Ajker Patrika

ওপেনএআইয়ের সঙ্গে প্রতিযোগিতায় নামতে ৬০০ কোটি ডলার তহবিল সংগ্রহ করেছে ইলন মাস্কের এক্সএআই 

অনলাইন ডেস্ক
আপডেট : ২৮ মে ২০২৪, ১৫: ০৪
Thumbnail image

ওপেনএআইয়ের সঙ্গে প্রতিযোগিতায় নামতে ৬ বিলিয়ন বা ৬০০ কোটি ডলার তহবিল সংগ্রহ করেছে ইলন মাস্কের এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক কোম্পানি এক্সএআই। এর ফলে কোম্পানিটির বাজারমূল্য ১ হাজার ৮০০ কোটি ডলারে পৌঁছেছে। ব্লুমবার্গের প্রতিবেদনে এসব তথ্য জানা যায়। 

এআই খাতে নতুন প্রতিযোগী কোম্পানি তৈরি করার জন্য বিনিয়োগকারীদের প্রবল আগ্রহ রয়েছে। এক্সএআইয়ের নতুন পর্যায়ের বিনিয়োগকারীদের মধ্যে মাস্কের অনেক অনুগত সমর্থক রয়েছে, যার মধ্যে প্রিন্স আলওয়ালিদ বিন তালালের নেতৃত্বে সৌদি বিনিয়োগকারী কিংডম হোল্ডিং, ভ্যালর ইক্যুইটি পার্টনার্স ও দুবাইভিত্তিক ভি ক্যাপিটাল। পাশাপাশি সিলিকন ভ্যালির কোম্পানি অ্যান্ড্রেসেন হোরোভিটজ ও সিকোইয়া ক্যাপিটালও অন্তর্ভুক্ত রয়েছে। 

 ২০২২ সালে ৪ হাজার ৪০০ কোটি ডলারে টুইটার কিনে নেওয়ার সময়ও মাস্ককে সাহায্য করেন একই বিনিয়োগকারীরা। পরবর্তী সময়ে এক্স প্ল্যাটফরমে (সাবেক টুইটার) এআই চ্যাটবট ‘গ্রোক’ যুক্ত করেন মাস্ক। 

এক বছরের কিছু বেশি সময় আগে এক্সআই কোম্পানিটি প্রতিষ্ঠিত করেন ইলন মাস্ক। এরই মধ্যে প্রায় ১ হাজার ৩০০ কোটি ডলার তহবিল জোগাড় করেছে কোম্পানিটি। অন্যদিকে ২০২১ সালে প্রতিষ্ঠিত হওয়া এনথ্রপিক এখন পর্যন্ত প্রায় ৮০০ কোটি ডলার তহবিল সংগ্রহ করেছে। ফলে তহবিল সংগ্রহের দিক থেকে আরেক এআই কোম্পানি এনথ্রপিকের সঙ্গে একই কাতারে রয়েছে মাস্কের এআই। 

২০১৮ সাল পর্যন্ত ওপেনএআইয়ের সহপ্রতিষ্ঠাতা ছিলেন ইলন মাস্ক। পরবর্তী সময়ে পরিচালনা পর্ষদ থেকে সরে দাঁড়ান তিনি। ওপেনএআইয়ের প্রধান নির্বাহী স্যাম অল্টম্যানের চেষ্টায় তৈরি হয় এআই চ্যাটবট চ্যাটজিপিটি। 

এআই মডেল তৈরির জন্য অনেক দক্ষ কর্মী ও কম্পিউটিং শক্তির প্রয়োজন হয়। আর এর জন্য প্রযুক্তি কোম্পানিগুলো অনেক অর্থ বিনিয়োগ করে। এআই মডেল প্রশিক্ষণের জন্য এনভিডিয়া চিপ সরবরাহ করে। এসব চিপের চাহিদা থাকায় গত সপ্তাহে কোম্পানিটির আয় ২৬২ শতাংশ বেড়েছে। এআইভিত্তিক পণ্য ও সেবা তৈরির জন্য মাইক্রোসফট, গুগল ও মেটার মতো বড় প্রযুক্তি কোম্পানিগুলো ব্যাপক অর্থ বিনিয়োগ করছে। 

এক্সএআই বলেছে, কম সময়ের মধ্যে কোম্পানিটি ‘উল্লেখযোগ্য অগ্রগতি’ দেখিয়েছে। গত নভেম্বরে উন্মোচনের পর গ্রোকে ছবি তৈরির ক্ষমতাও যুক্ত করেছে কোম্পানিটি। 

এক ব্লগ পোস্টে গত রবিবার কোম্পানিটি বলে, আগামী মাসগুলোতে এক্সএআই এই ব্যাপক অগ্রগতি চালিয়ে যাবে এবং একাধিক উত্তেজনামূলক প্রযুক্তি ও পণ্য শিগগিরই ঘোষণা করা হবে। এক্সএআইয়ের প্রথম পণ্য ও উন্নত অবকাঠামো তৈরিতে এবং ভবিষ্যৎ প্রযুক্তিগুলোর গবেষণা ও বিকাশকে ত্বরান্বিত করতে এসব তহবিল ব্যবহার করা হবে। 

এক্সএআই আরও বলছে, ‘কোম্পানির লক্ষ্য হলো মহাবিশ্বের প্রকৃত সত্য বোঝা।’ 

চ্যাটবটকে ‘সর্বোচ্চ তথ্য অন্বেষণকারী’ চ্যাটবট হিসেবে অভিহিত করেছে ইলন মাস্কের গ্রোক। 

বিষয়টির সঙ্গে সম্পৃক্ত নাম প্রকাশে অনিচ্ছুক ব্যক্তির বরাত দিয়ে ফিন্যান্সিয়াল টাইমসের মতে, মাস্কের সমর্থনকারীরা প্রথমে এক্সএআইতে বিনিয়োগে অসম্মত ছিলেন। তাঁরা মাস্কের অন্যান্য পরিকল্পনা এই বিনিয়োগের আওতায় আসবে কি না, তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারীদের খেলায় আর নাক গলাবে না, দেশ ও বিশ্ববাসীর কাছে ক্ষমা চাইল ভাঙচুরকারীরা

বিয়ে করলেন সারজিস আলম

অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়ছে শ্রীলঙ্কা, ভারত-ইংল্যান্ড ম্যাচ কোথায় দেখবেন

ইতালি নেওয়ার কথা বলে লিবিয়ায় ফরিদপুরের ২ জনকে গুলি করে হত্যা

সাবেক শিক্ষার্থীর প্রাইভেট কারে ধাক্কা, জাবিতে ১২ বাস আটকে ক্ষতিপূরণ আদায় ছাত্রদলের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত