Ajker Patrika

দারাজ মল ফেস্টিভ্যালে ভিশনের ইলেকট্রনিকস পণ্যে বিশেষ ছাড়

প্রযুক্তি ডেস্ক
দারাজ মল ফেস্টিভ্যালে ভিশনের ইলেকট্রনিকস পণ্যে বিশেষ ছাড়

বাংলাদেশে আলীবাবা গ্রুপের ই–কমার্স প্রতিষ্ঠান 'দারাজ'এ শুরু হয়েছে 'দারাজ মল ফেস্টিভ্যাল'। এই আয়োজনে ক্রেতারা ভিশন ইলেকট্রনিকসের পণ্য কিনতে পারবেন বিশেষ ছাড়ে। ভিশন ইলেকট্রনিকসের বিভিন্ন পণ্যের ক্ষেত্রে এই ফেস্টিভ্যালে ক্রেতারা পাচ্ছেন শতকরা ২৫ ভাগ পর্যন্ত ছাড়। সঙ্গে থাকছে শতকরা ০ ভাগ ইএমআই সুবিধা। এই ফেস্টিভ্যাল চলবে ১৪ আগস্ট, ২০২১ পর্যন্ত। 

দারাজের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আমাদের লক্ষ্য ক্রেতাদের ডিজিটাল পণ্য চাহিদার প্রধান সঙ্গী হওয়া। তাই ডিজিটাল বা ইলেকট্রনিকস সংশ্লিষ্ট সকল পণ্যই আমরা ক্রেতাদের দোরগোড়ায় পৌঁছে দিতে চাই। এ জন্য প্রতিনিয়তই আন্তর্জাতিক ও স্থানীয় সকল ব্র্যান্ডের সঙ্গেই আমরা আমাদের অংশীদারত্ব বিস্তৃত করছি। এরই অংশ হিসেবে আমরা ভিশন ব্র্যান্ডকে সঙ্গে নিয়ে গ্রাহক সেবা দেওয়ার উদ্যোগ নিয়েছি। 

ভিশন ইলেকট্রনিকসের পক্ষ থেকে বলা হয়, ভিশনের ৪কে অ্যান্ড্রয়েড টিভিসহ অসাধারণ সব ইলেকট্রনিকস পণ্য গ্রাহকদের কাছে সহজে পৌঁছে দেবে দারাজ। দারাজ বাংলাদেশের ই–কমার্স সাইট থেকে ক্রয় করলে ক্রেতারা পাচ্ছেন নানারকম ছাড় এবং উপহার। মানুষের দৈনন্দিন জীবনকে সহজ করার জন্য ভিশন ব্র্যান্ড নানারকম ইলেকট্রনিকস পণ্য নিয়ে উপস্থিত হয়েছে। ভিশনের এসি, স্মার্ট টিভি, ওভেন, রেফ্রিজারেটরসহ নানারকম হোম অ্যাপ্লায়েন্স পণ্য রয়েছে। 

প্রসঙ্গত, দারাজ ২০১২ সালে প্রতিষ্ঠিত একটি ই–কমার্স প্ল্যাটফর্ম। দক্ষিণ এশিয়া এবং দক্ষিণ-পূর্ব এশিয়ায় দারাজ তাদের কার্যক্রম পরিচালনা করছে। বাংলাদেশে ২০১৪ সালে দারাজ কার্যক্রম শুরু করে। ২০১৮ সালে চীনা প্রতিষ্ঠান আলীবাবা গ্রুপ দারাজকে অধিগ্রহণ করে। অপরদিকে ভিশন হচ্ছে প্রাণ–আরএফএল গ্রুপের একটি প্রতিষ্ঠান। 

বিষয়:

দারাজ
Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত