অ্যান্ড্রয়েড ও আইওএস ডিভাইসের জন্য নতুন নেভিগেশন বার নিয়ে এল গুগল চ্যাট। এতে চারটি নতুন ট্যাব যুক্ত করা হয়েছে। এগুলো গুগল চ্যাটের ওয়েব ভার্সনের সঙ্গে সংগতিপূর্ণ।
গুগল চ্যাটের নতুন নেভিগেশন বারের চারটি ট্যাব হলো হোম, ডাইরেক্ট মেসেজ, স্পেস ও মেনশনস। এর আগে শুধু চ্যাট ও স্পেস দুটি ট্যাব ছিল।
হোম ট্যাব: এই ট্যাবে সব ধরনের মেসেজ একত্রে দেখা যাবে। ফিল্টারের মাধ্যমে আন রিড মেসেজগুলো চিহ্নিত করা যাবে।
ডাইরেক্ট মেসেজ: গ্রুপ মেসেজসহ সাধারণ মেসেজগুলোর তালিকা এতে দেখা যাবে। পিন করা মেসেজগুলো তালিকার শীর্ষে দেখা যাবে।
স্পেস: ব্যবহারকারীরা যেসব স্পেসের সঙ্গে যুক্ত, তার তালিকা দেখতে পারবে। গুগল চ্যাটের স্পেস অপশনটি হলো একধরনের কমিউনিটি গ্রুপ, যেখানে সবাই ফাইল, লিংক ইত্যাদি শেয়ার করে।
মেনশনস: যেসব চ্যাট বা স্পেসে ব্যবহারকারীকে মেনশন করা হয়েছে, তা এই ট্যাব থেকে দেখা যাবে।
গুগল স্মার্টফোনের জিমেইল অ্যাপে গত বৃহস্পতিবার নতুন আপডেট এনেছে গুগল। এখন ইমেইল ও মিটের চ্যাটের জন্য একটি ট্যাব থাকবে। এর আগে অ্যাপটিতে দুটি ট্যাব ছিল।
নতুন চারটি ট্যাব নিচের বারের ওপরে ভাসমান বা ফ্লোটিং অবস্থায় থাকবে।
এই আপডেট সকল গুগল ওয়ার্ক স্পেস গ্রাহকদের ব্যক্তিগত অ্যাকাউন্টে ব্যবহারের জন্য এই সপ্তাহে ছাড়া হবে।
চ্যাটের নেভিগেশন বারের এই ফ্লোটিং ফিচার আপডেট গুগল মেসেজের মতো হবে।
সম্প্রতি ডকুমেন্টকে ভার্চুয়ালি আরও ভালোভাবে গুছিয়ে রাখতে ড্রাইভে স্ক্যানিং ফিচারে নতুন দুই আপডেট এনেছে টেক জায়ান্ট গুগল। নতুন এ দুটি সুবিধার মাধ্যমে ট্রেনের টিকিট, বিভিন্ন রসিদসহ বিভিন্ন ডকুমেন্ট স্ক্যান করে গুগল ড্রাইভে আপলোড করা আরও সহজ হবে। গুগল স্ক্যানারের সঙ্গে ‘ইমেজ ভিউফাইন্ডার’ ফিচার ও ‘অটো ক্যাপচার’ ক্যামেরা মোড যুক্ত করেছে গুগল। ছবির বিষয়বস্তু ক্যামেরার ফ্রেমের মধ্যে আনলেই অটো ক্যাপচার সঙ্গে সঙ্গেই সেটির ছবি তুলে ফেলবে। তাই তাড়াহুড়ার মধ্যেও গুগল ড্রাইভ ব্যবহার করা আরও সহজ হবে। শেয়ার, এডিট বা সর্বশেষ ব্যবহার করা ফাইলগুলো ড্রাইভের প্রথম দিকে দেখা যাবে। এই আপডেটের মাধ্যমে নোটিফিকেশন মেনু পরিবর্তন করে ‘অ্যাকটিভিটি মেনু’ নিয়ে আসা হয়েছে। এর ফলে সব কটি ফাইল একই জায়গায় থাকবে।
তথ্যসূত্র: নাইনটুভাইভগুগল
অ্যান্ড্রয়েড ও আইওএস ডিভাইসের জন্য নতুন নেভিগেশন বার নিয়ে এল গুগল চ্যাট। এতে চারটি নতুন ট্যাব যুক্ত করা হয়েছে। এগুলো গুগল চ্যাটের ওয়েব ভার্সনের সঙ্গে সংগতিপূর্ণ।
গুগল চ্যাটের নতুন নেভিগেশন বারের চারটি ট্যাব হলো হোম, ডাইরেক্ট মেসেজ, স্পেস ও মেনশনস। এর আগে শুধু চ্যাট ও স্পেস দুটি ট্যাব ছিল।
হোম ট্যাব: এই ট্যাবে সব ধরনের মেসেজ একত্রে দেখা যাবে। ফিল্টারের মাধ্যমে আন রিড মেসেজগুলো চিহ্নিত করা যাবে।
ডাইরেক্ট মেসেজ: গ্রুপ মেসেজসহ সাধারণ মেসেজগুলোর তালিকা এতে দেখা যাবে। পিন করা মেসেজগুলো তালিকার শীর্ষে দেখা যাবে।
স্পেস: ব্যবহারকারীরা যেসব স্পেসের সঙ্গে যুক্ত, তার তালিকা দেখতে পারবে। গুগল চ্যাটের স্পেস অপশনটি হলো একধরনের কমিউনিটি গ্রুপ, যেখানে সবাই ফাইল, লিংক ইত্যাদি শেয়ার করে।
মেনশনস: যেসব চ্যাট বা স্পেসে ব্যবহারকারীকে মেনশন করা হয়েছে, তা এই ট্যাব থেকে দেখা যাবে।
গুগল স্মার্টফোনের জিমেইল অ্যাপে গত বৃহস্পতিবার নতুন আপডেট এনেছে গুগল। এখন ইমেইল ও মিটের চ্যাটের জন্য একটি ট্যাব থাকবে। এর আগে অ্যাপটিতে দুটি ট্যাব ছিল।
নতুন চারটি ট্যাব নিচের বারের ওপরে ভাসমান বা ফ্লোটিং অবস্থায় থাকবে।
এই আপডেট সকল গুগল ওয়ার্ক স্পেস গ্রাহকদের ব্যক্তিগত অ্যাকাউন্টে ব্যবহারের জন্য এই সপ্তাহে ছাড়া হবে।
চ্যাটের নেভিগেশন বারের এই ফ্লোটিং ফিচার আপডেট গুগল মেসেজের মতো হবে।
সম্প্রতি ডকুমেন্টকে ভার্চুয়ালি আরও ভালোভাবে গুছিয়ে রাখতে ড্রাইভে স্ক্যানিং ফিচারে নতুন দুই আপডেট এনেছে টেক জায়ান্ট গুগল। নতুন এ দুটি সুবিধার মাধ্যমে ট্রেনের টিকিট, বিভিন্ন রসিদসহ বিভিন্ন ডকুমেন্ট স্ক্যান করে গুগল ড্রাইভে আপলোড করা আরও সহজ হবে। গুগল স্ক্যানারের সঙ্গে ‘ইমেজ ভিউফাইন্ডার’ ফিচার ও ‘অটো ক্যাপচার’ ক্যামেরা মোড যুক্ত করেছে গুগল। ছবির বিষয়বস্তু ক্যামেরার ফ্রেমের মধ্যে আনলেই অটো ক্যাপচার সঙ্গে সঙ্গেই সেটির ছবি তুলে ফেলবে। তাই তাড়াহুড়ার মধ্যেও গুগল ড্রাইভ ব্যবহার করা আরও সহজ হবে। শেয়ার, এডিট বা সর্বশেষ ব্যবহার করা ফাইলগুলো ড্রাইভের প্রথম দিকে দেখা যাবে। এই আপডেটের মাধ্যমে নোটিফিকেশন মেনু পরিবর্তন করে ‘অ্যাকটিভিটি মেনু’ নিয়ে আসা হয়েছে। এর ফলে সব কটি ফাইল একই জায়গায় থাকবে।
তথ্যসূত্র: নাইনটুভাইভগুগল
প্রযুক্তি খাতে নিজেদের অবস্থান আরও জোরালো করতে এবার ল্যাপটপ নিয়ে এল মটোরোলা। ভারতের বাজারের জন্য উন্মোচন করা হয়েছে তাদের প্রথম ল্যাপটপ মটো বুক ৬০। পেশাজীবী, শিক্ষার্থী ও কনটেন্ট ক্রিয়েটরদের লক্ষ্য করে তৈরি করা হয়েছে এই ডিভাইস। একই সঙ্গে মটোরোলা চালু করেছে মটো প্যাড ৬০ প্রো ট্যাবলেট।
১ ঘণ্টা আগেমিথ্যা বা বিভ্রান্তিকর তথ্য রুখতে ‘ফুটনোটস’ নামের নতুন ফিচার নিয়ে এসেছে টিকটক। ফিচারটি পরীক্ষামূলকভাবে চালু হয়েছে যুক্তরাষ্ট্রে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সের (সাবেক টুইটার) ‘কমিউনিটি নোটস’-এর মতোই কাজ করবে ফিচারটি।
৩ ঘণ্টা আগেদৃষ্টিপ্রতিবন্ধী ও স্বল্পদৃষ্টিসম্পন্ন ব্যক্তিদের জন্য নিরাপদে চলাফেরার পথ সহজ করতে এক নতুন ধরনের পরিধানযোগ্য ডিভাইস তৈরি করেছেন চীনের বিজ্ঞানীরা। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিনির্ভর ডিভাইসটি ব্যবহারকারীদের চারপাশের প্রতিবন্ধকতা শনাক্ত করে এবং চলার জন্য নিরাপদ পথের নির্দেশনা দেয়।
৫ ঘণ্টা আগেসরকার ইতিমধ্যে সাবমেরিন কেবল ব্যান্ডউইথের মূল্য ১০ শতাংশ কমিয়ে এনেছে। ফাইবারের জটিলতা নিরসন করা হয়েছে। এর মধ্যে ৫০০ টাকায় ৫ এমবিপিএসের বদলে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট সেবা দেওয়ার ঘোষণা দিয়েছে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি)।
৫ ঘণ্টা আগে