Ajker Patrika

বরখাস্ত হলে টুইটার সিইও পাবেন ৪ কোটি ২০ লাখ ডলার

আপডেট : ২৬ এপ্রিল ২০২২, ১২: ৩০
বরখাস্ত হলে টুইটার সিইও পাবেন ৪ কোটি ২০ লাখ ডলার

৪ হাজার ৪০০ কোটি ডলারে ইলন মাস্কের কাছে টুইটার বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ। এতে টুইটারের মালিকানা পেতে যাচ্ছেন টেক জায়ান্ট টেসলার প্রতিষ্ঠাতা ইলন মাস্ক। আর এ খবর প্রকাশিত হওয়ার পর টুইটারের বর্তমান প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) পরাগ আগরওয়াল বলেছেন, ‘ইলন মাস্কের হাতে টুইটার চলে যাওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্মের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে।’ 

টুইটার সিইওর এমন মন্তব্যের পর প্রশ্ন উঠেছে, ইলন মাস্ক টুইটার কেনার পর যদি পরাগ আগরওয়ালকে বরখাস্ত করেন, তবে কত টাকা পাবেন তিনি? মার্কিন গবেষণা প্রতিষ্ঠান ইকুইলার জানিয়েছে, টুইটার সিইও বরখাস্ত হলে ৪ কোটি ২০ লাখ ডলার পাবেন। বার্তা সংস্থা রয়টার্স আজ মঙ্গলবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। 

গতকাল সোমবার ইকুইলারের একজন মুখপাত্র বলেছেন, ‘ইকুইলার অনুমান করছে যে এই অর্থ আগরওয়ালের এক বছরের মূল বেতনের সমান হবে।’ ইকুইলারের এই অনুমান সম্পর্কে মন্তব্য করতে রাজি হননি টুইটারের কোনো প্রতিনিধি। 

পরাগ আগরওয়াল টুইটারের প্রধান টেকনোলজি অফিসার থেকে গত নভেম্বরে প্রধান নির্বাহী হিসেবে নিযুক্ত হন। টুইটার জানিয়েছে, গত বছর পরাগ আগরওয়ালের কারণে টুইটারকে ৩ কোটি ৪ লাখ ডলার খেসারত দিতে হয়েছে। 

ব্রিটিশ গণমাধ্যম বিবিসি জানিয়েছে, ৪ হাজার ৪০০ কোটি মার্কিন ডলারে বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্কের কাছে টুইটার বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এর পরিচালনা পর্ষদ। বেশ কিছুদিন কথা চালাচালির পর গতকাল সোমবার এক বৈঠক থেকে এ সিদ্ধান্ত এসেছে। 

ইলন মাস্ক গত কয়েক দিন ধরেই টুইটারের শেয়ারহোল্ডারদের সঙ্গে বৈঠক করে তাঁর প্রস্তাবের সপক্ষে সমর্থন চাইছিলেন। মাস্ক বলেছিলেন, ‘বাকস্বাধীনতা রক্ষা করা, আরও বেশি উদার, উন্মুক্ত ও স্বচ্ছ করার জন্য টুইটারকে তাঁর মালিকানায় নেওয়া দরকার।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত