ন্তভুক্ত করেছে ফেসবুক। ছবি: ফেসবুক

এ ছাড়া ফেসবুকের মোবাইল অ্যাপে কমেন্টের পাশে একটি ডাউনওয়ার্ড বাটন (নিম্নমুখী তীরচিহ্ন) দেখা যাচ্ছে। তবে আইকনটির কাজ কী, তা এখনো নিশ্চিত করা যায়নি। ধারণা করা হচ্ছে, সম্ভবত এটি একটি ফিচারের অংশ যা রেডিটের মতো ব্যবহারকারীদের কমেন্টগুলো ডাউনভোটের সুযোগ দেয়। এই বাটনে ক্লিকের মাধ্যমে বোঝানো হয় যে, আপনি কমেন্টটিকে অপ্রাসঙ্গিক বা অবমাননাকর বলে মনে করছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জাতিসংঘে চিঠি লিখলেন মোগল সম্রাটের বংশধর, সুরক্ষা চাইলেন আওরঙ্গজেবের সমাধির

সেভেন সিস্টার্সে বিনিয়োগ টানতে বিশেষ সম্মেলন আয়োজন করছে ভারত

কবি রফিক আজাদের স্মৃতিবিজড়িত বাড়ি ভেঙে ফেলা হচ্ছে

বাংলাদেশিদের জীবন ধ্বংসকারী সমস্যা মোকাবিলায় গণতন্ত্র-নির্বাচন গুরুত্বপূর্ণ: যুক্তরাষ্ট্র

আফ্রিকা থেকে পিঁপড়া যাচ্ছে ইউরোপে, কেনিয়ার বিমানবন্দরে জব্দ কয়েক লাখ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত