Ajker Patrika

উইন্ডোজ ১০-এও মিলবে উইন্ডোজ ১১-এর কিছু ফিচার 

আপডেট : ০৭ আগস্ট ২০২২, ১৬: ২২
উইন্ডোজ ১০-এও মিলবে উইন্ডোজ ১১-এর কিছু ফিচার 

উইন্ডোজ ১১ থেকে কিছু ফিচার-সুবিধা উইন্ডোজ ১০-এ যুক্ত করছে মাইক্রোসফট। নতুন প্রিন্ট ফিচারটিতে একটি পিন যুক্ত করার বিকল্প চালু করা হবে বলে জানা গেছে। ডুপ্লিকেট সংযোগ এবং ভুল প্রিন্ট আউট এড়াতে এই পদক্ষেপ যোগ করা হবে। 

এনডিটিভির প্রতিবেদনে জানা যায়, আপডেটটি উইন্ডোজ ১০ সংস্করণের ২২ এইচ ২ আপডেট। গত মাসে উইন্ডোজের জন্য নতুন আপডেট স্থানান্তরের বিষয়টি জানায় মাইক্রোসফট। উইন্ডোজ ১১ ‘প্রাইভেসি অডিটিং’ নামের একটি ফিচার পাচ্ছে, যা ব্যবহারকারীদের তাদের মাইক্রোফোন, ক্যামেরা এবং অবস্থান ডেটা অ্যাকসেস করার অ্যাপগুলো দেখতে সহায়তা করবে। 

উইন্ডোজ লেটেস্টের সাম্প্রতিক প্রতিবেদন অনুসারে, মাইক্রোসফট তার উইন্ডোজ ১০ সংস্করণ ২২ এইচ ২ আপডেটের অংশ হিসেবে উইন্ডোজ ১১-এর প্রিন্টের সুবিধা যুক্ত করছে, যার মধ্যে একটি পিন যোগ করার বিকল্প রয়েছে। এই বৈশিষ্ট্য ডুপ্লিকেট সংযোগের পাশাপাশি ভুল প্রিন্ট আউট এড়াতে সাহায্য করবে বলে আশা করা হচ্ছে। 

উইন্ডোজ ১১ ‘প্রাইভেসি অডিটিং’ নামে যে ফিচার পাচ্ছে, এতে ব্যবহারকারীদের তাদের মাইক্রোফোন, ক্যামেরা ও অবস্থান ডেটা অ্যাকসেস করার অ্যাপগুলো দেখতে সহায়তা করবে। এটি ভবিষ্যতে ব্যবহারকারীদের সিদ্ধান্ত নিতে সহায়তা করবে যে, তারা সিস্টেমে তাদের সংবেদনশীল ডেটা ট্র্যাক করছে এমন অ্যাপগুলো ব্যবহার চালিয়ে যাবে কিনা। 

উইন্ডোজের জন্য তিন বছর পরপর নতুন সংস্করণ উন্মোচন করার পুরোনো রীতিতে ফিরে যাচ্ছে মাইক্রোসফট। ফলে উইন্ডোজের আগামী সংস্করণ আসবে ২০২৪ সালে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত