অনলাইন ডেস্ক
টেসলার কর্মীদের জন্য ঘরে বসে কাজ করার সুযোগ বন্ধ করে দিলেন টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্ক। টেসলায় কর্মরত নির্বাহী পর্যায়ের কর্মকর্তাদের কাছে পাঠানো এক ইমেইলে তিনি এই কথা জানিয়েছেন।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, ইলন মাস্ক তাঁর প্রতিষ্ঠানের কর্মীদের কাছে পাঠানো মেইলে লিখেছিলেন—‘এখন থেকে আর কর্মক্ষেত্রের বাইরে থেকে কাজ করা গ্রহণযোগ্য হবে না। যারা কর্মক্ষেত্রের বাইরে থেকে কাজ করতে চেয়েছিলেন, তাদের এখন থেকে অন্তত ৪০ ঘণ্টা, আবারও বলছি অন্তত ৪০ ঘণ্টা অফিসে কাজ করতে হবে। এই সময় কারখানার শ্রমিকদের চেয়ে অনেক কম।’
ইলন মাস্ক মেইলে আরও বলেন, ‘এখানে কর্মক্ষেত্র মানে অবশ্যই টেসলার প্রধান কার্যালয়। টেসলায় কাজ করার সময়ে অন্য কোথাও বসে টেসলার সঙ্গে সংশ্লিষ্ট নয় এমন কোনো কাজ করা যাবে না।’
তবে মাস্কেই এই ইমেইলটি সবার জন্য কিনা তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। কারণ, ইলন মাস্ক দাবি করেছেন—তিনি এ রকম কিছু কথা তাঁর এক অনুরাগীর করা এক প্রশ্নের জবাবে বলেছিলেন। তাঁকে প্রশ্ন করা হয়েছিল যে—কিছু লোক বলে কর্মক্ষেত্রে গিয়ে কাজ করা এখন পুরোনো ফ্যাশন। জবাবে মাস্ক বলেছিলেন, ‘তাহলে তাঁদের উচিত অন্য কোথায় কাজ করা।’
তবে, এই প্রথম তাঁকে নিয়ে এমন কথা উঠল তা নয়। এর আগেও মাস্ক এমন কড়া উদ্যোগ নিয়েছেন। ইলন মাস্কের পরিচিত এবং সিলিকন ভ্যালির একজন উদ্যোক্তা কেইথ র্যাবোইস এক টুইটে মাস্কের বিষয়ে একটি গল্প শেয়ার করেছিলেন। কেইথ বলেছিলেন—টেসলা কার্যালয়ে ইলন মাস্ক একবার দেখলেন যে, সেখানে কাজ করতে আসা নতুন কর্মীরা কফি খাওয়ার সময় অকারণে এদিক সেদিক ঘোরাফেরা করছে। সেটা দেখে মাস্ক সেসব কর্মচারীকে ডেকে নিয়ে তাদের কর্মচ্যুত করার হুমকি দিয়েছিলেন।
টেসলার কর্মীদের জন্য ঘরে বসে কাজ করার সুযোগ বন্ধ করে দিলেন টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্ক। টেসলায় কর্মরত নির্বাহী পর্যায়ের কর্মকর্তাদের কাছে পাঠানো এক ইমেইলে তিনি এই কথা জানিয়েছেন।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, ইলন মাস্ক তাঁর প্রতিষ্ঠানের কর্মীদের কাছে পাঠানো মেইলে লিখেছিলেন—‘এখন থেকে আর কর্মক্ষেত্রের বাইরে থেকে কাজ করা গ্রহণযোগ্য হবে না। যারা কর্মক্ষেত্রের বাইরে থেকে কাজ করতে চেয়েছিলেন, তাদের এখন থেকে অন্তত ৪০ ঘণ্টা, আবারও বলছি অন্তত ৪০ ঘণ্টা অফিসে কাজ করতে হবে। এই সময় কারখানার শ্রমিকদের চেয়ে অনেক কম।’
ইলন মাস্ক মেইলে আরও বলেন, ‘এখানে কর্মক্ষেত্র মানে অবশ্যই টেসলার প্রধান কার্যালয়। টেসলায় কাজ করার সময়ে অন্য কোথাও বসে টেসলার সঙ্গে সংশ্লিষ্ট নয় এমন কোনো কাজ করা যাবে না।’
তবে মাস্কেই এই ইমেইলটি সবার জন্য কিনা তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। কারণ, ইলন মাস্ক দাবি করেছেন—তিনি এ রকম কিছু কথা তাঁর এক অনুরাগীর করা এক প্রশ্নের জবাবে বলেছিলেন। তাঁকে প্রশ্ন করা হয়েছিল যে—কিছু লোক বলে কর্মক্ষেত্রে গিয়ে কাজ করা এখন পুরোনো ফ্যাশন। জবাবে মাস্ক বলেছিলেন, ‘তাহলে তাঁদের উচিত অন্য কোথায় কাজ করা।’
তবে, এই প্রথম তাঁকে নিয়ে এমন কথা উঠল তা নয়। এর আগেও মাস্ক এমন কড়া উদ্যোগ নিয়েছেন। ইলন মাস্কের পরিচিত এবং সিলিকন ভ্যালির একজন উদ্যোক্তা কেইথ র্যাবোইস এক টুইটে মাস্কের বিষয়ে একটি গল্প শেয়ার করেছিলেন। কেইথ বলেছিলেন—টেসলা কার্যালয়ে ইলন মাস্ক একবার দেখলেন যে, সেখানে কাজ করতে আসা নতুন কর্মীরা কফি খাওয়ার সময় অকারণে এদিক সেদিক ঘোরাফেরা করছে। সেটা দেখে মাস্ক সেসব কর্মচারীকে ডেকে নিয়ে তাদের কর্মচ্যুত করার হুমকি দিয়েছিলেন।
অ্যাপল ব্যবহারকারীদের এনক্রিপ্টেড ক্লাউড পরিষেবাতে প্রবেশের জন্য কোম্পানিটির কাছে একটি ব্যাকডোর বা গোপন কৌশল তৈরির আদেশ দেয় যুক্তরাজ্য সরকার। মূলত অ্যাপলের আইক্লাউড ডেটা ব্যাকআপে প্রবেশের জন্য সরকারকে বিশেষ অনুমতি দেওয়ার উদ্দেশ্যে এই আদেশটি দেওয়া হয়। তবে এই আদেশের বিরুদ্ধে আপিল করেছে অ্যাপল। সংশ্লিষ
৪ ঘণ্টা আগেহোয়াটসঅ্যাপে প্রতিনিয়ত বিভিন্ন বার্তা আসার ফলে চ্যাটবক্সটি অনেক সময় অগোছালো মনে হতে পারে। আবার কিছু মেসেজ পড়া হয়ে গেলেও বিভিন্ন কারণে সেগুলো মুছে ফেলতেও ইচ্ছা হয় না। এসব দোটানায় থাকলে মেসেজগুলো আর্কাইভ করে রাখতে পারেন। এ ছাড়া এই ফিচারের আরেকটি সুবিধা হলো—ব্যক্তিগত চ্যাটগুলো অন্যদের কাছ থেকে গোপন করে
৬ ঘণ্টা আগেঅ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য আকর্ষণীয় ও গুরুত্বপূর্ণ নতুন চারটি ফিচার চালু করল গুগল। প্রতারণামূলক বা স্ক্যাম বার্তা থেকে ব্যবহারকারীদের সুরক্ষা দেওয়ার পাশাপাশি ফিচারগুলো নিরাপদে লোকেশন শেয়ারের সুবিধা, ওয়েব ব্রাউজিংয়ের সময় দাম দেখা ও গাড়ি পার্ক করা অবস্থায় বিনোদন পাওয়ার সুযোগ দেবে।
২১ ঘণ্টা আগেসেমিকন্ডাক্টর শিল্পের ভর্তুকি আইন বাতিল করতে চান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ জন্য গত মঙ্গলবার মার্কিন আইনপ্রণেতাদের উদ্দ্যেশ্য তিনি বলেন, তাঁদের উচিত ২০২২ সালের ঐতিহাসিক দ্বিদলীয় আইনটি বাতিল করা। সেমিকন্ডাক্টর চিপ উৎপাদন ও তৈরির জন্য ৫২ দশমিক ৭ বিলিয়ন বা ৫ হাজার ২৭০ কোটি ডলার...
১ দিন আগে