ক্লাউড সেবায় মাইক্রোসফটের বিরুদ্ধে একচ্ছত্র আধিপত্য বিস্তারের অভিযোগ তুলে গুগল বলছে, প্রতিদ্বন্দ্বী কোম্পানিটির এই ধরনের চর্চা কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) মতো নতুন প্রযুক্তির বিকাশে বাঁধা দেবে। সংবাদ সংস্থা রয়টার্স এ তথ্য জানায়।
ক্লাউড কম্পিউটিংয়ের বাজারে আধিপত্য বিস্তারে মাইক্রোসফট ও আমাজনের বিরুদ্ধে সম্প্রতি যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন ও মার্কিন যুক্তরাষ্ট্র তদন্ত শুরু করছে। তবে এই আধিপত্য বিস্তারের তালিকায় দুই কোম্পানির পরেই রয়েছে গুগল।
চ্যাটজিপিটি নির্মাতা ওপেনএআইয়ের সঙ্গে মাইক্রোসফটের অংশীদারত্ব এই ধরনের উদ্বেগ আরও বাড়িয়ে তুলেছে।
এক সাক্ষাৎকারে গুগল ক্লাউডের ভাইস প্রেসিডেন্ট অমিত জাভেরি বলেন, দশককালের দীর্ঘ চর্চাগুলো অব্যাহত রাখতে চায় মাইক্রোসফট। কম্পিউটারের সফটওয়্যারের বাজারে কোম্পানিটির একচেটিয়া আধিপত্য রয়েছে। এখন এই একাধিপত্যকে তারা ক্লাউড সেবায়ও প্রয়োগের চেষ্টা করছে।
তিনি আরও বলেন, ইতিমধ্যেই নিজের দখলে থাকা নেটওয়ার্কভিত্তিক কনটেন্ট ও সেবা ঘিরে দেয়াল তুলছে মাইক্রোসফট। এর ফলে এসব সেবার যে কোনোটি কিনতে হলে গ্রাহকদের মাইক্রোসফটের কাছেই যেতে হবে।
তবে এ ধরনের অভিযোগ অস্বীকার করে মাইক্রোসফটের এক মুখপাত্র বলেন, ক্লাউড সেবা কোম্পানিগুলোর মধ্যে যে সুস্থ প্রতিযোগিতা বিরাজমান আছে, তা সর্বশেষ স্বাধীন ডেটায় প্রমাণ মিলেছে। ২০২৩ সালে এডব্লিউএসের (আমাজনের ক্লাউড সার্ভিস) চেয়ে স্বল্প হলেও বেশি মুনাফা করেছে মাইক্রোসফট ও গুগল। যদিও উল্লেখযোগ্য ব্যবধান ধরে রেখে বিশ্বজুড়ে বাজারে শীর্ষস্থান বজায় রেখেছে আমাজন।
গত সোমবার গুগলের সূক্ষ্ম সমালোচনা করেন মাইক্রোসফট প্রেসিডেন্ট ব্র্যাড স্মিথ। তিনি বলেন, একটি কোম্পানি সরবরাহ শৃঙ্খলে এমন সর্বব্যাপী প্রভাব বিস্তার করেছে যাতে এআইভিত্তিক চিপ থেকে শুরু করে মোবাইলের অ্যাপ স্টোর পর্যন্ত পুরো বাজার তাঁর নিয়ন্ত্রণে থাকে।
মাইক্রোসফট বেছে বেছে ক্লাউড বিক্রেতাদের সঙ্গে করছে বলে অভিযোগ করেন জাভেরি। তিনি বলেন, এভাবে আলাদা চুক্তির মাধ্যমে বৃহত্তর সমস্যাগুলোকে এড়িয়ে যাচ্ছে মাইক্রোসফট।
জাভেরি বলেন, ‘খুবই চতুরতার সঙ্গে মাইক্রোসফট অভিযোগকারী ক্লাউড বিক্রেতাদের বাছাই করে এবং তাঁদের সঙ্গে একতরফা চুক্তি করে। কিন্তু বৃহত্তর সমস্যার সমাধান করে না।’
ট্রেড গ্রুপ সিআইএসপিই গত মাসে বলেছে, কোম্পানিটি ক্লাউড কম্পিউটিং লাইসেন্সিং বিষয়ে ইইউয়ের (ইউরোপীয় ইউনিয়নের) অনাস্থা অভিযোগের সমাধান করার জন্য মাইক্রোসফটের সঙ্গে আলোচনা করছে।
তবে এসব অভিযোগ অস্বীকার করে মাইক্রোসফটের মুখপাত্র বলেন, কোম্পানির লাইসেন্সিং শর্তাবলী পরিবর্তনসহ এসব উদ্বেগের সমাধানে এবং অন্যদের আরও সুযোগ দিতে স্বাধীন ক্লাউড সেবাদাতাদের অভিযোগ শোনাসহ সরাসরি গঠনমূলক উপায়ে কাজ করেছি। বিশ্বের ১০০টিরও বেশি ক্লাউড সেবাদাতা এরই মধ্যেই এসব উদ্যোগের সুবিধা পেয়েছে।
ক্লাউড সেবায় মাইক্রোসফটের বিরুদ্ধে একচ্ছত্র আধিপত্য বিস্তারের অভিযোগ তুলে গুগল বলছে, প্রতিদ্বন্দ্বী কোম্পানিটির এই ধরনের চর্চা কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) মতো নতুন প্রযুক্তির বিকাশে বাঁধা দেবে। সংবাদ সংস্থা রয়টার্স এ তথ্য জানায়।
ক্লাউড কম্পিউটিংয়ের বাজারে আধিপত্য বিস্তারে মাইক্রোসফট ও আমাজনের বিরুদ্ধে সম্প্রতি যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন ও মার্কিন যুক্তরাষ্ট্র তদন্ত শুরু করছে। তবে এই আধিপত্য বিস্তারের তালিকায় দুই কোম্পানির পরেই রয়েছে গুগল।
চ্যাটজিপিটি নির্মাতা ওপেনএআইয়ের সঙ্গে মাইক্রোসফটের অংশীদারত্ব এই ধরনের উদ্বেগ আরও বাড়িয়ে তুলেছে।
এক সাক্ষাৎকারে গুগল ক্লাউডের ভাইস প্রেসিডেন্ট অমিত জাভেরি বলেন, দশককালের দীর্ঘ চর্চাগুলো অব্যাহত রাখতে চায় মাইক্রোসফট। কম্পিউটারের সফটওয়্যারের বাজারে কোম্পানিটির একচেটিয়া আধিপত্য রয়েছে। এখন এই একাধিপত্যকে তারা ক্লাউড সেবায়ও প্রয়োগের চেষ্টা করছে।
তিনি আরও বলেন, ইতিমধ্যেই নিজের দখলে থাকা নেটওয়ার্কভিত্তিক কনটেন্ট ও সেবা ঘিরে দেয়াল তুলছে মাইক্রোসফট। এর ফলে এসব সেবার যে কোনোটি কিনতে হলে গ্রাহকদের মাইক্রোসফটের কাছেই যেতে হবে।
তবে এ ধরনের অভিযোগ অস্বীকার করে মাইক্রোসফটের এক মুখপাত্র বলেন, ক্লাউড সেবা কোম্পানিগুলোর মধ্যে যে সুস্থ প্রতিযোগিতা বিরাজমান আছে, তা সর্বশেষ স্বাধীন ডেটায় প্রমাণ মিলেছে। ২০২৩ সালে এডব্লিউএসের (আমাজনের ক্লাউড সার্ভিস) চেয়ে স্বল্প হলেও বেশি মুনাফা করেছে মাইক্রোসফট ও গুগল। যদিও উল্লেখযোগ্য ব্যবধান ধরে রেখে বিশ্বজুড়ে বাজারে শীর্ষস্থান বজায় রেখেছে আমাজন।
গত সোমবার গুগলের সূক্ষ্ম সমালোচনা করেন মাইক্রোসফট প্রেসিডেন্ট ব্র্যাড স্মিথ। তিনি বলেন, একটি কোম্পানি সরবরাহ শৃঙ্খলে এমন সর্বব্যাপী প্রভাব বিস্তার করেছে যাতে এআইভিত্তিক চিপ থেকে শুরু করে মোবাইলের অ্যাপ স্টোর পর্যন্ত পুরো বাজার তাঁর নিয়ন্ত্রণে থাকে।
মাইক্রোসফট বেছে বেছে ক্লাউড বিক্রেতাদের সঙ্গে করছে বলে অভিযোগ করেন জাভেরি। তিনি বলেন, এভাবে আলাদা চুক্তির মাধ্যমে বৃহত্তর সমস্যাগুলোকে এড়িয়ে যাচ্ছে মাইক্রোসফট।
জাভেরি বলেন, ‘খুবই চতুরতার সঙ্গে মাইক্রোসফট অভিযোগকারী ক্লাউড বিক্রেতাদের বাছাই করে এবং তাঁদের সঙ্গে একতরফা চুক্তি করে। কিন্তু বৃহত্তর সমস্যার সমাধান করে না।’
ট্রেড গ্রুপ সিআইএসপিই গত মাসে বলেছে, কোম্পানিটি ক্লাউড কম্পিউটিং লাইসেন্সিং বিষয়ে ইইউয়ের (ইউরোপীয় ইউনিয়নের) অনাস্থা অভিযোগের সমাধান করার জন্য মাইক্রোসফটের সঙ্গে আলোচনা করছে।
তবে এসব অভিযোগ অস্বীকার করে মাইক্রোসফটের মুখপাত্র বলেন, কোম্পানির লাইসেন্সিং শর্তাবলী পরিবর্তনসহ এসব উদ্বেগের সমাধানে এবং অন্যদের আরও সুযোগ দিতে স্বাধীন ক্লাউড সেবাদাতাদের অভিযোগ শোনাসহ সরাসরি গঠনমূলক উপায়ে কাজ করেছি। বিশ্বের ১০০টিরও বেশি ক্লাউড সেবাদাতা এরই মধ্যেই এসব উদ্যোগের সুবিধা পেয়েছে।
বন্ধুদের সঙ্গে রিলস ভাগাভাগির প্রক্রিয়া আরও সহজ করতে ‘ব্লেন্ড’ নামের নতুন ফিচার নিয়ে হাজির হলো ইনস্টাগ্রাম। এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা এখন তাঁদের বন্ধু বা গ্রুপ চ্যাটের সদস্যদের সঙ্গে একটি ব্যক্তিগত ও কাস্টমাইজড রিলস ফিড শেয়ার করতে পারবেন। তবে এই ফিচার ব্যবহার করতে হলে বন্ধুদের আমন্ত্রণ...
৮ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার ওয়েবসাইটে গুরুত্বপূর্ণ নিরাপত্তা ত্রুটি ধরিয়ে দিয়ে আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করেছেন ইরাকি কিশোর মুনতাধার মোহাম্মদ আহমেদ সালেহ। বাগদাদের আল-তারমিয়া জেলার আল-বায়ারিক উচ্চ বিদ্যালয়ের এই মেধাবী শিক্ষার্থী নিজের অসাধারণ প্রযুক্তি দক্ষতা দিয়ে নাসার বিশেষ প্রশংসা
১০ ঘণ্টা আগেমানুষের কাজের জগতে এক যুগান্তকারী পরিবর্তনের ইঙ্গিত নিয়ে বিশ্বের প্রযুক্তিকেন্দ্র সিলিকন ভ্যালিতে আত্মপ্রকাশ করল বিতর্কিত স্টার্টআপ ‘মেকানাইজ’। বিখ্যাত এআই গবেষক ও প্রতিষ্ঠাতা তামায় বেসিরোগ্লু ঘোষণা দিয়েছেন, এই স্টার্টআপের লক্ষ্য হলো—‘সব ধরনের কাজের পূর্ণ স্বয়ংক্রিয়করণ’ এবং ‘সম্পূর্ণ অর্থনীতির...
১১ ঘণ্টা আগেফোল্ডেবল ফোনের দৌড়ে যখন স্যামসাং, হুয়াওয়ে বা অপো একে অপরকে টপকে যাওয়ার প্রতিযোগিতায় ব্যস্ত, প্রযুক্তির বাজারে ঠিক তখন এক অপ্রত্যাশিত প্রতিদ্বন্দ্বী মাঠে নেমেছে। সেটি হলো—ভাঁজযোগ্য ইবুক রিডার। ই-ইংক প্রযুক্তির উন্নতির ফলে ই-রিডারে বই পড়ার অভিজ্ঞতা এখন অনেকটাই কাগজের বইয়ের মতো।
১৩ ঘণ্টা আগে