জিমেইল ব্রাউজ করার সময় ভুলক্রমে কোনো মেইল আর্কাইভ হয়ে যেতে পারে। এর কারণ হলো—স্মার্টফোনের জিমেইল অ্যাপের ইনবক্সে কোনো মেইলকে ডান দিকে সোয়াইপ করলে সেটি আর্কাইভ হয়ে যায়। আর্কাইভ করা এসব ইমেইল খুঁজে পান না অনেকেই বা ইনবক্সে ফিরিয়ে আনতে পারেন না। তবে খুব অল্প সময় ব্যয় করেই এগুলো ইমেইল আর্কাইভ থেকে খুঁজে বের করে ইনবক্সে ফিরিয়ে আনা যায়।
জিমেইলের আর্কাইভ ইমেইল কী
জিমেইলে আর্কাইভ করা ইমেইলগুলো হলো সেই সব ইমেইল, যা ব্যবহারকারী আর্কাইভ ফোল্ডারে স্থানান্তর করতে চিহ্নিত করে। আর্কাইভ ট্যাগের ইমেইলটি ডিলিট না করে বা ইনবক্সে না রেখে অন্যান্য মেসেজের সঙ্গে একই ফোল্ডারে সংরক্ষণ করে। আর্কাইভ করা ইমেইলগুলো দেখতে ‘অল মেইল’ অপশন ব্যবহার করতে হয়।
ইনবক্স গুছিয়ে রাখতে আর্কাইভ অপশনটি গুরুত্বপূর্ণ বলে মনে করেন ব্যবহারকারীরা। তাই পুরোনো বা অপ্রয়োজনীয় ইমেইলগুলো মুছে ফেলার পরিবর্তে আর্কাইভ করেন তারা। আর্কাইভ করা ইমেইলগুলো দ্রুত এবং সহজে খুঁজে পাওয়া যায়। ইমেইলগুলো আসার সঙ্গে সঙ্গেই আর্কাইভ করার অপশনও দেয় জিমেইল। আর্কাইভ করা ইমেইলগুলো নিরাপদ ফোল্ডারে সংরক্ষিত থাকে, যেখানে আপনি সেগুলো অনির্দিষ্টকাল ধরে রাখতে পারেন। একবার ইমেইলগুলো আর্কাইভ হলে সেগুলো জিমেইল সার্ভারে ‘অল মেইল’ লেবেলের অধীনে চলে যায়।
আর্কাইভ ইমেইল ইনবক্সে ফিরিয়ে আনবেন যেভাবে
১. ব্রাউজার বা স্মার্টফোন থেকে জিমেইল অ্যাকাউন্টে লগ ইন করুন।
২. এখন স্ক্রিনের বাম পাশের দিকে ‘হ্যামবার্গার আইকোন’ (তিনটি অনুভূমিক লাইন) খুঁজে বের করুন। এর ফলে ইমেইল লেবেলগুলো দেখা যাবে।
৩. আর্কাইভ জিমেইলগুলো পেতে ‘অল মেইল’ ফোল্ডার প্রথমেই খুঁজে পেতে হবে। ওয়েব ব্রাউজারে বাম পাশের ড্যাশবোর্ড ‘অল মেইল’ অপশনটি পাওয়া যাবে। এখান থেকে ‘অল মেইল’ অপশনটি না দেখতে পেলে মেনুর নিচের দিকে ‘মোর’ ট্যাব অপশনে ক্লিক করুন। এর ফলে আরও ট্যাব অপশন দেখা যাবে।
এবার ‘অল মেইল’ অপশনে ট্যাপ করুন। এখানে আর্কাইভ করা ইমেইল এমনকি ট্র্যাশে (ডিলিট করা) ফেলে দেওয়া ইমেইলগুলোও দেখা যাবে। ভুলবশত আর্কাইভ করা মেইলটি স্ক্রল করে এখান থেকে সহজেই খুঁজে নিতে পারবেন।
৪. স্ক্রল করে খুঁজতে না চাইলে জিমেইলের সার্চ বারে জিমেইলটি খুঁজতে পারেন। এ ছাড়া মেইলগুলো তালিকা কমাতে প্রেরকের ইমেইল ঠিকানা টাইপ করুন বা সার্চ বারের ডানদিকে থাকা ‘অ্যাডভান্সড সার্চ’ আইকন ব্যবহার করুন। আপনি নিম্নলিখিত টেক্সট দিয়ে ইমেইলগুলো খুঁজে পেতে পারেন—
যদি আপনি ইমেইলটির এসব বিষয়বস্তু না জানেন, তবে সার্চ বারে ক্লিক করুন, আপনি যেসব শব্দ জানেন সেগুলো টাইপ করুন এবং ‘ইন্টার’ বাটনে ক্লিক করুন। জিমেইল সাধারণত আপনার টাইপ করা শব্দগুলোর সঙ্গে সম্পর্কিত সমস্ত ইমেইল দেখাবে।
৫. কাঙ্ক্ষিত ইমেইল খুঁজে পাওয়া পর সেটি ইনবক্সে ফিরিয়ে আনা যায়। এ জন্য ওয়েব সংস্করণের ক্ষেত্রে ড্যাশবোর্ডের ওপরে থাকা ‘মুভ টু ইনবক্স’ অপশনে ক্লিক করুন। এটি ইমেইলটিকে আর্কাইভ থেকে সরিয়ে ইনবক্সে স্থানান্তরিত করবে। জিমেইল অ্যাপে ‘আর্কাইভ ‘ (একটি বক্সের মতো দেখতে) অপশনে ট্যাপ করুন।
এর মাধ্যমে ইমেইলটিকে আর্কাইভ থেকে সরিয়ে ইনবক্সে ফিরে আসবে।
তথ্যসূত্র : ইনডিড ক্যারিয়ার গাইড
জিমেইল ব্রাউজ করার সময় ভুলক্রমে কোনো মেইল আর্কাইভ হয়ে যেতে পারে। এর কারণ হলো—স্মার্টফোনের জিমেইল অ্যাপের ইনবক্সে কোনো মেইলকে ডান দিকে সোয়াইপ করলে সেটি আর্কাইভ হয়ে যায়। আর্কাইভ করা এসব ইমেইল খুঁজে পান না অনেকেই বা ইনবক্সে ফিরিয়ে আনতে পারেন না। তবে খুব অল্প সময় ব্যয় করেই এগুলো ইমেইল আর্কাইভ থেকে খুঁজে বের করে ইনবক্সে ফিরিয়ে আনা যায়।
জিমেইলের আর্কাইভ ইমেইল কী
জিমেইলে আর্কাইভ করা ইমেইলগুলো হলো সেই সব ইমেইল, যা ব্যবহারকারী আর্কাইভ ফোল্ডারে স্থানান্তর করতে চিহ্নিত করে। আর্কাইভ ট্যাগের ইমেইলটি ডিলিট না করে বা ইনবক্সে না রেখে অন্যান্য মেসেজের সঙ্গে একই ফোল্ডারে সংরক্ষণ করে। আর্কাইভ করা ইমেইলগুলো দেখতে ‘অল মেইল’ অপশন ব্যবহার করতে হয়।
ইনবক্স গুছিয়ে রাখতে আর্কাইভ অপশনটি গুরুত্বপূর্ণ বলে মনে করেন ব্যবহারকারীরা। তাই পুরোনো বা অপ্রয়োজনীয় ইমেইলগুলো মুছে ফেলার পরিবর্তে আর্কাইভ করেন তারা। আর্কাইভ করা ইমেইলগুলো দ্রুত এবং সহজে খুঁজে পাওয়া যায়। ইমেইলগুলো আসার সঙ্গে সঙ্গেই আর্কাইভ করার অপশনও দেয় জিমেইল। আর্কাইভ করা ইমেইলগুলো নিরাপদ ফোল্ডারে সংরক্ষিত থাকে, যেখানে আপনি সেগুলো অনির্দিষ্টকাল ধরে রাখতে পারেন। একবার ইমেইলগুলো আর্কাইভ হলে সেগুলো জিমেইল সার্ভারে ‘অল মেইল’ লেবেলের অধীনে চলে যায়।
আর্কাইভ ইমেইল ইনবক্সে ফিরিয়ে আনবেন যেভাবে
১. ব্রাউজার বা স্মার্টফোন থেকে জিমেইল অ্যাকাউন্টে লগ ইন করুন।
২. এখন স্ক্রিনের বাম পাশের দিকে ‘হ্যামবার্গার আইকোন’ (তিনটি অনুভূমিক লাইন) খুঁজে বের করুন। এর ফলে ইমেইল লেবেলগুলো দেখা যাবে।
৩. আর্কাইভ জিমেইলগুলো পেতে ‘অল মেইল’ ফোল্ডার প্রথমেই খুঁজে পেতে হবে। ওয়েব ব্রাউজারে বাম পাশের ড্যাশবোর্ড ‘অল মেইল’ অপশনটি পাওয়া যাবে। এখান থেকে ‘অল মেইল’ অপশনটি না দেখতে পেলে মেনুর নিচের দিকে ‘মোর’ ট্যাব অপশনে ক্লিক করুন। এর ফলে আরও ট্যাব অপশন দেখা যাবে।
এবার ‘অল মেইল’ অপশনে ট্যাপ করুন। এখানে আর্কাইভ করা ইমেইল এমনকি ট্র্যাশে (ডিলিট করা) ফেলে দেওয়া ইমেইলগুলোও দেখা যাবে। ভুলবশত আর্কাইভ করা মেইলটি স্ক্রল করে এখান থেকে সহজেই খুঁজে নিতে পারবেন।
৪. স্ক্রল করে খুঁজতে না চাইলে জিমেইলের সার্চ বারে জিমেইলটি খুঁজতে পারেন। এ ছাড়া মেইলগুলো তালিকা কমাতে প্রেরকের ইমেইল ঠিকানা টাইপ করুন বা সার্চ বারের ডানদিকে থাকা ‘অ্যাডভান্সড সার্চ’ আইকন ব্যবহার করুন। আপনি নিম্নলিখিত টেক্সট দিয়ে ইমেইলগুলো খুঁজে পেতে পারেন—
যদি আপনি ইমেইলটির এসব বিষয়বস্তু না জানেন, তবে সার্চ বারে ক্লিক করুন, আপনি যেসব শব্দ জানেন সেগুলো টাইপ করুন এবং ‘ইন্টার’ বাটনে ক্লিক করুন। জিমেইল সাধারণত আপনার টাইপ করা শব্দগুলোর সঙ্গে সম্পর্কিত সমস্ত ইমেইল দেখাবে।
৫. কাঙ্ক্ষিত ইমেইল খুঁজে পাওয়া পর সেটি ইনবক্সে ফিরিয়ে আনা যায়। এ জন্য ওয়েব সংস্করণের ক্ষেত্রে ড্যাশবোর্ডের ওপরে থাকা ‘মুভ টু ইনবক্স’ অপশনে ক্লিক করুন। এটি ইমেইলটিকে আর্কাইভ থেকে সরিয়ে ইনবক্সে স্থানান্তরিত করবে। জিমেইল অ্যাপে ‘আর্কাইভ ‘ (একটি বক্সের মতো দেখতে) অপশনে ট্যাপ করুন।
এর মাধ্যমে ইমেইলটিকে আর্কাইভ থেকে সরিয়ে ইনবক্সে ফিরে আসবে।
তথ্যসূত্র : ইনডিড ক্যারিয়ার গাইড
প্রযুক্তি বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান অ্যাপল তাদের নতুন ও সবচেয়ে পাতলা স্মার্টফোন, আইফোন এয়ার, উন্মোচন করেছে। এই নতুন ডিভাইসটিকে ‘ভবিষ্যতের একটি টুকরো’ হিসেবে বর্ণনা করেছেন এর প্রধান শিল্প ডিজাইনার আবিদুর চৌধুরী। সম্পূর্ণ টাইটানিয়াম ধাতুতে মোড়া এই স্মার্টফোনের ২৫৬ জিবি মডেলের দাম নির্ধারণ
৩ ঘণ্টা আগেনতুন প্রজন্মের আইফোন সিরিজ উন্মোচনের পরপরই অ্যাপলকে নিয়ে ব্যঙ্গ করল প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠান স্যামসাং। গতকাল মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) আয়োজিত অ্যাপলের পণ্য উন্মোচন অনুষ্ঠানে ‘আইফোন ১৭ এয়ার’ মডেল প্রকাশের পর স্যামসাং তাদের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে এসব ব্যঙ্গাত্মক পোস্ট করে।
৪ ঘণ্টা আগেআগামী কয়েক দিনের মধ্যেই আইফোন প্রেমীদের হাতে পৌঁছাবে অ্যাপলের নতুন ফোন আইফোন এয়ার। গতকাল রাতে আইফোন ১৭ এবং আইফোন ১৭ প্রো’র সঙ্গে একসঙ্গে উন্মোচিত হয়েছে ফোনটি। এটি অ্যাপলের তৈরি এখন পর্যন্ত সবচেয়ে পাতলা আইফোন। দেখতে অপূর্ব, এক কথায় মন কাড়া। তবে শুধুই সৌন্দর্য নয়, আইফোন এয়ার নিয়ে বিতর্কও চলবে জোরেশোরে
৫ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠান মাইক্রোসফট তাদের জনপ্রিয় অফিস ৩৬৫ অ্যাপগুলোতে (যেমন ওয়ার্ড, এক্সেল, আউটলুক ও পাওয়ার পয়েন্ট) এআই চালিত নতুন ফিচার আনতে ওপেনএআই-এর পাশাপাশি এবার প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠান অ্যানথ্রপিক-এর এআই প্রযুক্তি ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে।
৭ ঘণ্টা আগে