Ajker Patrika

ভয়েস ক্লোনিং প্রতারণায় মুক্ত থাকবেন যেভাবে

প্রযুক্তি ডেস্ক
ভয়েস ক্লোনিং প্রতারণায় মুক্ত থাকবেন যেভাবে

মানুষের উপকারের জন্যই প্রযুক্তি ব্যবহার করার কথা। কিন্তু কখনো কখনো এর নেতিবাচক ব্যবহার হতে পারে ভয়ংকর। বর্তমান সময়ে এমন এক প্রযুক্তি হলো কৃত্রিম বুদ্ধিমত্তা। নতুন এই প্রযুক্তির নেতিবাচক ব্যবহার আমাদের সামাজিক, রাজনৈতিক ও ব্যক্তিগত জীবনে ব্যাপক ক্ষতি করতে পারে। এটি বিভ্রান্তি, বিদ্বেষ, সামাজিক অস্থিরতা এবং রাজনৈতিক হানাহানির কারণও হতে পারে। 

আধুনিক প্রযুক্তির এক ভয়ংকর অবদান ডিপফেক বিষয়ে প্রযুক্তিবিশ্ব জানলেও সম্প্রতি ভয়েস ক্লোনিং প্রযুক্তি ব্যবহার করে স্ক্যামাররা নতুন প্রতারণা শুরু করেছে। এখন তারা এআই ব্যবহার করে প্রিয়জন বা বিশ্বস্ত ব্যক্তির গলার স্বর নকল করে চুরি করছে টাকা কিংবা ব্যক্তিগত তথ্য। তবে চিন্তার কিছু নেই, এই স্ক্যাম থেকে সুরক্ষিত থাকার রয়েছে একাধিক উপায়। 

  • অচেনা নম্বরকে ভয়েসমেইলে ফেলে দিন। যদি আপনি নম্বরটির মালিকের কাছে গুরুত্বপূর্ণ হন, তারা একটি মেসেজ দিয়ে রাখবে। সে মেসেজের সূত্র ধরে পরবর্তী সময়ে আপনি তাদের কল করতে পারবেন। 
  •  প্রিয়জন বা সহকর্মীর কাছ থেকে অসময়ে কোনো কল পেলে সতর্ক থাকবেন। কারণ, প্রতারকেরা বিশ্বাসযোগ্যতা বজায় রাখতে সাধারণত অপ্রত্যাশিত সময়েই কল করে থাকে।
  • এআই ভয়েস ক্লোনিং প্রযুক্তি অনেক দূর এগোলেও সম্পূর্ণ নিখুঁত নয়। তাই কলটি সন্দেহজনক মনে হলে মনোযোগ দিয়ে শুনুন যে বক্তা কথায় রোবোটিক শব্দ প্রয়োগ করছে কি না অথবা অদ্ভুত উচ্চারণে কথা বলছে কি না। 
  • পরিচিত কারও কলের উত্তর দেওয়ার সময় কোনো বিষয়ে সন্দেহ হলে কলকারীকে এমন প্রশ্ন জিজ্ঞাসা করুন, যেগুলোর উত্তর শুধু প্রকৃত ব্যক্তিই জানেন। 
  • শুধু ফোনে কথা শুনে কাউকে ব্যক্তিগত তথ্য বা ব্যাংক অ্যাকাউন্ট ডিটেইলস দেবেন না। কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠান কখনোই ফোনে এ ধরনের তথ্য চাইবে না।
  • স্ক্যামাররা অনলাইনে পাওয়া তথ্য ব্যবহার করে। তাই সোশ্যাল মিডিয়া এবং অন্যান্য অনলাইন প্ল্যাটফর্মে শেয়ার করা তথ্য সম্পর্কে সতর্ক থাকুন।
  • কলার যদি অবিলম্বে সিদ্ধান্ত নেওয়ার জন্য চাপ দিতে থাকে, তাহলে সতর্ক হয়ে যান এবং ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন। 
  • প্লে স্টোরে অনেক কল ব্লকিং অ্যাপ আছে; যেগুলো স্ক্যামারসহ অবাঞ্ছিত কল ব্লক করতে সাহায্য করে। আপনি চাইলে এ ধরনের অ্যাপ ব্যবহার করতে পারেন। 
  • যদি মনে হয়, আপনি এআই ভয়েস ক্লোনিং জালিয়াতির শিকার, তাহলে অবিলম্বে পুলিশে রিপোর্ট করুন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পাচার করা ৭৮১ কোটি টাকা ফেরত দিতে চেয়েও জামিন পেলেন না নাসার চেয়ারম্যান নজরুল

জীবন বিলিয়ে দিয়ে উত্তরার মাইলস্টোনের শিক্ষার্থীদের বাঁচালেন, কে এই মাহরীন চৌধুরী

পাইলটের শেষ বার্তা: বিমান ভাসছে না, নিচে পড়ছে

মাইলস্টোনের শিক্ষার্থীরাই ছিল ৩৭ বছরের মাসুকার ‘সংসার’, যুদ্ধবিমান তছনছ করে দিল

চোখের জলে পাইলট তৌকিরের বিদায়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত