Ajker Patrika

আমন্ত্রণপত্র পাঠাতে সাহায্য করবে অ্যাপলের নতুন অ্যাপ

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৮: ৫২
অ্যাপল ইনভাইটস ব্যবহার করতে হলে আইক্লাউড প্লাস সাবস্ক্রিপশন প্রয়োজন। ছবি: ফাউন্ড্রি
অ্যাপল ইনভাইটস ব্যবহার করতে হলে আইক্লাউড প্লাস সাবস্ক্রিপশন প্রয়োজন। ছবি: ফাউন্ড্রি

কোনো অনুষ্ঠানে আমন্ত্রণের প্রক্রিয়াকে সহজ করতে ‘ইনভাইটস’ নামে নতুন একটি অ্যাপ চালু করেছে বিশ্বের বৃহত্তম প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপল। অ্যাপটির মাধ্যমে নিজেদের পছন্দমতো আমন্ত্রণপত্র তৈরি করে অন্যদের পাঠাতে পারবেন ব্যবহারকারীরা। কোনো ইভেন্ট অ্যাপটির মাধ্যমে সহজেই পরিচালনা করা যাবে। অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরাও আইক্লাউড সাইটের ওয়েব সংস্করণ ব্যবহার করে এতে অংশ নিতে পারবেন।

খুব সহজেই অ্যাপটি ব্যবহার করা যাবে। প্রথমে অ্যাপের ওপরে প্লাস আইকোনের মাধ্যমে নতুন একটি ইভেন্ট তৈরি করতে হবে। এ জন্য ইভেন্টের নাম, তারিখ, সময় এবং স্থান উল্লেখ করতে হবে। এই আমন্ত্রণে অ্যাপলের তৈরি ব্যাকগ্রাউন্ড অথবা নিজের পছন্দের ছবি যোগ করা যাবে। এ ছাড়া ডিভাইসে অ্যাপল ইন্টেলিজেন্স–এর সমর্থন থাকলে এর ইমেজ ব্যাকগ্রাউন্ড ফিচার ব্যবহার করে একটি এআই ছবি তৈরি করাও সম্ভব।

একবার ইভেন্টটি তৈরি হলে সহজেই বন্ধুদের আমন্ত্রণ পাঠানো যাবে। এ জন্য ফোন নম্বর, ইমেইল অথবা একটি লিংক শেয়ার করে। আমন্ত্রিত অতিথিরাও অনুষ্ঠানে উপস্থিত থাকবেন কি না, তা নিশ্চিত করতে পারবেন। এর ফলে, অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের সম্ভাব্য সংখ্যা জানা যাবে। ইভেন্টের তথ্যের মধ্যে থাকবে আবহাওয়া পূর্বাভাস, ম্যাপ, এবং এমনকি একটি মিউজিক প্লেলিস্টও। তবে, এখানে একটি ছোট ঝামেলা রয়েছে—অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য কিছু অতিরিক্ত পদক্ষেপ যেমন ইমেইল ভেরিফিকেশন কোড এবং অ্যাপল অ্যাকাউন্টের প্রয়োজন হবে।

অ্যাপটি ম্যাপস এবং আবহাওয়া সিস্টেমের সঙ্গে সংযুক্ত, যা অতিথিদের ইভেন্টের জন্য দিকনির্দেশনা এবং ওই দিনের আবহাওয়া পূর্বাভাস জানাতে সাহায্য করে।

প্রথমে অ্যাপের ওপরে প্লাস আইকোনের মাধ্যমে নতুন একটি ইভেন্ট তৈরি করতে হবে ছবি: নাইনটুফাইভম্যাক
প্রথমে অ্যাপের ওপরে প্লাস আইকোনের মাধ্যমে নতুন একটি ইভেন্ট তৈরি করতে হবে ছবি: নাইনটুফাইভম্যাক

অতিথিরা একটি ‘শেয়ারড’ অ্যালবামে ছবি এবং ভিডিও যোগ করতে পারেন। এটি তাদের স্মৃতি সংরক্ষণ করার এবং পরবর্তীতে ইভেন্টটি আবার উপভোগ করতে সাহায্য করবে। এতে একটি যৌথ প্লেলিস্ট ফিচার রয়েছে, যা অ্যাপল মিউজিক সাবস্ক্রাইবাররা ইভেন্টের জন্য একটি সাউন্ডট্র্যাক তৈরির করতে পারবে এবং আমন্ত্রিত ব্যক্তিরা থেকে সেটি শুনতে পারেন।

তবে অ্যাপল ইনভাইটসের কিছু ফিচার উপভোগ করা সম্ভব হলেও অ্যান্ড্রয়েড ব্যবহারকারী সম্পূর্ণ অভিজ্ঞতা পাবেন না। যেমন, ফটো অ্যালবাম দেখতে অ্যাপল অ্যাকাউন্টের প্রয়োজন হবে এবং মিউজিক প্লেলিস্ট শোনার জন্য অ্যাপল মিউজিক–এর সাবস্ক্রিপশন লাগবে।

এ ছাড়া এটি একটি ফ্রি অ্যাপ নয়। অ্যাপল ইনভাইটস ব্যবহার করতে হলে আইক্লাউড প্লাস সাবস্ক্রিপশন প্রয়োজন, যা কিছু ব্যবহারকারীর কাছে বাধা হয়ে দাঁড়াতে পারে। তবে, যারা ইতিমধ্যে আইক্লাউড প্লাস সাবস্ক্রিপশন নিয়েছেন, তাদের জন্য এটি একটি দারুণ সুবিধা হতে পারে।

তথ্যসূত্র: দ্য ভার্জ ও টেকক্রাঞ্চ

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত