Ajker Patrika

হোয়াটসঅ্যাপে ফোন নম্বর ব্লক করতে হলে

প্রযুক্তি ডেস্ক
হোয়াটসঅ্যাপে ফোন নম্বর ব্লক করতে হলে

ব্যক্তিগত বা কাজের প্রয়োজনে নিয়মিত ব্যবহার করা হয় হোয়াটসঅ্যাপ। প্রায়ই অপরিচিত নম্বর থেকে কল বা বিভিন্ন বার্তা বিব্রতকর পরিস্থিতি সৃষ্টি করে। হোয়াটসঅ্যাপে পরিচিত বা অপরিচিত যেকোনো নম্বর ব্লক করে অবাঞ্ছিত বার্তা ও কল ঠেকানো সম্ভব।

অবাঞ্ছিত নম্বর থেকে আসা বার্তা পড়ার সময় সরাসরি ফোন নম্বরটি ব্লক করা যায়। এ জন্য বার্তা পড়ার সময় ডান পাশের ওপরে থাকা ডটে ক্লিক করে মোর অপশন থেকে ব্লক নির্বাচন করলেই নম্বরটি ব্লক হয়ে যাবে।

আপনি যদি আইফোন ব্যবহারকারী হয়ে থাকেন, তবে নির্দিষ্ট নম্বর ব্লক করার জন্য হোয়াটসঅ্যাপ চালু করে নিচে থাকা সেটিংস অপশন ট্যাপ করতে হবে। এবার অ্যাকাউন্ট থেকে প্রাইভেসি নির্বাচন করে ব্লকড অপশনে ক্লিক করতে হবে। এরপর অ্যাড নিউ অপশন ট্যাপ করে যে মোবাইল ফোন নম্বর ব্লক করতে চান, সেটি সার্চের পর নির্বাচন করে দিলেই নম্বরটি থেকে আর কোনো কল বা 
বার্তা আসবে না। 

অ্যান্ড্রয়েড অপারেটিং মোবাইল ফোন ব্যবহারকারী নির্দিষ্ট ফোন নম্বর ব্লক করার জন্য হোয়াটসঅ্যাপের ওপরের ডান দিকে থাকা ডট মেনুতে ক্লিক করে সেটিংসে প্রবেশ করুন। তারপর অ্যাকাউন্ট সেটিংস থেকে প্রাইভেসি অপশন নির্বাচন করে ব্লকড কনট্রাক্টসে ক্লিক করুন। এরপর অ্যাড অপশন ট্যাপ করে যে নম্বর ব্লক করতে চান, সেটি সার্চ করে নির্বাচন করে দিলেই নম্বরটি ব্লক হয়ে যাবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত