উচ্চশব্দে গান বাজানোয় অতিষ্ঠ হয়ে প্রতিবেশীর ব্লুটুথ স্পিকার হ্যাক করেছেন রনি বান্দিনি নামের এক ডেভেলপার। রনির প্রতিবেশী প্রতিদিন একই সময়ে উচ্চশব্দে রেগেটন মিউজিক (এক ধরনের জ্যামাইকান সংগীত) বাজান। আর এতে বিরক্ত হয়ে একটি র্যাসবেরি পাই (ক্রেডিট কার্ড আকারের সিঙ্গেল বোর্ড কম্পিউটার) প্রোগ্রাম করে প্রতিবেশীর ব্লুটুথ স্পিকার হ্যাক করেন রনি।
প্রতিবেশীর উচ্চশব্দে গান বাজানো বন্ধে রনির সামনে দুটি উপায় ছিল: মিউজিক বিষয়ে সরাসরি প্রতিবেশীর মুখোমুখি হওয়া বা এআই–ভিত্তিক সমাধান যা রেগেটন মিউজিক শনাক্ত করতে সক্ষম।
তিনি দ্বিতীয় উপায়টি বেছে নেন। রনি একটি র্যাসবেরি পাই প্রজেক্ট হাতে নেন। র্যাসবেরি পাই কম্পিউটারের প্রোগ্রামে রনি এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি যুক্ত দেন। এটি রেগেটন মিউজিক শনাক্ত করে স্বয়ংক্রিয়ভাবে অডিওটিকে বিকৃত করে। এই প্রকল্প মজা করে তৈরি করেন তিনি। এ ধরনের ডিভাইস সব অঞ্চলে বৈধ নয়।
বান্দিনি বলেন, ডিভাইসটি কাজ করার জন্য ব্লুটুথ স্পিকারের কাছাকাছি থাকতে হবে। আবার সব ধরনের স্পিকারের ক্ষেত্রে এই পদ্ধতি কাজ করবে না।
মিউজিক বিকৃত করার ডিভাইসটি তৈরি করেন র্যাসবেরি পাই ৩ বি প্লাস মডেল দিয়ে। এটিকে ডিএফ রোবট ওএলইডি ডিসপ্লে প্যানেলের সঙ্গে যুক্ত করেন। এই ডিসপ্লের রেজল্যুশন মাত্র ১২৮x৩২ পিক্সেল। অডিও ইনপুট দেওয়া হয় ইউএসবি মাইক্রোফোনের মাধ্যমে। একটি পুশ বাটন চাপলেই সিস্টেমটি রেগেটন মিউজিক শনাক্তের চেষ্টা করে।
প্রকল্পটি র্যাসবেরি পাই অপারেটিং সিস্টেমের ওপর ভিত্তি করে তৈরি করা হয়। ডিজাইনটির মেশিন লার্নিং এআই সিস্টেম হলো—এজ ইমপালস (এক ধরনের মেশিন লার্নিং সিস্টেম)। এর মাধ্যমে র্যাসবেরি পাইকে মিউজিক শনাক্তের জন্য প্রশিক্ষণ দেওয়া হয়।
মডেলটি দিয়ে রনি বান্দিনি ওই প্রতিবেশীর ব্লুটুথ স্পিকার হ্যাক করেন। ফলে তিনি রেগেটন মিউজিক চালু করলেই সেটির সুর বিকৃত হয়ে যেত।
উল্লেখ্য, হার্ডওয়্যার প্রশিক্ষণ ও ডেভেলপারদের ব্লগ হ্যাকস্টার ডটআইও–এর প্রোফাইল অনুযায়ী, রনি বান্দিনি আর্জেন্টিনার বুয়েন্স এইরেসের বাসিন্দা। তিনি মূলত কম্পিউটার প্রোগ্রামার।
তথ্যসূত্র: টমস গাইড
উচ্চশব্দে গান বাজানোয় অতিষ্ঠ হয়ে প্রতিবেশীর ব্লুটুথ স্পিকার হ্যাক করেছেন রনি বান্দিনি নামের এক ডেভেলপার। রনির প্রতিবেশী প্রতিদিন একই সময়ে উচ্চশব্দে রেগেটন মিউজিক (এক ধরনের জ্যামাইকান সংগীত) বাজান। আর এতে বিরক্ত হয়ে একটি র্যাসবেরি পাই (ক্রেডিট কার্ড আকারের সিঙ্গেল বোর্ড কম্পিউটার) প্রোগ্রাম করে প্রতিবেশীর ব্লুটুথ স্পিকার হ্যাক করেন রনি।
প্রতিবেশীর উচ্চশব্দে গান বাজানো বন্ধে রনির সামনে দুটি উপায় ছিল: মিউজিক বিষয়ে সরাসরি প্রতিবেশীর মুখোমুখি হওয়া বা এআই–ভিত্তিক সমাধান যা রেগেটন মিউজিক শনাক্ত করতে সক্ষম।
তিনি দ্বিতীয় উপায়টি বেছে নেন। রনি একটি র্যাসবেরি পাই প্রজেক্ট হাতে নেন। র্যাসবেরি পাই কম্পিউটারের প্রোগ্রামে রনি এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি যুক্ত দেন। এটি রেগেটন মিউজিক শনাক্ত করে স্বয়ংক্রিয়ভাবে অডিওটিকে বিকৃত করে। এই প্রকল্প মজা করে তৈরি করেন তিনি। এ ধরনের ডিভাইস সব অঞ্চলে বৈধ নয়।
বান্দিনি বলেন, ডিভাইসটি কাজ করার জন্য ব্লুটুথ স্পিকারের কাছাকাছি থাকতে হবে। আবার সব ধরনের স্পিকারের ক্ষেত্রে এই পদ্ধতি কাজ করবে না।
মিউজিক বিকৃত করার ডিভাইসটি তৈরি করেন র্যাসবেরি পাই ৩ বি প্লাস মডেল দিয়ে। এটিকে ডিএফ রোবট ওএলইডি ডিসপ্লে প্যানেলের সঙ্গে যুক্ত করেন। এই ডিসপ্লের রেজল্যুশন মাত্র ১২৮x৩২ পিক্সেল। অডিও ইনপুট দেওয়া হয় ইউএসবি মাইক্রোফোনের মাধ্যমে। একটি পুশ বাটন চাপলেই সিস্টেমটি রেগেটন মিউজিক শনাক্তের চেষ্টা করে।
প্রকল্পটি র্যাসবেরি পাই অপারেটিং সিস্টেমের ওপর ভিত্তি করে তৈরি করা হয়। ডিজাইনটির মেশিন লার্নিং এআই সিস্টেম হলো—এজ ইমপালস (এক ধরনের মেশিন লার্নিং সিস্টেম)। এর মাধ্যমে র্যাসবেরি পাইকে মিউজিক শনাক্তের জন্য প্রশিক্ষণ দেওয়া হয়।
মডেলটি দিয়ে রনি বান্দিনি ওই প্রতিবেশীর ব্লুটুথ স্পিকার হ্যাক করেন। ফলে তিনি রেগেটন মিউজিক চালু করলেই সেটির সুর বিকৃত হয়ে যেত।
উল্লেখ্য, হার্ডওয়্যার প্রশিক্ষণ ও ডেভেলপারদের ব্লগ হ্যাকস্টার ডটআইও–এর প্রোফাইল অনুযায়ী, রনি বান্দিনি আর্জেন্টিনার বুয়েন্স এইরেসের বাসিন্দা। তিনি মূলত কম্পিউটার প্রোগ্রামার।
তথ্যসূত্র: টমস গাইড
বিশ্বের দ্রুততম ফ্ল্যাশ মেমোরি উদ্ভাবন করে নতুন মাইলফলক স্থাপন করেছেন চীনের ফুদান বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা। তারা এমন এক ধরনের নতুন নন-ভোলাটাইল মেমোরি তৈরি করেছেন, যা মাত্র ৪০০ পিকোসেকেন্ডে ডেটা রিড ও রাইট করতে পারে।
১ ঘণ্টা আগেমার্কিন বিচার বিভাগের একচেটিয়া আধিপত্য মামলায় আদালতের রায়ের বিরুদ্ধে আপিল করার সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানিটি ইচ্ছাকৃতভাবে পাবলিশার অ্যাড সার্ভার এবং অ্যাড এক্সচেঞ্জের বাজারে একচেটিয়া আধিপত্য বিস্তার করেছে বলে গত বৃহস্পতিবার রায় দিয়েছিলেন ভার্জিনিয়ার মার্কিন জেলা বিচারক লিওনি ব্রিনকেমা।
২ ঘণ্টা আগেবৈশ্বিক প্রযুক্তি ব্র্যান্ড অপো বাংলা নববর্ষ উপলক্ষে স্মার্টফোন অপো এ৫ প্রোর একটি নতুন ভ্যারিয়েন্ট বাজারে এনেছে। এই নতুন সংস্করণে রয়েছে উল্লেখযোগ্য আপগ্রেড, যার মধ্যে রয়েছে ৮ জিবি র্যাম এবং ২৫৬ জিবি রম। স্মার্টফোনটি এখন সারা দেশে পাওয়া যাচ্ছে মাত্র ২৬ হাজার ৯৯০ টাকায়।
২০ ঘণ্টা আগেফেসবুক গ্রুপ চালানোর জন্য প্রয়োজন হয় দক্ষ অ্যাডমিনের। তাঁরা গ্রুপের সদস্যদের জন্য নিরাপদ ও উপযোগী পরিবেশে তৈরি করতে পারেন। তবে গ্রুপ বড় হয়ে গেলে বা এনগেজমেন্ট বেশি হলে গ্রুপটি একজন অ্যাডমিনের পক্ষে দেখভাল করা কঠিন হয়ে দাঁড়ায়। এমন অবস্থায় গ্রুপের বিশ্বস্ত কোনো সদস্যকে অ্যাডমিন বানানোর প্রয়োজনীয়তা দেখ
১ দিন আগে