বার্তা আদান প্রদানকে আরও আকর্ষণীয় করতে হোয়াটসঅ্যাপে জিআইএফ (গ্রাফিকস ইন্টারচেঞ্জ ফরম্যাট), ইমোজি ও স্টিকার অপশন রয়েছে। অ্যাপটির মধ্য বেশ কিছু জিআইএফ থাকলেও সেগুলো অনেকেরই পছন্দ হয় না। তবে ফোনে থাকা যেকোনো ভিডিওর পাঁচ সেকেন্ডের অংশ নির্বাচন করে নতুন জিআইএফ তৈরি করে বন্ধুদের পাঠানো যায়।
খুব সহজেই যেকোনো ভিডিওকে জিআইএফ–এ পরিবর্তন করা যায়। এর মাধ্যমে বন্ধু ও পরিবারের সঙ্গে খুব সহজেই সুন্দর মুহূর্তগুলো জিআইএফ হিসেবে পাঠানো যাবে। ফিচারটি অ্যান্ড্রয়েড ও আইফোনে উভয় ডিভাইস থেকেই ব্যবহার করা যায়।
জিআইএফ তৈরি করার জন্য হোয়াটসঅ্যাপের সর্বশেষ সংস্করণ ইনস্টল রয়েছে কিনা তা নিশ্চিত করতে হবে। আর সেটি না থাকলে অ্যান্ড্রয়েড ফোনের গুগল প্লে স্টোর ও আইওএস ডিভাইসের অ্যাপ স্টোর থেকে আপডেট করে নিতে হবে।
অ্যান্ড্রয়েড ফোনে জিআইএফ তৈরি করবেন যেভাবে
১. হোয়াটসঅ্যাপে প্রবেশ করুন
২. যাকে বা যে গ্রুপ চ্যাটে জিআইএফ পাঠাতে চান সেই চ্যাট চালু করুন।
৩. এরপর নিচের দিকে থাকা পেপার ক্লিপ আইকোনে ট্যাপ করুন। ফলে কতগুলো অপশন দেখা যাবে।
৪. অপশনগুলো থেকে ‘গ্যালারি’ অপশন নির্বাচন করুন।
৫. এখন ফোনের গ্যালারি থেকে যেকোনো ভিডিও নির্বাচন করুন। এরপর হোয়াটসঅ্যাপ ভিডিওর পাঁচ সেকেন্ড নির্বাচন করার সুযোগ দেবে। ভিডিও থেকে পছন্দের পাঁচ সেকেন্ড অংশ নির্বাচন করুন।
৬. এরপর ওপরের ডান দিকে থাকা ‘জিআইএফ’ আইকোনে ট্যাপ করুন।
৭. জিআইএফ তৈরি হলে নিচের দিকে থাকা সেন্ড আইকোনে (কাগজের প্লেন) ট্যাপ করুন।
আইফোনে জিআইএফ তৈরি করবেন যেভাবে
আইফোনের হোয়াটসঅ্যাপে ভিডিও থেকে জিআইএফ তৈরি করার প্রক্রিয়াটি কিছুটা অ্যান্ড্রয়েডের মতো। আইফোনের লাইভ ভিডিওগুলো হোয়াটসঅ্যাপ জিআইএফ হিসেবে পাঠানো যায়।
আইফোনের জিআইএফ তৈরির জন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন—
১. হোয়াটসঅ্যাপে প্রবেশ করুন
২. যাকে বা যে গ্রুপ চ্যাটে জিআইএফ পাঠাতে চান সেই চ্যাট চালু করুন।
৩. এরপর ‘+’ আইকোনে ট্যাপ করুন।
৪. এখন ‘ফটোজ’ বা ‘ভিডিও লাইব্রেরি’ অপশনে নির্বাচন করুন।
৫. ভিডিও ফাইল বা লাইভ ছবিটি নির্বাচন করুন। এগুলোর ৫ সেকেন্ড অংশ নির্বাচন করুন।
৬. এবার ‘জিআইএফ’ টগল অপশনে ট্যাপ করুন।
৭. সেন্ড আইকোনে (কাগজের প্লেন) ট্যাপ করুন।
বার্তা আদান প্রদানকে আরও আকর্ষণীয় করতে হোয়াটসঅ্যাপে জিআইএফ (গ্রাফিকস ইন্টারচেঞ্জ ফরম্যাট), ইমোজি ও স্টিকার অপশন রয়েছে। অ্যাপটির মধ্য বেশ কিছু জিআইএফ থাকলেও সেগুলো অনেকেরই পছন্দ হয় না। তবে ফোনে থাকা যেকোনো ভিডিওর পাঁচ সেকেন্ডের অংশ নির্বাচন করে নতুন জিআইএফ তৈরি করে বন্ধুদের পাঠানো যায়।
খুব সহজেই যেকোনো ভিডিওকে জিআইএফ–এ পরিবর্তন করা যায়। এর মাধ্যমে বন্ধু ও পরিবারের সঙ্গে খুব সহজেই সুন্দর মুহূর্তগুলো জিআইএফ হিসেবে পাঠানো যাবে। ফিচারটি অ্যান্ড্রয়েড ও আইফোনে উভয় ডিভাইস থেকেই ব্যবহার করা যায়।
জিআইএফ তৈরি করার জন্য হোয়াটসঅ্যাপের সর্বশেষ সংস্করণ ইনস্টল রয়েছে কিনা তা নিশ্চিত করতে হবে। আর সেটি না থাকলে অ্যান্ড্রয়েড ফোনের গুগল প্লে স্টোর ও আইওএস ডিভাইসের অ্যাপ স্টোর থেকে আপডেট করে নিতে হবে।
অ্যান্ড্রয়েড ফোনে জিআইএফ তৈরি করবেন যেভাবে
১. হোয়াটসঅ্যাপে প্রবেশ করুন
২. যাকে বা যে গ্রুপ চ্যাটে জিআইএফ পাঠাতে চান সেই চ্যাট চালু করুন।
৩. এরপর নিচের দিকে থাকা পেপার ক্লিপ আইকোনে ট্যাপ করুন। ফলে কতগুলো অপশন দেখা যাবে।
৪. অপশনগুলো থেকে ‘গ্যালারি’ অপশন নির্বাচন করুন।
৫. এখন ফোনের গ্যালারি থেকে যেকোনো ভিডিও নির্বাচন করুন। এরপর হোয়াটসঅ্যাপ ভিডিওর পাঁচ সেকেন্ড নির্বাচন করার সুযোগ দেবে। ভিডিও থেকে পছন্দের পাঁচ সেকেন্ড অংশ নির্বাচন করুন।
৬. এরপর ওপরের ডান দিকে থাকা ‘জিআইএফ’ আইকোনে ট্যাপ করুন।
৭. জিআইএফ তৈরি হলে নিচের দিকে থাকা সেন্ড আইকোনে (কাগজের প্লেন) ট্যাপ করুন।
আইফোনে জিআইএফ তৈরি করবেন যেভাবে
আইফোনের হোয়াটসঅ্যাপে ভিডিও থেকে জিআইএফ তৈরি করার প্রক্রিয়াটি কিছুটা অ্যান্ড্রয়েডের মতো। আইফোনের লাইভ ভিডিওগুলো হোয়াটসঅ্যাপ জিআইএফ হিসেবে পাঠানো যায়।
আইফোনের জিআইএফ তৈরির জন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন—
১. হোয়াটসঅ্যাপে প্রবেশ করুন
২. যাকে বা যে গ্রুপ চ্যাটে জিআইএফ পাঠাতে চান সেই চ্যাট চালু করুন।
৩. এরপর ‘+’ আইকোনে ট্যাপ করুন।
৪. এখন ‘ফটোজ’ বা ‘ভিডিও লাইব্রেরি’ অপশনে নির্বাচন করুন।
৫. ভিডিও ফাইল বা লাইভ ছবিটি নির্বাচন করুন। এগুলোর ৫ সেকেন্ড অংশ নির্বাচন করুন।
৬. এবার ‘জিআইএফ’ টগল অপশনে ট্যাপ করুন।
৭. সেন্ড আইকোনে (কাগজের প্লেন) ট্যাপ করুন।
বিশ্বজুড়েই ম্যারাথনে মানুষই দৌড়ায়। তবে চীনে দেখা গেল ভিন্ন দৃশ্য। সেখানে হাফ ম্যারাথনে দৌড়াল রোবট। একটি কিংবা দুটি নয়, ২০টি রোবট দৌড়াল সেই ম্যারাথনে।
৭ ঘণ্টা আগেবর্তমান ডিজিটাল যুগে ব্যবসার প্রসারে সোশ্যাল মিডিয়ার গুরুত্ব দিন দিন বেড়েই চলেছে। এর মধ্যে অন্যতম শক্তিশালী ও জনপ্রিয় একটি প্ল্যাটফর্ম ফেসবুক, যেখানে প্রতিদিন কোটি কোটি মানুষ সক্রিয় থাকেন। ব্যবসাকে আরও বেশি মানুষের কাছে পৌঁছে দিতে ও পণ্য বা সেবার ব্যাপারে বিশ্বাস তৈরি করতে ফেসবুক বিজনেস পেজ তৈরি করা
১৭ ঘণ্টা আগেআগাগোড়াই স্মার্টফোনের সঙ্গে বড় হওয়া প্রথম প্রজন্ম জেনারেশন জেড বা জেন-জি। যাদের জন্ম ১৯৯৭ থেকে ২০১২ সালের মধ্যে। নতুন এক গবেষণা বলছে, ভুল তথ্যে বিশ্বাস করার ক্ষেত্রে যেসব শ্রেণি বা গোষ্ঠীর মানুষেরা বেশি ঝুঁকিপূর্ণ তাদের মধ্যে প্রযুক্তির আশীর্বাদ নিয়ে জন্ম নেওয়া জেন-জি প্রজন্ম অন্যতম। সম্প্রতি কানাডা
১৭ ঘণ্টা আগেচাকরির বাজারে এক নতুন হুমকির নাম—কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)। এই প্রযুক্তির সুযোগ নিয়ে প্রতারকেরা এখন তৈরি করছে ভুয়া প্রোফাইল। এসব ভুয়া প্রোফাইল দিয়ে অনলাইন ইন্টারভিউয়ের মাধ্যমে দূর থেকে কাজ করার সুযোগ পেতে চায় প্রতারকেরা।
১৭ ঘণ্টা আগে