যুক্তরাষ্ট্রের কালো তালিকাভুক্ত চীনা কোম্পানি হুয়াওয়ে ও টেক জায়ান্ট অ্যাপলের মধ্যে যখন তীব্র প্রতিযোগিতা চলছে, তখন নিজেকে ‘অ্যাপলের ভক্ত’ বলে চমকে দিয়েছেন হুয়াওয়ের প্রতিষ্ঠাতা রেন জেংফেই। সাউথ চায়না মর্নিং পোস্টের এক প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়।
চীনের প্রযুক্তি উদ্যোক্তা রেন গত মাসে অনুষ্ঠিত হওয়া হুয়াওয়ের আন্তর্জাতিক কলেজিয়েট প্রোগ্রামিং প্রতিযোগিতায় অংশ নেওয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও শিক্ষাবিদদের বলেন, তিনি যেকোনো বিদেশি ব্র্যান্ডের প্রতি ‘জেনফোবিয়া’ (বিদেশি বা অপরিচিত মানুষের প্রতি ভয় বা ঘৃণা) প্রদর্শনের বিরুদ্ধে। অ্যাপলকে তিনি মূল্যবান শিক্ষক হিসেবে দেখেন।
রেন বলেন, ‘অ্যাপলের পণ্য কেন এত ভালো তা নিয়ে আমরা মাঝে মধ্যেই ভাবি এবং অ্যাপলের সঙ্গে আমাদের পার্থক্যও দেখতে পারি।’
তিনি এ রকম শিক্ষকের কাছ থেকে জানার সুযোগ পেয়ে ও তুলনা করতে পেরে অনেক খুশি। তাই তাকে অ্যাপলের ভক্ত বললে ভুল হবে না। তিনি আরও বলেন, তার মেয়েও অ্যাপলের পণ্য ব্যবহার করে।
২০১৯ সালের এক সাক্ষাৎকারে অ্যাপলের কোম্পানির প্রশংসা করে রেন বলেন, গোপনীয়তা সুরক্ষার (প্রাইভেসি প্রটেকশন) ক্ষেত্রে তিনি অ্যাপলকে অনুসরণ করেন।
তিনি এই মন্তব্য তখন করলেন যখন হুয়াওয়ের নতুন ফোন মেট ৬০ প্রো ও মেট ৬০ প্রো প্লাস ৫জি বাজারে এসে চীনে স্বদেশপ্রেমের উচ্ছ্বাস সৃষ্টি করেছে। ফোনগুলো চীনের কিরিন ৯০০০ প্রসেসর দিয়ে তৈরি যা যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞাকে অমান্য করার প্রতীক হয়ে উঠেছে।
রেন এ সম্পর্কে বলেন, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার পরে তাদের কোম্পানি চিপ তৈরির উপাদান সংগ্রহে অন্য প্ল্যাটফর্মে নজর দেয়। এখন তারা নিজেদের প্ল্যাটফর্ম প্রতিষ্ঠা করেছেন। প্ল্যাটফর্মটি যুক্তরাষ্ট্রের মত একই ভিত্তি নিয়ে না হলেও এরা একে অপরের সঙ্গে সংযুক্ত হবে।
নতুন মেট ৬০ প্রো মডেলটির জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে। স্মার্টফোনের বাজারে হুয়াওয়ে ব্যবসা পুনরুদ্ধারের সুযোগ পেয়েছে, যদিও কোম্পানিটি আইফোন ১৫ সিরিজের সঙ্গে তীব্র প্রতিযোগিতার সম্মুখীন হবে। দ্বিতীয় ত্রৈমাসিকে (এপ্রিল–জুন) চীনের শীর্ষ পাঁচটি স্মার্টফোন বিক্রির তালিকায় হুয়াওয়ে ফিরে এসেছে।
চীনের সংবাদমাধ্যম সিকিউরিটিস ডেইলি এর মতে, কোম্পানিটি ২০২৩ সালের দ্বিতীয়ার্ধে স্মার্টফোনে চালানের লক্ষ্য ২০ শতাংশ বাড়িয়েছে।
যুক্তরাষ্ট্রের কালো তালিকাভুক্ত চীনা কোম্পানি হুয়াওয়ে ও টেক জায়ান্ট অ্যাপলের মধ্যে যখন তীব্র প্রতিযোগিতা চলছে, তখন নিজেকে ‘অ্যাপলের ভক্ত’ বলে চমকে দিয়েছেন হুয়াওয়ের প্রতিষ্ঠাতা রেন জেংফেই। সাউথ চায়না মর্নিং পোস্টের এক প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়।
চীনের প্রযুক্তি উদ্যোক্তা রেন গত মাসে অনুষ্ঠিত হওয়া হুয়াওয়ের আন্তর্জাতিক কলেজিয়েট প্রোগ্রামিং প্রতিযোগিতায় অংশ নেওয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও শিক্ষাবিদদের বলেন, তিনি যেকোনো বিদেশি ব্র্যান্ডের প্রতি ‘জেনফোবিয়া’ (বিদেশি বা অপরিচিত মানুষের প্রতি ভয় বা ঘৃণা) প্রদর্শনের বিরুদ্ধে। অ্যাপলকে তিনি মূল্যবান শিক্ষক হিসেবে দেখেন।
রেন বলেন, ‘অ্যাপলের পণ্য কেন এত ভালো তা নিয়ে আমরা মাঝে মধ্যেই ভাবি এবং অ্যাপলের সঙ্গে আমাদের পার্থক্যও দেখতে পারি।’
তিনি এ রকম শিক্ষকের কাছ থেকে জানার সুযোগ পেয়ে ও তুলনা করতে পেরে অনেক খুশি। তাই তাকে অ্যাপলের ভক্ত বললে ভুল হবে না। তিনি আরও বলেন, তার মেয়েও অ্যাপলের পণ্য ব্যবহার করে।
২০১৯ সালের এক সাক্ষাৎকারে অ্যাপলের কোম্পানির প্রশংসা করে রেন বলেন, গোপনীয়তা সুরক্ষার (প্রাইভেসি প্রটেকশন) ক্ষেত্রে তিনি অ্যাপলকে অনুসরণ করেন।
তিনি এই মন্তব্য তখন করলেন যখন হুয়াওয়ের নতুন ফোন মেট ৬০ প্রো ও মেট ৬০ প্রো প্লাস ৫জি বাজারে এসে চীনে স্বদেশপ্রেমের উচ্ছ্বাস সৃষ্টি করেছে। ফোনগুলো চীনের কিরিন ৯০০০ প্রসেসর দিয়ে তৈরি যা যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞাকে অমান্য করার প্রতীক হয়ে উঠেছে।
রেন এ সম্পর্কে বলেন, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার পরে তাদের কোম্পানি চিপ তৈরির উপাদান সংগ্রহে অন্য প্ল্যাটফর্মে নজর দেয়। এখন তারা নিজেদের প্ল্যাটফর্ম প্রতিষ্ঠা করেছেন। প্ল্যাটফর্মটি যুক্তরাষ্ট্রের মত একই ভিত্তি নিয়ে না হলেও এরা একে অপরের সঙ্গে সংযুক্ত হবে।
নতুন মেট ৬০ প্রো মডেলটির জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে। স্মার্টফোনের বাজারে হুয়াওয়ে ব্যবসা পুনরুদ্ধারের সুযোগ পেয়েছে, যদিও কোম্পানিটি আইফোন ১৫ সিরিজের সঙ্গে তীব্র প্রতিযোগিতার সম্মুখীন হবে। দ্বিতীয় ত্রৈমাসিকে (এপ্রিল–জুন) চীনের শীর্ষ পাঁচটি স্মার্টফোন বিক্রির তালিকায় হুয়াওয়ে ফিরে এসেছে।
চীনের সংবাদমাধ্যম সিকিউরিটিস ডেইলি এর মতে, কোম্পানিটি ২০২৩ সালের দ্বিতীয়ার্ধে স্মার্টফোনে চালানের লক্ষ্য ২০ শতাংশ বাড়িয়েছে।
বিশ্বজুড়ে ভাষা ও সংস্কৃতির ওপর বড় ধরনের প্রভাব ফেলছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)। বিশেষ করে চ্যাটজিপিটির মতো বড় ভাষা মডেল (এলএলএম) মানুষের দৈনন্দিন কথাবার্তার ধরন বদলে দিচ্ছে এবং একঘেয়ে করে তুলছে বলে সতর্ক করেছে জার্মানির এক গবেষক দল।
২০ ঘণ্টা আগেবিশ্বের ইন্টারনেট গতির নতুন রেকর্ড গড়েছে জাপান। দেশটির ন্যাশনাল ইনস্টিটিউট অব ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশনস টেকনোলজির (এনআইসিটি) গবেষকেরা দাবি করেছে, তাঁরা প্রতি সেকেন্ডে ১ লাখ ২৫ হাজার গিগাবাইট ডেটা স্থানান্তর করতে সক্ষম হয়েছেন, যা প্রায় ১ হাজার ১২০ মাইল (১ হাজার ৮০২ কিলোমিটার) দূরত্ব অতিক্রম...
১ দিন আগেমাইক্রোসফট তাদের কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক সহকারী কোপাইলট ভিশনের নতুন আপডেট চালু করেছে, যা এখন ব্যবহারকারীর কম্পিউটারের পুরো স্ক্রিন বা পর্দা স্ক্যান করতে পারবে। আগে এই টুলটি একসঙ্গে দুইটি অ্যাপ দেখতে পারত এবং সে অনুযায়ী বিশ্লেষণ করত। তবে নতুন আপডেটের ফলে এটি এখন সম্পূর্ণ ডেস্কটপ কিংবা নির্দিষ্ট
১ দিন আগেডিজিটাল কনটেন্টের যুগে ইউটিউব কেবল একটি ভিডিও প্ল্যাটফর্ম নয়—এটি এখন এক বড় ক্যারিয়ার অপশন, ব্র্যান্ড তৈরির মাধ্যম, এমনকি অনেকের স্বপ্নপূরণের জায়গা। আপনি যদি ইউটিউবে চ্যানেল খোলার কথা ভাবেন, তবে নিশ্চয়ই অনেক ধরনের আইডিয়া মাথায় ঘুরছে। তবে এতগুলো আইডিয়ার ভিড়ে কোনটা দিয়ে শুরু করবেন, সেটাই সবচেয়ে কঠিন
১ দিন আগে