অনেক সময় গুগল ড্রাইভে অপ্রয়োজনীয় ছবি ও ডকুমেন্টে ডিলিট করতে গিয়ে ভুলবশত গুরুত্বপূর্ণ ফাইল ডিলিট হয়ে যায়। ফলে বিড়ম্বনায় পড়তে হয় অনেককেই। তবে গুগল ড্রাইভ থেকে খুব সহজেই ডিলিট হওয়া ছবি, ভিডিও বা ফাইল পুনরুদ্ধার করা যায়। এজন্য মাত্র কয়েক মিনিট ব্যয় করতে হয়।
কম্পিউটার ও স্মার্টফোন থেকে গুগল ড্রাইভের ডিলিট হওয়া ফাইল উদ্ধার করা যায়।
কম্পিউটার থেকে ডিলিট হওয়া ফাইল উদ্ধার করবেন যেভাবে
১. পছন্দের ব্রাউজার থেকে গুগল ড্রাইভ ওয়েবসাইটে যান।
২. নিজের অ্যাকাউন্টে সাইন ইন করুন।
৩. বাম দিকের মেনু থেকে ‘ট্র্যাশ’ অপশন নির্বাচন করুন।
৪. যে ফাইল ড্রাইভে ফিরিয়ে আসতে চান তা ট্র্যাশে থাকা ফাইলগুলো থেকে খুঁজে বের করুন। নির্দিষ্ট ফাইল খুঁজতে ওপরের সার্চ বারে টাইপ করতে পারেন।
৫. কাঙ্ক্ষিত ফাইল বা ফোল্ডারের ওপর রাইট ক্লিক করুন।
৬. এখন ‘রিস্টোর’ অপশনটিতে ক্লিক করুন। এতে ফাইলটি ড্রাইভের আগের জায়গায় ফিরে যাবে।
স্থায়ীভাবে ফাইল মুছে ফেলতে চাইলে ফাইলের ওপর রাইট ক্লিক করে ‘ডিলিট ফরএভার’ অপশন নির্বাচন করুন। আর সম্পূর্ণ ট্র্যাশ ফোল্ডার ফাঁকা করতে ‘এম্পটি ট্র্যাশ’ বাটনে ক্লিক করুন।
স্মার্টফোন থেকে মুছে ফেলা ফাইল পুনরুদ্ধার করবেন যেভাবে
১. অ্যান্ড্রয়েড বা আইওএস ডিভাইস থেকে গুগল ড্রাইভ অ্যাপ খুলুন।
২. ওপরের বাম কোনায় থাকা মেনু আইকনে (তিনটি অনুভূমিক লাইন) ট্যাপ করুন।
৩. তারপর ‘ট্র্যাশ’ বা ‘বিন’ অপশনে নির্বাচন করুন।
৪. যে ফাইল ড্রাইভে ফিরিয়ে আসতে চান তা ট্র্যাশে থাকা ফাইলগুলো থেকে খুঁজে বের করুন। নির্দিষ্ট ফাইল খুঁজতে ওপরের সার্চ বারে টাইপ করতে পারেন।
৫. কাঙ্ক্ষিত ফাইল বা ফোল্ডারের ওপর রাইট ক্লিক করুন।
৬. এখন ‘মোর অপশনস’ (তিনটি ডট) বাটনে ট্যাপ করুন।
৭. এরপর ‘রিস্টোর’ অপশনটি নির্বাচন করুন। কাঙ্ক্ষিত ফাইল বা ফোল্ডারের ওপর রাইট ক্লিক করুন।
অ্যাপ থেকেও সব ফাইল একেবারে মুছে ফেলা যায়।
গুগল ড্রাইভে ডিলিট হওয়া ফাইল সম্পর্কে আরও কিছু তথ্য
ট্র্যাশে ফাইলের মেয়াদ: ট্র্যাশে থাকা ফাইলগুলো ৩০ দিন পর স্থায়ীভাবে মুছে যায়, তাই সময়মতো পুনরুদ্ধার করতে হয়।
শেয়ারকৃত ফাইল: যদি ফাইলটি আপনার সঙ্গে কেউ শেয়ার করা থাকে এবং তা আপনি মুছে ফেলেন, তবে ফাইলটি স্থায়ীভাবে মুছে গেলে অপরজনকে আবার শেয়ার করতে বলুন।
এসব পদ্ধতি অনুসরণ করে সহজেই গুগল ড্রাইভ থেকে মুছে ফেলা ফাইল ফিরে পেতে পারবেন।
অনেক সময় গুগল ড্রাইভে অপ্রয়োজনীয় ছবি ও ডকুমেন্টে ডিলিট করতে গিয়ে ভুলবশত গুরুত্বপূর্ণ ফাইল ডিলিট হয়ে যায়। ফলে বিড়ম্বনায় পড়তে হয় অনেককেই। তবে গুগল ড্রাইভ থেকে খুব সহজেই ডিলিট হওয়া ছবি, ভিডিও বা ফাইল পুনরুদ্ধার করা যায়। এজন্য মাত্র কয়েক মিনিট ব্যয় করতে হয়।
কম্পিউটার ও স্মার্টফোন থেকে গুগল ড্রাইভের ডিলিট হওয়া ফাইল উদ্ধার করা যায়।
কম্পিউটার থেকে ডিলিট হওয়া ফাইল উদ্ধার করবেন যেভাবে
১. পছন্দের ব্রাউজার থেকে গুগল ড্রাইভ ওয়েবসাইটে যান।
২. নিজের অ্যাকাউন্টে সাইন ইন করুন।
৩. বাম দিকের মেনু থেকে ‘ট্র্যাশ’ অপশন নির্বাচন করুন।
৪. যে ফাইল ড্রাইভে ফিরিয়ে আসতে চান তা ট্র্যাশে থাকা ফাইলগুলো থেকে খুঁজে বের করুন। নির্দিষ্ট ফাইল খুঁজতে ওপরের সার্চ বারে টাইপ করতে পারেন।
৫. কাঙ্ক্ষিত ফাইল বা ফোল্ডারের ওপর রাইট ক্লিক করুন।
৬. এখন ‘রিস্টোর’ অপশনটিতে ক্লিক করুন। এতে ফাইলটি ড্রাইভের আগের জায়গায় ফিরে যাবে।
স্থায়ীভাবে ফাইল মুছে ফেলতে চাইলে ফাইলের ওপর রাইট ক্লিক করে ‘ডিলিট ফরএভার’ অপশন নির্বাচন করুন। আর সম্পূর্ণ ট্র্যাশ ফোল্ডার ফাঁকা করতে ‘এম্পটি ট্র্যাশ’ বাটনে ক্লিক করুন।
স্মার্টফোন থেকে মুছে ফেলা ফাইল পুনরুদ্ধার করবেন যেভাবে
১. অ্যান্ড্রয়েড বা আইওএস ডিভাইস থেকে গুগল ড্রাইভ অ্যাপ খুলুন।
২. ওপরের বাম কোনায় থাকা মেনু আইকনে (তিনটি অনুভূমিক লাইন) ট্যাপ করুন।
৩. তারপর ‘ট্র্যাশ’ বা ‘বিন’ অপশনে নির্বাচন করুন।
৪. যে ফাইল ড্রাইভে ফিরিয়ে আসতে চান তা ট্র্যাশে থাকা ফাইলগুলো থেকে খুঁজে বের করুন। নির্দিষ্ট ফাইল খুঁজতে ওপরের সার্চ বারে টাইপ করতে পারেন।
৫. কাঙ্ক্ষিত ফাইল বা ফোল্ডারের ওপর রাইট ক্লিক করুন।
৬. এখন ‘মোর অপশনস’ (তিনটি ডট) বাটনে ট্যাপ করুন।
৭. এরপর ‘রিস্টোর’ অপশনটি নির্বাচন করুন। কাঙ্ক্ষিত ফাইল বা ফোল্ডারের ওপর রাইট ক্লিক করুন।
অ্যাপ থেকেও সব ফাইল একেবারে মুছে ফেলা যায়।
গুগল ড্রাইভে ডিলিট হওয়া ফাইল সম্পর্কে আরও কিছু তথ্য
ট্র্যাশে ফাইলের মেয়াদ: ট্র্যাশে থাকা ফাইলগুলো ৩০ দিন পর স্থায়ীভাবে মুছে যায়, তাই সময়মতো পুনরুদ্ধার করতে হয়।
শেয়ারকৃত ফাইল: যদি ফাইলটি আপনার সঙ্গে কেউ শেয়ার করা থাকে এবং তা আপনি মুছে ফেলেন, তবে ফাইলটি স্থায়ীভাবে মুছে গেলে অপরজনকে আবার শেয়ার করতে বলুন।
এসব পদ্ধতি অনুসরণ করে সহজেই গুগল ড্রাইভ থেকে মুছে ফেলা ফাইল ফিরে পেতে পারবেন।
আগামী কয়েক দিনের মধ্যেই আইফোন প্রেমীদের হাতে পৌঁছাবে অ্যাপলের নতুন ফোন আইফোন এয়ার। গতকাল রাতে আইফোন ১৭ এবং আইফোন ১৭ প্রো’র সঙ্গে একসঙ্গে উন্মোচিত হয়েছে ফোনটি। এটি অ্যাপলের তৈরি এখন পর্যন্ত সবচেয়ে পাতলা আইফোন। দেখতে অপূর্ব, এক কথায় মন কাড়া। তবে শুধুই সৌন্দর্য নয়, আইফোন এয়ার নিয়ে বিতর্কও চলবে জোরেশোরে
৪৪ মিনিট আগেযুক্তরাষ্ট্রভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠান মাইক্রোসফট তাদের জনপ্রিয় অফিস ৩৬৫ অ্যাপগুলোতে (যেমন ওয়ার্ড, এক্সেল, আউটলুক ও পাওয়ার পয়েন্ট) এআই চালিত নতুন ফিচার আনতে ওপেনএআই-এর পাশাপাশি এবার প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠান অ্যানথ্রপিক-এর এআই প্রযুক্তি ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে।
২ ঘণ্টা আগেবিশ্বখ্যাত চিপ ডিজাইন প্রতিষ্ঠান আর্ম হোল্ডিংস গতকাল মঙ্গলবার তাদের পরবর্তী প্রজন্মের মোবাইল চিপ ডিজাইনের সিরিজ উন্মোচন করেছে। ‘লুমেক্স’ নামের এই নতুন ডিজাইন সেট কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিকে সামনে রেখেই তৈরি, যা স্মার্টফোন ও স্মার্টওয়াচের মতো মোবাইল ডিভাইসে ইন্টারনেট ছাড়াই কাজ করতে পারবে।
৪ ঘণ্টা আগেঅ্যাপলপ্রেমীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটেছে মঙ্গলবার রাতে। নানা জল্পনা-কল্পনা ও গুঞ্জনের অবসান ঘটিয়ে অ্যাপল আনুষ্ঠানিকভাবে উন্মোচন করেছে তাদের বহুল আলোচিত, নতুন প্রজন্মের ও এখন পর্যন্ত সবচেয়ে পাতলা স্মার্টফোন—আইফোন ১৭ এয়ার। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) ক্যালিফোর্নিয়ার কুপারটিনোতে অ্যাপলের সদর দপ্তরে
৪ ঘণ্টা আগে