প্রযুক্তি ডেস্ক
চ্যাটজিপিটি চালুর পর থেকেই নড়েচড়ে বসে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো। চ্যাটবটটির প্রতিদ্বন্দ্বী নিয়ে এসেছে গুগল, আলিবাবাসহ আরও কয়েকটি প্রতিষ্ঠান। এবার এই প্রতিযোগিতায় নাম লেখাল রাশিয়ার আর্থিক প্রতিষ্ঠান বারব্যাংক। প্রতিষ্ঠানটি তাদের লেনদেনসংক্রান্ত কাজ পরিচালনার জন্য একটি চ্যাটবট বানিয়েছে। নতুন এই চ্যাটবটের নাম দেওয়া হয়েছে ‘গিগাচ্যাট’।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, প্রতিষ্ঠানটি জানিয়েছে, গিগাচ্যাট রাশিয়ান ভাষায় অন্যান্য চ্যাটবটের চেয়ে আরও বুদ্ধিমত্তার সঙ্গে সংলাপ করতে সক্ষম। এদিকে চলতে মাসের শুরুতে ‘আলিবাবা’ নিয়ে আসে নিজস্ব চ্যাটবট ‘টংগি কিয়ানওয়েন’। এর ইংরেজি কোনো নাম দেয়নি প্রতিষ্ঠানটি।
বিবিসির প্রতিবেদন অনুযায়ী, আলিবাবার ক্লাউড কম্পিউটিং ইউনিট জানিয়েছে, শিগগিরই প্রতিষ্ঠানটির ব্যবসায় চ্যাটবটিকে যুক্ত করা হবে।। তবে কোনো নির্দিষ্ট সময় জানায়নি এটি। আলিবাবার চেয়ারম্যান ও প্রধান নির্বাহী ড্যানিয়েল ঝাং বলেন, ‘আমরা প্রযুক্তির এমন এক সময়ে আছি, যখন জেনারেটিভ এআই ও ক্লাউড কম্পিউটিং চালকের আসনে রয়েছে।’
টংগি কিয়ানওয়েন ইংরেজির পাশাপাশি চীনা ভাষায় কাজ করতে সক্ষম। চ্যাটবটটি প্রাথমিকভাবে আলিবাবার কর্মক্ষেত্রের মেসেজিং অ্যাপ ‘ডিংটকে’-এর সঙ্গে যুক্ত করা হবে।
এর আগে গত মাসে আর্নি বট উন্মোচন করে বাইদু। ‘আর্নি’ শব্দের পূর্ণ রূপ ‘এনহ্যান্সড রিপ্রেজেন্টেশন থ্রু নলেজ ইন্টিগ্রেশন’। বিগত দশক থেকেই এটি তৈরির কাজ শুরু করে বাইদু। এটি প্রথম উন্মোচন করা হয় ২০১৯ সালে।
বাইদুর প্রধান নির্বাহী রবিন লি বলেছেন, ‘আর্নি বটের সর্বশেষ সংস্করণের সক্ষমতা জিপিটি-৪-এর কাছাকাছি। নতুন এই চ্যাটবটের ‘নলেজ গ্রাফে’ প্রায় ৫৫ হাজার কোটি তথ্য রয়েছে। তবে এগুলো মূলত তৈরি হয়েছে চীনা বাজার বিবেচনায় নিয়ে। ফলে ব্যবহারকারীকে বিভিন্ন চীনা বাগধারার তালিকা দিতে পারলেও এটি এমন অনেক প্রশ্নের জবাব দিতে সক্ষম হবে না, যেগুলো চীনের বাইরের কোনো জায়গার সঙ্গে সম্পর্কযুক্ত।’
চ্যাটজিপিটি চালুর পর থেকেই নড়েচড়ে বসে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো। চ্যাটবটটির প্রতিদ্বন্দ্বী নিয়ে এসেছে গুগল, আলিবাবাসহ আরও কয়েকটি প্রতিষ্ঠান। এবার এই প্রতিযোগিতায় নাম লেখাল রাশিয়ার আর্থিক প্রতিষ্ঠান বারব্যাংক। প্রতিষ্ঠানটি তাদের লেনদেনসংক্রান্ত কাজ পরিচালনার জন্য একটি চ্যাটবট বানিয়েছে। নতুন এই চ্যাটবটের নাম দেওয়া হয়েছে ‘গিগাচ্যাট’।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, প্রতিষ্ঠানটি জানিয়েছে, গিগাচ্যাট রাশিয়ান ভাষায় অন্যান্য চ্যাটবটের চেয়ে আরও বুদ্ধিমত্তার সঙ্গে সংলাপ করতে সক্ষম। এদিকে চলতে মাসের শুরুতে ‘আলিবাবা’ নিয়ে আসে নিজস্ব চ্যাটবট ‘টংগি কিয়ানওয়েন’। এর ইংরেজি কোনো নাম দেয়নি প্রতিষ্ঠানটি।
বিবিসির প্রতিবেদন অনুযায়ী, আলিবাবার ক্লাউড কম্পিউটিং ইউনিট জানিয়েছে, শিগগিরই প্রতিষ্ঠানটির ব্যবসায় চ্যাটবটিকে যুক্ত করা হবে।। তবে কোনো নির্দিষ্ট সময় জানায়নি এটি। আলিবাবার চেয়ারম্যান ও প্রধান নির্বাহী ড্যানিয়েল ঝাং বলেন, ‘আমরা প্রযুক্তির এমন এক সময়ে আছি, যখন জেনারেটিভ এআই ও ক্লাউড কম্পিউটিং চালকের আসনে রয়েছে।’
টংগি কিয়ানওয়েন ইংরেজির পাশাপাশি চীনা ভাষায় কাজ করতে সক্ষম। চ্যাটবটটি প্রাথমিকভাবে আলিবাবার কর্মক্ষেত্রের মেসেজিং অ্যাপ ‘ডিংটকে’-এর সঙ্গে যুক্ত করা হবে।
এর আগে গত মাসে আর্নি বট উন্মোচন করে বাইদু। ‘আর্নি’ শব্দের পূর্ণ রূপ ‘এনহ্যান্সড রিপ্রেজেন্টেশন থ্রু নলেজ ইন্টিগ্রেশন’। বিগত দশক থেকেই এটি তৈরির কাজ শুরু করে বাইদু। এটি প্রথম উন্মোচন করা হয় ২০১৯ সালে।
বাইদুর প্রধান নির্বাহী রবিন লি বলেছেন, ‘আর্নি বটের সর্বশেষ সংস্করণের সক্ষমতা জিপিটি-৪-এর কাছাকাছি। নতুন এই চ্যাটবটের ‘নলেজ গ্রাফে’ প্রায় ৫৫ হাজার কোটি তথ্য রয়েছে। তবে এগুলো মূলত তৈরি হয়েছে চীনা বাজার বিবেচনায় নিয়ে। ফলে ব্যবহারকারীকে বিভিন্ন চীনা বাগধারার তালিকা দিতে পারলেও এটি এমন অনেক প্রশ্নের জবাব দিতে সক্ষম হবে না, যেগুলো চীনের বাইরের কোনো জায়গার সঙ্গে সম্পর্কযুক্ত।’
তথ্য চুরির জন্য প্রতিনিয়ত নতুন কৌশল বের করছে সাইবার অপরাধীরা। ইন্টারনেট ব্যবহারকারীরা যখন ফিশিং লিংক, ভুয়া ওয়েবসাইট, প্রতারণামূলক ইমেইল ও ছদ্মবেশী স্ক্যামের ব্যাপারে সচেতন হচ্ছে, তখন হ্যাকাররা তাদের পদ্ধতিতে নতুনত্ব আনছে। সাম্প্রতিক সময়ে হ্যাকাররা যেসব কৌশল ব্যবহার করছে, তার একটি হলো—ইউএসবি ফ্ল্যাশ
১ ঘণ্টা আগেবর্তমান ডিজিটাল যুগে ব্যবসা-বাণিজ্য বা ব্যক্তিগত ব্র্যান্ডিংয়ের জন্য ফেসবুক পেজ একটি অপরিহার্য মাধ্যম। তবে ফেসবুক পেজ খুললেই শুধু হবে না, দর্শকদের সঙ্গে যোগাযোগ গড়ে তোলার জন্য সেটিকে আরও কার্যকরভাবে গুছিয়ে তুলতে হবে। আর ঠিক এখানেই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে ‘অ্যাকশন বাটন’।
৩ ঘণ্টা আগেবন্ধুদের সঙ্গে রিলস ভাগাভাগির প্রক্রিয়া আরও সহজ করতে ‘ব্লেন্ড’ নামের নতুন ফিচার নিয়ে হাজির হলো ইনস্টাগ্রাম। এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা এখন তাঁদের বন্ধু বা গ্রুপ চ্যাটের সদস্যদের সঙ্গে একটি ব্যক্তিগত ও কাস্টমাইজড রিলস ফিড শেয়ার করতে পারবেন। তবে এই ফিচার ব্যবহার করতে হলে বন্ধুদের আমন্ত্রণ...
২০ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার ওয়েবসাইটে গুরুত্বপূর্ণ নিরাপত্তা ত্রুটি ধরিয়ে দিয়ে আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করেছেন ইরাকি কিশোর মুনতাধার মোহাম্মদ আহমেদ সালেহ। বাগদাদের আল-তারমিয়া জেলার আল-বায়ারিক উচ্চ বিদ্যালয়ের এই মেধাবী শিক্ষার্থী নিজের অসাধারণ প্রযুক্তি দক্ষতা দিয়ে নাসার বিশেষ প্রশংসা
২১ ঘণ্টা আগে