Ajker Patrika

চ্যাটজিপিটির সুবিধা যুক্ত করা যাবে যেকোনো অ্যাপে 

প্রযুক্তি ডেস্ক
চ্যাটজিপিটির সুবিধা যুক্ত করা যাবে যেকোনো অ্যাপে 

গুগলে কোনো কিছু সার্চ করলে ব্যবহারকারীকে সেই সার্চ সম্পর্কিত অনেকগুলো ওয়েবসাইট দেখানো হয়। তবে চ্যাটজিপিটি সম্পূর্ণ ভিন্ন উপায়ে কাজ করে। এই চ্যাটবটে কোনো প্রশ্ন লিখলে, চ্যাটজিপিটি সেই প্রশ্নের উত্তর সরাসরি দেখায়। ফলে এরই মধ্যে চ্যাটজিপিটির সাহায্যে লেখার প্রবণতা বেড়েছে। এরই মধ্যে চ্যাটজিপিটির কৃত্রিম বুদ্ধিমত্তাচালিত প্রযুক্তি ব্যবহার শুরু করেছে মাইক্রোসফট, স্ন্যাপচ্যাটসহ বিভিন্ন প্রতিষ্ঠান। এবার চ্যাটজিপিটির প্রযুক্তি সহজলভ্য করতে নতুন এপিআই (অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস) উন্মুক্ত করেছে ওপেনএআই। ফলে যেকোনো প্রতিষ্ঠান বা অ্যাপ নির্মাতা নিজেদের অ্যাপে সহজেই চ্যাটজিপিটির প্রযুক্তি যুক্ত করতে পারবে।

প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট টেকক্রাঞ্চের প্রতিবেদন অনুযায়ী, ওপেনএআই জানিয়েছে, আগের চেয়ে ১০ গুন কম খরচে নতুন এপিআই ব্যবহার করতে পারবেন নির্মাতা বা প্রতিষ্ঠানগুলো। ফলে, যেকোনো প্রতিষ্ঠান বা নির্মাতা স্বল্প অর্থের বিনিময়েই চ্যাটজিপিটির  প্রযুক্তির মাধ্যমে নিজেদের অ্যাপে বিভিন্ন সুবিধা যুক্ত করতে পারবে।

ওপেনএআই’র সভাপতি ও চেয়ারম্যান গ্রেগ ব্রকম্যানের বলেন, ‘এপিআইগুলোকে একটি নির্দিষ্ট পর্যায়ে নিয়ে যেতে আমাদের বেশ সময় লেগেছে। আমি মনে করি এটি চ্যাটজিপিটির প্রযুক্তির চাহিদা মেটাতে পারবে।’

সম্প্রতি, ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্ম স্ন্যাপচ্যাটে কৃত্রিম বুদ্ধিমত্তা চ্যাটবট যুক্ত করার ঘোষণা দেয় স্ন্যাপচ্যাট কর্তৃপক্ষ। এই চ্যাটবট ওপেনএআইয়ের চ্যাটজিপিটি প্রযুক্তির মাধ্যমে চলবে। চ্যাটবটটির নাম দেওয়া হয়েছে ‘মাই এআই’। চ্যাটবটটিতে জিপিটি প্রযুক্তির সর্বশেষ সংস্করণ- জিপিটি ৩ ব্যবহার করা হবে। তবে চ্যাটবটটি স্ন্যাপচ্যাটের জন্য আলাদাভাবে কাস্টোমাইজ করা থাকবে। আপাতত ব্যবহারকারীদের জন্য পরীক্ষামূলকভাবে এই চ্যাটবট সুবিধা চালুর করছে স্ন্যাপচ্যাট। 

প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ম্যাশেবলের প্রতিবেদন অনুযায়ী, গত সোমবার (২৭ ফেব্রুয়ারি) এক ব্লগ পোস্টে স্ন্যাপ ইনকরপোরেশন পরীক্ষামূলকভাবে নিজেদের কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চ্যাটবট চালুর ঘোষণা দেয়। আপাতত ‘স্ন্যাপচ্যাট প্লাস’ সাবস্ক্রাইবাররা পরীক্ষামূলকভাবে এই চ্যাটবট ব্যবহারের সুবিধা পাচ্ছেন। স্ন্যাপচ্যাট প্লাস সাবস্ক্রাইবার হতে ব্যবহারকারীকে গুনতে হবে মাসে ৩ ডলার ৯৯ সেন্ট। 

ভবিষ্যতে অ্যাপের জন্য চ্যাটবটটির উন্নয়নে ব্যবহারকারীদের প্রতিক্রিয়া জানাতে অনুরোধ করেছে স্ন্যাপচ্যাট কর্তৃপক্ষ। এ ছাড়া, চ্যাটবটের ভুলের ব্যাপারে স্ন্যাপ স্পষ্ট করে বলেছে, “প্রাথমিক পর্যায়ে ‘মাই এআই’ ভুল করতে পারে।” 

এর আগে, নিজস্ব মাইক্রোসফট অ্যাকাউন্টের মাধ্যমে ‘এজ’ ও ‘বিং’ সার্চ ইঞ্জিনের অ্যান্ড্রয়েড ও আইওএস সংস্করণের মোবাইল অ্যাপে চ্যাটবট ব্যবহারের সুবিধা আনে মাইক্রোসফট। এ ছাড়া, ভিডিও কলিং অ্যাপ স্কাইপেও চ্যাটবটের সুবিধা আনা হয়েছে। 

প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট এনগ্যাজেটের প্রতিবেদন অনুযায়ী, মোবাইল অ্যাপের নিচের অংশে থাকা ‘বিং’ বাটনে চাপ দিলে এখন থেকে চ্যাট করতে পারবেন ব্যবহারকারীরা। এজ মোবাইল অ্যাপের বেলায় ব্যবহারকারী হোমপেজ থেকেই চ্যাটবট চালু করতে পারবেন। ভিডিও কলিং অ্যাপ স্কাইপেও চ্যাটবটটি ব্যবহারের সুযোগ পাবেন ব্যবহারকারীরা। 

তবে চ্যাটবটে অপ্রয়োজনীয় সার্চ বেশি হওয়ায় চ্যাটবটে দৈনিক একজনের জন্য প্রশ্ন সংখ্যা বেঁধে দিয়েছে মাইক্রোসফট। ফলে, একসঙ্গে ৫টির বেশি প্রশ্ন করা যাবে না বিং-এর চ্যাটবটকে। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট সি-নেটের প্রতিবেদন অনুযায়ী, একজন ব্যবহারকারী একসঙ্গে সর্বোচ্চ ৫টি এবং দিনে সব মিলিয়ে সর্বোচ্চ মোট ৫০টি প্রশ্ন করতে পারবেন চ্যাটবটটিকে। দীর্ঘ চ্যাটিংয়ের কারণে নানা ধরনের অপ্রাসঙ্গিক প্রশ্নের উত্তর দিতে হচ্ছে চ্যাটবটটিকে। এতে অনেক সময় বিভ্রান্তিকর উত্তর দিচ্ছে এটি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত