চলতি মাসে অ্যাপল একটি নতুন পণ্য নিয়ে আসবে এমন গুঞ্জন বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল। অবশেষে এ বিষয়ে মুখ খুললেন কোম্পানিটির সিইও টিম কুক। তিনি নিশ্চিত করেছেন যে, আগামী ১৯ ফেব্রুয়ারি বুধবার একটি নতুন ডিভাইস উন্মোচন করতে যাচ্ছে অ্যাপল। আর কোম্পানিটির পরিবারের নতুন সদস্য হতে পারে সাশ্রয়ী সংস্করণের আইফোন—এসই ৪। নিজের এক্স অ্যাকাউন্টে কুক বলেন, ‘পরিবারের নতুন সদস্যের সঙ্গে পরিচিত হওয়ার জন্য প্রস্তুত হোন। বুধবার, ১৯ ফেব্রুয়ারি।’ এই ঘোষণার পর থেকে প্রযুক্তি বিশ্বে নতুন পণ্যের বিষয়টি নিয়ে আলোচনা তুঙ্গে এবং সবার চোখ এখন অ্যাপলের দিকে। পোস্টে একটি রুপালি রঙের অ্যাপল লোগোর মোশন গ্রাফিকসও শেয়ার করেন তিনি।
আগামী ১৯ ফেব্রুয়ারি কোন ডিভাইস উন্মোচন হবে তা নিয়ে কোনো তথ্য প্রকাশ করেনি কুক। বিভিন্ন সূত্রমতে, নতুন আইফোন এসই ৪ উন্মোচন করতে পারে অ্যাপল। ২০২২ সালে উন্মোচন হয় এসই সিরিজের সর্বশেষ সংস্করণ। তাই সেদিনই উন্মোচন হতে পারে এই সিরিজের নতুন সংস্করণ। এ ছাড়া জানা গেছে, আইফোনের এসই ৩ মডেলের মজুত কমে গেছে, যা নতুন এসই ৪ মডেলের উন্মোচনের ইঙ্গিত দেয়।
এ ফোনে অ্যাপলের কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি অ্যাপল ইনটেলিজেন্স থাকতে পারে। এতে থাকতে পারে এ১৮ চিপ, যা আইফোন ১৬ এবং আইফোন ১৬ প্লাসে ব্যবহৃত হয়েছে। আইফোন এসই ৪-এর পর্দার সাইজ আগের সংস্করণের ৪ দশমিক ৭ ইঞ্চি থেকে বেড়ে ৬ দশমিক ১ ইঞ্চি হতে পারে। এ ছাড়া, ধারণা করা হচ্ছে যে এতে একটি ম্যাট ব্ল্যাক কালারও থাকবে এবং এর পেছনে একটি ক্যামেরা থাকবে।
ব্লুমবার্গের মতে, আগামী আইফোন এসইর ডিজাইন আইফোন ১৪-এর মতো হতে পারে, যার মানে এতে এটি একটি বড় স্ক্রিন থাকবে। টাচ আইডি বাদ দিয়ে ফেস আইডি থাকবে। ফোনটির দাম প্রায় ৫০০ ডলার হতে পারে, যা ২০২২ সালের তৃতীয় প্রজন্মের আইফোন এসই থেকে বেশি। আইফোন এসই ৩ মডেলের দাম ছিল ৪২৯ ডলার।
এ ছাড়া, এতে ইউএসবি সি পোর্টও থাকতে পারে। এর ফলে ইউরোপীয় ইউনিয়নে আবার আইফোন এসই মডেল বিক্রি করতে পারবে অ্যাপল।
এদিকে চলতি বছরের শুরুতে জানা যায়, আইফোন এসই ৪-এর নাম পরিবর্তন করবে অ্যাপল। সাশ্রয়ী বাজেটের নতুন ফোনটির নাম হবে আইফোন ১৬ই। আইফোন ১৬ই নামটি এর আগেও ইন্টারনেটে দেখা গিয়েছিল। গত বছরের ডিসেম্বরে চীনের সামাজিক মাধ্যম ওয়েবুতে টিপস্টার ফিক্সড ফোকাস ডিজিটাল বলেন, পরবর্তী এসই ফোনটির নাম পরিবর্তন হয়ে ‘আইফোন ১৬ই’ হতে পারে, এমন একটি সম্ভাবনা প্রকাশ করেছিলেন।
এই নতুন নাম ইঙ্গিত দেয় যে, অ্যাপল নতুন সাশ্রয়ী আইফোনকে আইফোন ১৬ সিরিজের একটি এক্সটেনশন হিসেবে গণ্য করতে পারে।
এ ছাড়া, এম ৪ চিপযুক্ত নতুন ম্যাকবুক এয়ারের আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে। ম্যাকওএস ১৫ দশমিক ১ সিকোইয়া অপারেটিং সিস্টেম উন্মোচনের সময়কার এক নথিতে এ তথ্য জানা যায়। নতুন ম্যাকবুক এয়ার আগামী বুধবার অথবা পরে ঘোষণা হতে পারে।
তথ্যসূত্র: ম্যাশাবল ও দ্য ভার্জ
চলতি মাসে অ্যাপল একটি নতুন পণ্য নিয়ে আসবে এমন গুঞ্জন বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল। অবশেষে এ বিষয়ে মুখ খুললেন কোম্পানিটির সিইও টিম কুক। তিনি নিশ্চিত করেছেন যে, আগামী ১৯ ফেব্রুয়ারি বুধবার একটি নতুন ডিভাইস উন্মোচন করতে যাচ্ছে অ্যাপল। আর কোম্পানিটির পরিবারের নতুন সদস্য হতে পারে সাশ্রয়ী সংস্করণের আইফোন—এসই ৪। নিজের এক্স অ্যাকাউন্টে কুক বলেন, ‘পরিবারের নতুন সদস্যের সঙ্গে পরিচিত হওয়ার জন্য প্রস্তুত হোন। বুধবার, ১৯ ফেব্রুয়ারি।’ এই ঘোষণার পর থেকে প্রযুক্তি বিশ্বে নতুন পণ্যের বিষয়টি নিয়ে আলোচনা তুঙ্গে এবং সবার চোখ এখন অ্যাপলের দিকে। পোস্টে একটি রুপালি রঙের অ্যাপল লোগোর মোশন গ্রাফিকসও শেয়ার করেন তিনি।
আগামী ১৯ ফেব্রুয়ারি কোন ডিভাইস উন্মোচন হবে তা নিয়ে কোনো তথ্য প্রকাশ করেনি কুক। বিভিন্ন সূত্রমতে, নতুন আইফোন এসই ৪ উন্মোচন করতে পারে অ্যাপল। ২০২২ সালে উন্মোচন হয় এসই সিরিজের সর্বশেষ সংস্করণ। তাই সেদিনই উন্মোচন হতে পারে এই সিরিজের নতুন সংস্করণ। এ ছাড়া জানা গেছে, আইফোনের এসই ৩ মডেলের মজুত কমে গেছে, যা নতুন এসই ৪ মডেলের উন্মোচনের ইঙ্গিত দেয়।
এ ফোনে অ্যাপলের কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি অ্যাপল ইনটেলিজেন্স থাকতে পারে। এতে থাকতে পারে এ১৮ চিপ, যা আইফোন ১৬ এবং আইফোন ১৬ প্লাসে ব্যবহৃত হয়েছে। আইফোন এসই ৪-এর পর্দার সাইজ আগের সংস্করণের ৪ দশমিক ৭ ইঞ্চি থেকে বেড়ে ৬ দশমিক ১ ইঞ্চি হতে পারে। এ ছাড়া, ধারণা করা হচ্ছে যে এতে একটি ম্যাট ব্ল্যাক কালারও থাকবে এবং এর পেছনে একটি ক্যামেরা থাকবে।
ব্লুমবার্গের মতে, আগামী আইফোন এসইর ডিজাইন আইফোন ১৪-এর মতো হতে পারে, যার মানে এতে এটি একটি বড় স্ক্রিন থাকবে। টাচ আইডি বাদ দিয়ে ফেস আইডি থাকবে। ফোনটির দাম প্রায় ৫০০ ডলার হতে পারে, যা ২০২২ সালের তৃতীয় প্রজন্মের আইফোন এসই থেকে বেশি। আইফোন এসই ৩ মডেলের দাম ছিল ৪২৯ ডলার।
এ ছাড়া, এতে ইউএসবি সি পোর্টও থাকতে পারে। এর ফলে ইউরোপীয় ইউনিয়নে আবার আইফোন এসই মডেল বিক্রি করতে পারবে অ্যাপল।
এদিকে চলতি বছরের শুরুতে জানা যায়, আইফোন এসই ৪-এর নাম পরিবর্তন করবে অ্যাপল। সাশ্রয়ী বাজেটের নতুন ফোনটির নাম হবে আইফোন ১৬ই। আইফোন ১৬ই নামটি এর আগেও ইন্টারনেটে দেখা গিয়েছিল। গত বছরের ডিসেম্বরে চীনের সামাজিক মাধ্যম ওয়েবুতে টিপস্টার ফিক্সড ফোকাস ডিজিটাল বলেন, পরবর্তী এসই ফোনটির নাম পরিবর্তন হয়ে ‘আইফোন ১৬ই’ হতে পারে, এমন একটি সম্ভাবনা প্রকাশ করেছিলেন।
এই নতুন নাম ইঙ্গিত দেয় যে, অ্যাপল নতুন সাশ্রয়ী আইফোনকে আইফোন ১৬ সিরিজের একটি এক্সটেনশন হিসেবে গণ্য করতে পারে।
এ ছাড়া, এম ৪ চিপযুক্ত নতুন ম্যাকবুক এয়ারের আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে। ম্যাকওএস ১৫ দশমিক ১ সিকোইয়া অপারেটিং সিস্টেম উন্মোচনের সময়কার এক নথিতে এ তথ্য জানা যায়। নতুন ম্যাকবুক এয়ার আগামী বুধবার অথবা পরে ঘোষণা হতে পারে।
তথ্যসূত্র: ম্যাশাবল ও দ্য ভার্জ
বৈশ্বিক প্রযুক্তি ব্র্যান্ড অপো বাংলা নববর্ষ উপলক্ষে স্মার্টফোন অপো এ৫ প্রোর একটি নতুন ভ্যারিয়েন্ট বাজারে এনেছে। এই নতুন সংস্করণে রয়েছে উল্লেখযোগ্য আপগ্রেড, যার মধ্যে রয়েছে ৮ জিবি র্যাম এবং ২৫৬ জিবি রম। স্মার্টফোনটি এখন সারা দেশে পাওয়া যাচ্ছে মাত্র ২৬ হাজার ৯৯০ টাকায়।
১৬ ঘণ্টা আগেফেসবুক গ্রুপ চালানোর জন্য প্রয়োজন হয় দক্ষ অ্যাডমিনের। তাঁরা গ্রুপের সদস্যদের জন্য নিরাপদ ও উপযোগী পরিবেশে তৈরি করতে পারেন। তবে গ্রুপ বড় হয়ে গেলে বা এনগেজমেন্ট বেশি হলে গ্রুপটি একজন অ্যাডমিনের পক্ষে দেখভাল করা কঠিন হয়ে দাঁড়ায়। এমন অবস্থায় গ্রুপের বিশ্বস্ত কোনো সদস্যকে অ্যাডমিন বানানোর প্রয়োজনীয়তা দেখ
১ দিন আগেগুগল অনলাইন বিজ্ঞাপন প্রযুক্তির মূল ক্ষেত্রগুলোতে অবৈধভাবে একচেটিয়া আধিপত্য বিস্তার করেছে বলে রায় দিয়েছেন একজন মার্কিন ফেডারেল বিচারক। এই মামলায় মূলত তিনটি ক্ষেত্রে গুগলের আধিপত্যের বিষয়টি তুলে ধরা হয়— ডিসপ্লে বিজ্ঞাপন নেটওয়ার্ক, পাবলিশার টুলস এবং অ্যাড এক্সচেঞ্জ।
১ দিন আগেবিশ্বের অন্যতম প্রযুক্তি জায়ান্ট গুগলের বিরুদ্ধে ৫ বিলিয়ন পাউন্ড বা ৬৬০ কোটি ডলারের মামলা করেছে যুক্তরাজ্য। অনলাইন সার্চ বাজারে নিজেদের আধিপত্যের অপব্যবহার করে বিজ্ঞাপনদাতাদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগে এই মামলা করা হয়।
২ দিন আগে