বিশ্বের প্রায় সব দেশেই চ্যাট করার জন্য মেটা কোম্পানির মেসেঞ্জার অ্যাপ জনপ্রিয়। ফেসবুকের মেসেঞ্জার ছাড়াও আইফোনে চ্যাট করতে আইমেসেজ, হোয়াটসঅ্যাপ ব্যবহার করা হয়। তবে মেসেঞ্জার ব্যবহার করতে না চাইলে সহজেই আইফোন থেকে তা আনইনস্টল করা যাবে।
তিন উপায়ে এই কাজটি করা যায় বলে গ্যাজেট ব্রিজের এক প্রতিবেদন বলছে। হোম স্ক্রিন, অ্যাপ লাইব্রেরি ও সেটিংসের মাধ্যমে অ্যাপটি আনইনস্টল করা যাবে।
হোম স্ক্রিনের মাধ্যমে আনইনস্টল
হোম স্ক্রিনের মাধ্যমে মেসেঞ্জার আনইনস্টল করতে নিচের কয়েকটি ধাপ অনুসরণ করতে হবে-
১. আইফোনের হোম স্ক্রিনে মেসেঞ্জার অ্যাপটি চাপুন ও ধরে রাখুন।
২. রিমুভ অ্যাপ অপশনটি চাপুন।
৩. স্ক্রিনে ‘ডিলেট অ্যাপ’ অপশন এলে কনফার্ম করুন।
অ্যাপ লাইব্রেরির মাধ্যমে আনইনস্টল
অ্যাপ লাইব্রেরিতে গিয়েও সহজে মেসেঞ্জার আনইনস্টল করা যায়। এক্ষেত্রে চারটি ধাপ অনুসরণ করতে হবে-
১. হোম স্ক্রিনে গিয়ে অ্যাপ লাইব্রেরি খুঁজে বের করুন। অ্যাপ লাইব্রেরি খুঁজে পেতে দরকার হলে বাম দিকের প্রতি পেজে স্ক্রল করুন।
২. অ্যাপ লাইব্রেরি চাপুন।
৩. নিচের দিকে স্ক্রল করে মেসেঞ্জার অ্যাপটি বের করুন ও চেপে ধরে রাখুন।
৪. ডিলেট অ্যাপ অপশনটি স্ক্রিনে আসলে কনফার্ম চাপুন।
সেটিংসর মাধ্যমে আনইনস্টল
আইফোনের সেটিংসের মাধ্যমে মেসেঞ্জার আনইনস্টল করতে তিনটি ধাপ অনুসরণ করতে হবে।
১. আইফোনের সেটিংসে গিয়ে জেনারেল অপশনটি চাপুন।
২. স্ক্রল করে আইফোন স্টোরেজ নির্বাচন করুন।
৩. নিচের দিকে স্ক্রল করে মেসেঞ্জার সিলেক্ট করুন।
মেসেঞ্জারের তথ্য (ডকুমেন্ট, ছবি) কেউ রেখে দিতে চাইলে ফোন থেকে মেসেঞ্জার আনইনস্টল না করে ‘অফলোড’ অপশনটি নির্বাচন করতে পারবেন।
মেসেঞ্জারের অফলোড করতে সেটিংসে গিয়ে জেনারেল অপশনটি নির্বাচন করতে হবে। সেখান থেকে আইফোনের স্টোরেজে গিয়ে মেসেঞ্জার অ্যাপটি খুঁজে বের করুন এবং অফলোড অপশনটি নির্বাচন করুন।
বিশ্বের প্রায় সব দেশেই চ্যাট করার জন্য মেটা কোম্পানির মেসেঞ্জার অ্যাপ জনপ্রিয়। ফেসবুকের মেসেঞ্জার ছাড়াও আইফোনে চ্যাট করতে আইমেসেজ, হোয়াটসঅ্যাপ ব্যবহার করা হয়। তবে মেসেঞ্জার ব্যবহার করতে না চাইলে সহজেই আইফোন থেকে তা আনইনস্টল করা যাবে।
তিন উপায়ে এই কাজটি করা যায় বলে গ্যাজেট ব্রিজের এক প্রতিবেদন বলছে। হোম স্ক্রিন, অ্যাপ লাইব্রেরি ও সেটিংসের মাধ্যমে অ্যাপটি আনইনস্টল করা যাবে।
হোম স্ক্রিনের মাধ্যমে আনইনস্টল
হোম স্ক্রিনের মাধ্যমে মেসেঞ্জার আনইনস্টল করতে নিচের কয়েকটি ধাপ অনুসরণ করতে হবে-
১. আইফোনের হোম স্ক্রিনে মেসেঞ্জার অ্যাপটি চাপুন ও ধরে রাখুন।
২. রিমুভ অ্যাপ অপশনটি চাপুন।
৩. স্ক্রিনে ‘ডিলেট অ্যাপ’ অপশন এলে কনফার্ম করুন।
অ্যাপ লাইব্রেরির মাধ্যমে আনইনস্টল
অ্যাপ লাইব্রেরিতে গিয়েও সহজে মেসেঞ্জার আনইনস্টল করা যায়। এক্ষেত্রে চারটি ধাপ অনুসরণ করতে হবে-
১. হোম স্ক্রিনে গিয়ে অ্যাপ লাইব্রেরি খুঁজে বের করুন। অ্যাপ লাইব্রেরি খুঁজে পেতে দরকার হলে বাম দিকের প্রতি পেজে স্ক্রল করুন।
২. অ্যাপ লাইব্রেরি চাপুন।
৩. নিচের দিকে স্ক্রল করে মেসেঞ্জার অ্যাপটি বের করুন ও চেপে ধরে রাখুন।
৪. ডিলেট অ্যাপ অপশনটি স্ক্রিনে আসলে কনফার্ম চাপুন।
সেটিংসর মাধ্যমে আনইনস্টল
আইফোনের সেটিংসের মাধ্যমে মেসেঞ্জার আনইনস্টল করতে তিনটি ধাপ অনুসরণ করতে হবে।
১. আইফোনের সেটিংসে গিয়ে জেনারেল অপশনটি চাপুন।
২. স্ক্রল করে আইফোন স্টোরেজ নির্বাচন করুন।
৩. নিচের দিকে স্ক্রল করে মেসেঞ্জার সিলেক্ট করুন।
মেসেঞ্জারের তথ্য (ডকুমেন্ট, ছবি) কেউ রেখে দিতে চাইলে ফোন থেকে মেসেঞ্জার আনইনস্টল না করে ‘অফলোড’ অপশনটি নির্বাচন করতে পারবেন।
মেসেঞ্জারের অফলোড করতে সেটিংসে গিয়ে জেনারেল অপশনটি নির্বাচন করতে হবে। সেখান থেকে আইফোনের স্টোরেজে গিয়ে মেসেঞ্জার অ্যাপটি খুঁজে বের করুন এবং অফলোড অপশনটি নির্বাচন করুন।
ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনের অংশ হিসেবে আজ শুক্রবার দেশের সব মোবাইল ফোন গ্রাহক বিনা মূল্যে ১ জিবি ইন্টারনেট ডেটা পাচ্ছেন। অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) গত বুধবার সব অপারেটরকে এই নির্দেশনা দেয়।
১ দিন আগেমহাকাশ প্রযুক্তি প্রতিষ্ঠান স্পেসএক্সের সহযোগী প্রতিষ্ঠান স্টারলিংকের ব্যবসা পরিচালনা বিভাগের ভাইস প্রেসিডেন্ট লরেন ড্রেয়ারের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল শুক্রবার ঢাকায় আসছে।
২ দিন আগেতবে সমঝোতার নির্দিষ্ট শর্তাবলি আদালতে প্রকাশ করা হয়নি। বিচারকের সামনে বিবাদীপক্ষের আইনজীবীরাও কোনো বক্তব্য দেননি। বিচারক ম্যাককরমিক যখন মামলার দ্বিতীয় দিনের শুনানির প্রস্তুতি নিচ্ছিলেন, তখনই হঠাৎ তিনি মামলাটি মুলতবি ঘোষণা করেন এবং উভয় পক্ষকে অভিনন্দন জানান।
২ দিন আগেবিশ্বজুড়ে ভাষা ও সংস্কৃতির ওপর বড় ধরনের প্রভাব ফেলছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)। বিশেষ করে চ্যাটজিপিটির মতো বড় ভাষা মডেল (এলএলএম) মানুষের দৈনন্দিন কথাবার্তার ধরন বদলে দিচ্ছে এবং একঘেয়ে করে তুলছে বলে সতর্ক করেছে জার্মানির এক গবেষক দল।
৩ দিন আগে