উইন্ডোজ ১১ থেকে কিছু ফিচার-সুবিধা উইন্ডোজ ১০-এ যুক্ত করছে মাইক্রোসফট। নতুন প্রিন্ট ফিচারটিতে একটি পিন যুক্ত করার বিকল্প চালু করা হবে বলে জানা গেছে। ডুপ্লিকেট সংযোগ এবং ভুল প্রিন্ট আউট এড়াতে এই পদক্ষেপ যোগ করা হবে।
এনডিটিভির প্রতিবেদনে জানা যায়, আপডেটটি উইন্ডোজ ১০ সংস্করণের ২২ এইচ ২ আপডেট। গত মাসে উইন্ডোজের জন্য নতুন আপডেট স্থানান্তরের বিষয়টি জানায় মাইক্রোসফট। উইন্ডোজ ১১ ‘প্রাইভেসি অডিটিং’ নামের একটি ফিচার পাচ্ছে, যা ব্যবহারকারীদের তাদের মাইক্রোফোন, ক্যামেরা এবং অবস্থান ডেটা অ্যাকসেস করার অ্যাপগুলো দেখতে সহায়তা করবে।
উইন্ডোজ লেটেস্টের সাম্প্রতিক প্রতিবেদন অনুসারে, মাইক্রোসফট তার উইন্ডোজ ১০ সংস্করণ ২২ এইচ ২ আপডেটের অংশ হিসেবে উইন্ডোজ ১১-এর প্রিন্টের সুবিধা যুক্ত করছে, যার মধ্যে একটি পিন যোগ করার বিকল্প রয়েছে। এই বৈশিষ্ট্য ডুপ্লিকেট সংযোগের পাশাপাশি ভুল প্রিন্ট আউট এড়াতে সাহায্য করবে বলে আশা করা হচ্ছে।
উইন্ডোজ ১১ ‘প্রাইভেসি অডিটিং’ নামে যে ফিচার পাচ্ছে, এতে ব্যবহারকারীদের তাদের মাইক্রোফোন, ক্যামেরা ও অবস্থান ডেটা অ্যাকসেস করার অ্যাপগুলো দেখতে সহায়তা করবে। এটি ভবিষ্যতে ব্যবহারকারীদের সিদ্ধান্ত নিতে সহায়তা করবে যে, তারা সিস্টেমে তাদের সংবেদনশীল ডেটা ট্র্যাক করছে এমন অ্যাপগুলো ব্যবহার চালিয়ে যাবে কিনা।
উইন্ডোজের জন্য তিন বছর পরপর নতুন সংস্করণ উন্মোচন করার পুরোনো রীতিতে ফিরে যাচ্ছে মাইক্রোসফট। ফলে উইন্ডোজের আগামী সংস্করণ আসবে ২০২৪ সালে।
উইন্ডোজ ১১ থেকে কিছু ফিচার-সুবিধা উইন্ডোজ ১০-এ যুক্ত করছে মাইক্রোসফট। নতুন প্রিন্ট ফিচারটিতে একটি পিন যুক্ত করার বিকল্প চালু করা হবে বলে জানা গেছে। ডুপ্লিকেট সংযোগ এবং ভুল প্রিন্ট আউট এড়াতে এই পদক্ষেপ যোগ করা হবে।
এনডিটিভির প্রতিবেদনে জানা যায়, আপডেটটি উইন্ডোজ ১০ সংস্করণের ২২ এইচ ২ আপডেট। গত মাসে উইন্ডোজের জন্য নতুন আপডেট স্থানান্তরের বিষয়টি জানায় মাইক্রোসফট। উইন্ডোজ ১১ ‘প্রাইভেসি অডিটিং’ নামের একটি ফিচার পাচ্ছে, যা ব্যবহারকারীদের তাদের মাইক্রোফোন, ক্যামেরা এবং অবস্থান ডেটা অ্যাকসেস করার অ্যাপগুলো দেখতে সহায়তা করবে।
উইন্ডোজ লেটেস্টের সাম্প্রতিক প্রতিবেদন অনুসারে, মাইক্রোসফট তার উইন্ডোজ ১০ সংস্করণ ২২ এইচ ২ আপডেটের অংশ হিসেবে উইন্ডোজ ১১-এর প্রিন্টের সুবিধা যুক্ত করছে, যার মধ্যে একটি পিন যোগ করার বিকল্প রয়েছে। এই বৈশিষ্ট্য ডুপ্লিকেট সংযোগের পাশাপাশি ভুল প্রিন্ট আউট এড়াতে সাহায্য করবে বলে আশা করা হচ্ছে।
উইন্ডোজ ১১ ‘প্রাইভেসি অডিটিং’ নামে যে ফিচার পাচ্ছে, এতে ব্যবহারকারীদের তাদের মাইক্রোফোন, ক্যামেরা ও অবস্থান ডেটা অ্যাকসেস করার অ্যাপগুলো দেখতে সহায়তা করবে। এটি ভবিষ্যতে ব্যবহারকারীদের সিদ্ধান্ত নিতে সহায়তা করবে যে, তারা সিস্টেমে তাদের সংবেদনশীল ডেটা ট্র্যাক করছে এমন অ্যাপগুলো ব্যবহার চালিয়ে যাবে কিনা।
উইন্ডোজের জন্য তিন বছর পরপর নতুন সংস্করণ উন্মোচন করার পুরোনো রীতিতে ফিরে যাচ্ছে মাইক্রোসফট। ফলে উইন্ডোজের আগামী সংস্করণ আসবে ২০২৪ সালে।
বিশ্বজুড়েই ম্যারাথনে মানুষই দৌড়ায়। তবে চীনে দেখা গেল ভিন্ন দৃশ্য। সেখানে হাফ ম্যারাথনে দৌড়াল রোবট। একটি কিংবা দুটি নয়, ২০টি রোবট দৌড়াল সেই ম্যারাথনে।
৭ ঘণ্টা আগেবর্তমান ডিজিটাল যুগে ব্যবসার প্রসারে সোশ্যাল মিডিয়ার গুরুত্ব দিন দিন বেড়েই চলেছে। এর মধ্যে অন্যতম শক্তিশালী ও জনপ্রিয় একটি প্ল্যাটফর্ম ফেসবুক, যেখানে প্রতিদিন কোটি কোটি মানুষ সক্রিয় থাকেন। ব্যবসাকে আরও বেশি মানুষের কাছে পৌঁছে দিতে ও পণ্য বা সেবার ব্যাপারে বিশ্বাস তৈরি করতে ফেসবুক বিজনেস পেজ তৈরি করা
১৭ ঘণ্টা আগেআগাগোড়াই স্মার্টফোনের সঙ্গে বড় হওয়া প্রথম প্রজন্ম জেনারেশন জেড বা জেন-জি। যাদের জন্ম ১৯৯৭ থেকে ২০১২ সালের মধ্যে। নতুন এক গবেষণা বলছে, ভুল তথ্যে বিশ্বাস করার ক্ষেত্রে যেসব শ্রেণি বা গোষ্ঠীর মানুষেরা বেশি ঝুঁকিপূর্ণ তাদের মধ্যে প্রযুক্তির আশীর্বাদ নিয়ে জন্ম নেওয়া জেন-জি প্রজন্ম অন্যতম। সম্প্রতি কানাডা
১৭ ঘণ্টা আগেচাকরির বাজারে এক নতুন হুমকির নাম—কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)। এই প্রযুক্তির সুযোগ নিয়ে প্রতারকেরা এখন তৈরি করছে ভুয়া প্রোফাইল। এসব ভুয়া প্রোফাইল দিয়ে অনলাইন ইন্টারভিউয়ের মাধ্যমে দূর থেকে কাজ করার সুযোগ পেতে চায় প্রতারকেরা।
১৭ ঘণ্টা আগে