Ajker Patrika

গ্রাহকসংখ্যার তথ্য গোপনের ঘোষণার পর নেটফ্লিক্সের শেয়ারের দরপতন

অনলাইন ডেস্ক
গ্রাহকসংখ্যার তথ্য গোপনের ঘোষণার পর নেটফ্লিক্সের শেয়ারের দরপতন

আগামী বছর থেকে সাবস্ক্রাইবার সংখ্যার তথ্য প্রকাশ করবে না বলে ঘোষণা দিয়েছে জনপ্রিয় স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্স। আর এই খবর প্রকাশ হওয়ার পর কোম্পানির শেয়ারের দরপতন হয়েছে। গত শুক্রবার লেনদেন শেষে শেয়ারের দর ৭ দশমিক ৩ শতাংশ কমে ৫৬৫ দশমিক ৮৫ ডলারে নেমেছে। সংবাদসংস্থা রয়টার্সের প্রতিবেদেন এসব তথ্য জানা যায়।

বিশ্লেষকেরা বলছেন, নেটফ্লিক্সের এই পরিকল্পনা অন্যান্য প্রতিদ্বন্দ্বী কোম্পানিগুলোও অনুসরণ করতে পারে। ফলে স্ট্রিমিং খাতের অগ্রগতি সহজে মূল্যায়ন করা যাবে না।

স্ট্রিমিং খাতে নেটফ্লিক্স, ওয়াল্ট ডিজনি ও ওয়ারনার ব্রোস ডিসকভারির মতো কোম্পানিগুলো কত দূর এগিয়েছে তা জানার জন্য বিনিয়োগকারীরা ও ওয়াল স্ট্রিট জার্নালের মতো বিশ্লেষকেরা সাবস্ক্রাইবারের সংখ্যা পর্যবেক্ষণ করে থাকেন।

গত তিন ত্রৈমাসিকে কোম্পানিটি সাবস্ক্রাইবার সংখ্যা ব্যাপক বৃদ্ধি পেলেও আর সাবস্ক্রাইবার সংখ্যা প্রকাশে করবে না বলে গত বৃহস্পতিবার ঘোষণা দেয় নেটফ্লিক্স। এর পরিবর্তে কোম্পানিটি তার আয় ও লাভের ওপর নজর দেবে বলে জানায়।

গত বছরে জুলাইয়ের পর এবারই নেটফ্লিক্সের শেয়ারের সবচেয়ে বড় পতন হয়েছে। কারণ দ্বিতীয় ত্রৈমাসিকের আয়ের পূর্বাভাস এর আগের অনুমানের চেয়ে কম হয়েছিল। আর এমনটি চলতে থাকলে কোম্পানিটির বাজার মূল্য ১ হাজার ৯০০ কোটি ডলার কমে যাবে।

এজে বেলের বিনিয়োগ বিশ্লেষক ড্যান কোটসওয়ার্থ বলেন, ‘এই শিল্পের কোম্পানিগুলোর মধ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রবণতা দেখা যায়। যদি নেতৃস্থানীয় কোম্পানিগুলো মধ্যে একজন সিদ্ধান্ত নেয় যে, অন্যান্য নির্দেশকের ওপর ভিত্তি করে বিনিয়োগকারীদের কোম্পানির অগ্রগতি বিচার করা ভালো তাহলে অন্য প্রতিদ্বন্দ্বিরা একই যুক্তি গ্রহণ করতে পারে।’

পাসওয়ার্ড শেয়ারিং অপশন বন্ধ করার পর কীভাবে কোম্পানিটির অগ্রগতি হবে—এই বিষয়ে বিশ্লেষকেরা উদ্বেগ প্রকাশ করার পর নেটফ্লিক্স নতুন পরিকল্পনাটির ঘোষণা দেয়। তবে ফিচারটি বন্ধ করার পর প্রথম ত্রৈমাসিকে প্ল্যাটফর্মটিতে নতুন ৯৩ লাখ সাবস্ক্রাইবার যুক্ত হয়।

যুক্তরাষ্ট্রে এই শিল্পের অগ্রগতি কমে যাচ্ছে তা কোম্পানিগুলোর এসব সিদ্ধান্তে স্পষ্ট হচ্ছে। গত ফেব্রুয়ারিতে গবেষণা সংস্থা অ্যান্টেনা বলে, আগের বছরগুলো থেকে ২০২৩ সালে এই শিল্পের প্রসার অর্ধেক কমেছে।

নেটফ্লিক্স বলেছে, এটি তার বিনোদনের বৈচিত্র্য ও গুণমান উন্নত করার জন্য কাজ করে এবং কোম্পানিটি এর বিজ্ঞাপন ব্যবসাকে বৃদ্ধি করার মাধ্যমে ভবিষ্যতের প্রবৃদ্ধিকে ত্বরান্বিত করার পরিকল্পনা করছে।

ওল্ফ রিসার্চ বলেছে, কৌশল পরিবর্তন করে স্ট্রিমিং জায়ান্টটি এনবিএ মিডিয়ার প্রোগ্রাম প্রচারের জন্য চুক্তি করতে পারে। এর আগে স্পোর্টস বিনোদনের ক্ষেত্রে প্ল্যাটফর্মটি ফর্মুলা ওয়ানের ডকুমেন্ট–সিরিজ’ ড্রাইভ টু সারভাইভ’ এবং ডব্লিউডব্লিউই এর ওপর নির্ভর করত।

ওল্ফ রিসার্চ আরও বলছে, এই শিল্পের একটি গুরুত্বপূর্ণ সময়ে সাবস্কাইবারের সংখ্যার বাড়ানোর চেয়ে সক্রিয় গ্রাহক বাড়াতে বেশি মনোনিবেশ করতে পারে নেটফ্লিক্স। এনবিএ এর প্রোগ্রামগুলো সম্প্রচারের অধিকার পেতে নেটফ্লিক্স ১০০ থেকে ৩০০ কোটি পর্যন্ত অর্থ খরচ করতে পারে। টিভির ক্ষেত্রে একটি বড় অংশ হল–স্পোর্টস ও নেটফ্লিক্সের মাধ্যমে স্পোর্টস ব্র্যান্ডগুলোর বিশ্বায়ন দ্রুত হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চকরিয়া থানার ওসিকে প্রত্যাহারের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার

হোয়াইট হাউসে মধ্যাহ্নভোজের আগেই বের হয়ে যেতে বলা হয় জেলেনস্কিকে

‘আমাদের অনুমতি ছাড়া কাউকে গ্রেপ্তার করলে থানা ঘেরাও করব’, সরকারি কর্মকর্তার বক্তব্য ভাইরাল

সৈয়দ জামিলের অভিযোগের জবাবে যা লিখলেন সংস্কৃতি উপদেষ্টা

এনসিপির কর্মীদের ঢাকায় আনতে সরকারের বাস রিকুইজিশন, সমালোচনার ঝড়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত