টেসলার কর্মীদের জন্য ঘরে বসে কাজ করার সুযোগ বন্ধ করে দিলেন টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্ক। টেসলায় কর্মরত নির্বাহী পর্যায়ের কর্মকর্তাদের কাছে পাঠানো এক ইমেইলে তিনি এই কথা জানিয়েছেন।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, ইলন মাস্ক তাঁর প্রতিষ্ঠানের কর্মীদের কাছে পাঠানো মেইলে লিখেছিলেন—‘এখন থেকে আর কর্মক্ষেত্রের বাইরে থেকে কাজ করা গ্রহণযোগ্য হবে না। যারা কর্মক্ষেত্রের বাইরে থেকে কাজ করতে চেয়েছিলেন, তাদের এখন থেকে অন্তত ৪০ ঘণ্টা, আবারও বলছি অন্তত ৪০ ঘণ্টা অফিসে কাজ করতে হবে। এই সময় কারখানার শ্রমিকদের চেয়ে অনেক কম।’
ইলন মাস্ক মেইলে আরও বলেন, ‘এখানে কর্মক্ষেত্র মানে অবশ্যই টেসলার প্রধান কার্যালয়। টেসলায় কাজ করার সময়ে অন্য কোথাও বসে টেসলার সঙ্গে সংশ্লিষ্ট নয় এমন কোনো কাজ করা যাবে না।’
তবে মাস্কেই এই ইমেইলটি সবার জন্য কিনা তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। কারণ, ইলন মাস্ক দাবি করেছেন—তিনি এ রকম কিছু কথা তাঁর এক অনুরাগীর করা এক প্রশ্নের জবাবে বলেছিলেন। তাঁকে প্রশ্ন করা হয়েছিল যে—কিছু লোক বলে কর্মক্ষেত্রে গিয়ে কাজ করা এখন পুরোনো ফ্যাশন। জবাবে মাস্ক বলেছিলেন, ‘তাহলে তাঁদের উচিত অন্য কোথায় কাজ করা।’
তবে, এই প্রথম তাঁকে নিয়ে এমন কথা উঠল তা নয়। এর আগেও মাস্ক এমন কড়া উদ্যোগ নিয়েছেন। ইলন মাস্কের পরিচিত এবং সিলিকন ভ্যালির একজন উদ্যোক্তা কেইথ র্যাবোইস এক টুইটে মাস্কের বিষয়ে একটি গল্প শেয়ার করেছিলেন। কেইথ বলেছিলেন—টেসলা কার্যালয়ে ইলন মাস্ক একবার দেখলেন যে, সেখানে কাজ করতে আসা নতুন কর্মীরা কফি খাওয়ার সময় অকারণে এদিক সেদিক ঘোরাফেরা করছে। সেটা দেখে মাস্ক সেসব কর্মচারীকে ডেকে নিয়ে তাদের কর্মচ্যুত করার হুমকি দিয়েছিলেন।
টেসলার কর্মীদের জন্য ঘরে বসে কাজ করার সুযোগ বন্ধ করে দিলেন টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্ক। টেসলায় কর্মরত নির্বাহী পর্যায়ের কর্মকর্তাদের কাছে পাঠানো এক ইমেইলে তিনি এই কথা জানিয়েছেন।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, ইলন মাস্ক তাঁর প্রতিষ্ঠানের কর্মীদের কাছে পাঠানো মেইলে লিখেছিলেন—‘এখন থেকে আর কর্মক্ষেত্রের বাইরে থেকে কাজ করা গ্রহণযোগ্য হবে না। যারা কর্মক্ষেত্রের বাইরে থেকে কাজ করতে চেয়েছিলেন, তাদের এখন থেকে অন্তত ৪০ ঘণ্টা, আবারও বলছি অন্তত ৪০ ঘণ্টা অফিসে কাজ করতে হবে। এই সময় কারখানার শ্রমিকদের চেয়ে অনেক কম।’
ইলন মাস্ক মেইলে আরও বলেন, ‘এখানে কর্মক্ষেত্র মানে অবশ্যই টেসলার প্রধান কার্যালয়। টেসলায় কাজ করার সময়ে অন্য কোথাও বসে টেসলার সঙ্গে সংশ্লিষ্ট নয় এমন কোনো কাজ করা যাবে না।’
তবে মাস্কেই এই ইমেইলটি সবার জন্য কিনা তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। কারণ, ইলন মাস্ক দাবি করেছেন—তিনি এ রকম কিছু কথা তাঁর এক অনুরাগীর করা এক প্রশ্নের জবাবে বলেছিলেন। তাঁকে প্রশ্ন করা হয়েছিল যে—কিছু লোক বলে কর্মক্ষেত্রে গিয়ে কাজ করা এখন পুরোনো ফ্যাশন। জবাবে মাস্ক বলেছিলেন, ‘তাহলে তাঁদের উচিত অন্য কোথায় কাজ করা।’
তবে, এই প্রথম তাঁকে নিয়ে এমন কথা উঠল তা নয়। এর আগেও মাস্ক এমন কড়া উদ্যোগ নিয়েছেন। ইলন মাস্কের পরিচিত এবং সিলিকন ভ্যালির একজন উদ্যোক্তা কেইথ র্যাবোইস এক টুইটে মাস্কের বিষয়ে একটি গল্প শেয়ার করেছিলেন। কেইথ বলেছিলেন—টেসলা কার্যালয়ে ইলন মাস্ক একবার দেখলেন যে, সেখানে কাজ করতে আসা নতুন কর্মীরা কফি খাওয়ার সময় অকারণে এদিক সেদিক ঘোরাফেরা করছে। সেটা দেখে মাস্ক সেসব কর্মচারীকে ডেকে নিয়ে তাদের কর্মচ্যুত করার হুমকি দিয়েছিলেন।
উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেমের সমর্থন সেবা বন্ধ হবে অক্টোবরে। তবে এখনো লাখ লাখ ব্যবহারকারী তাদের পিসি বা ল্যাপটপ উইন্ডোজ ১১ আপগ্রেড করতে চাইছেন না। এমন এক ব্যবহারকারীর ক্ষোভ এখন আদালতে। যুক্তরাষ্ট্রের লরেন্স ক্লেইন নামে এক ব্যক্তি মাইক্রোসফটের বিরুদ্ধে মামলা করেছেন। তাঁর অভিযোগ, মাইক্রোসফট...
১ ঘণ্টা আগেকনটেন্ট নির্মাতাদের জন্য দর্শকদের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপনের অন্যতম কার্যকর মাধ্যম হয়ে উঠেছে ইউটিউব কমিউনিটি পোস্টস। শুধু ভিডিও প্রকাশে সীমাবদ্ধ না থেকে ইউটিউব এখন একটি ইন্টারঅ্যাকটিভ প্ল্যাটফর্ম, যেখানে পোস্ট, পোল, ইমেজ ও আপডেটের মাধ্যমে দর্শকদের সঙ্গে তৈরি করা যায় গভীর সংযোগ।
১ ঘণ্টা আগেগুগল ক্রোম ইনস্টল করার সময় উইন্ডোজ ব্যবহারকারীদের ‘এখনই নিরাপদে ব্রাউজ করুন’ লিখে সতর্ক করছে মাইক্রোসফট। কোম্পানিটির দাবি, ‘মাইক্রোসফট-এজ’ও ক্রোমের মতো একই প্রযুক্তিতে চলে, তবে এর সঙ্গে আছে মাইক্রোসফটের বিশ্বাসযোগ্যতা।
১০ ঘণ্টা আগেঅ্যাপলের এয়ারপডসে যুক্ত হতে যাচ্ছে এক নতুন যুগান্তকারী ফিচার ‘লাইভ ট্রান্সলেশন’। এই ফিচারটি চালু থাকলে ফোনকলের পাশাপাশি সামনে থাকা ব্যক্তির কথাও অনুবাদ করে দেবে এয়ারপডসটি।
১৯ ঘণ্টা আগে