Ajker Patrika

গুগল ক্লাউড, স্ন্যাপ, স্পটিফাইসহ বেশ কয়েকটি সাইট ডাউন

গুগল ক্লাউড, স্ন্যাপ, স্পটিফাইসহ বেশ কয়েকটি সাইট ডাউন

গুগল ক্লাউড, অ্যামাজন, স্ন্যাপচ্যাট এবং স্পটিফাইসহ বেশ কয়ে কয়েকটি সামাজিক যোগাযোগ মাধ্যম এবং ইন্টারনেট সেবাপ্রদানকারী প্রতিষ্ঠানের ওয়েবসাইট ডাউন হয়ে পড়েছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এমনটি বলা হয়েছে। 

স্পটিফাই বলছে, প্রায় ৫০ হাজার ব্যবহারকারী অভিযোগ জানিয়েছেন যে তারা অ্যাপটি ব্যবহার করতে পারছে না। কোম্পানিটির পক্ষ থেকে বলা হয়েছে, কিছু সমস্যা সম্পর্কে তারা অবগত রয়েছে এবং সেগুলো পরীক্ষা করা হচ্ছে। 

স্ন্যাপচ্যাটের পক্ষ থেকে একটি টুইট বার্তায় বলা হয়, অনেক স্ন্যাপচ্যাটার অ্যাপ ব্যবহার করতে সমস্যায় পড়ছেন। অপেক্ষা করুন, আমরা একটি সমাধানের জন্য কাজ করছি। 

 গত মাসে পুরো বিশ্বজুড়ে ছয় ঘণ্টার জন্য ফেসবুক সাইট ডাউন ছিল। ফেসবুকের পক্ষ থেকে বলা হয়, কোম্পানির রাউটারগুলোতে একটি ত্রুটিপূর্ণ কনফিগারেশন পরিবর্তনের পরে তাদের সাইট ডাউন হয়ে যায়। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত