Ajker Patrika

গুগল ক্রোমে সর্বনিম্ন ১৫ মিনিটের সার্চ হিস্ট্রি মোছা যাবে 

প্রযুক্তি ডেস্ক
গুগল ক্রোমে সর্বনিম্ন ১৫ মিনিটের সার্চ হিস্ট্রি মোছা যাবে 

গোপনীয়তা বজায় রাখতে ইন্টারনেট ব্যবহারের পর অনেকেই ব্রাউজারের হিস্ট্রি মুছে ফেলতে স্বাচ্ছন্দ্যবোধ করেন। তবে অল্প সময়ের তথ্য মুছে ফেলতে চাইলেও তা করতে পারেন না ব্যবহারকারীরা। দেখা যায় হিস্ট্রি মুছতে হলে ব্রাউজারের সর্বশেষ এক ঘণ্টার তথ্যই মুছে ফেলতে হয়। এই সমস্যা সমাধানে এবার ক্রোম ব্রাউজারের সর্বনিম্ন ১৫ মিনিটের সার্চ হিস্ট্রি মুছে ফেলার সুবিধা নিয়ে এসেছে গুগল।

প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট অ্যান্ড্রয়েড পুলিশের প্রতিবেদন অনুযায়ী, নতুন এই সুবিধার নাম ‘কুইক ডিলিট’ ফিচার। গুগল জানায়, ‘কুইক ডিলিট’ ফিচারের মাধ্যমে সর্বনিম্ন ১৫ মিনিটের সার্চ হিস্ট্রি মুছে ফেলা যাবে। ফলে অল্প সময়ের ইন্টারনেট ব্যবহারের ইতিহাস দ্রুত মুছে ফেলার সুযোগ পাচ্ছেন ব্যবহারকারীরা। বর্তমানে ক্রোম ব্রাউজারে সর্বশেষ ১ ঘণ্টা, ২৪ ঘণ্টা, ৭ দিন, ১ মাস এবং সব সার্চ হিস্ট্রি মুছে ফেলার সুযোগ রয়েছে। 

এদিকে, দ্রুত সময়ের মধ্যে ক্রোমে একাধিক ট্যাব বন্ধে নতুন শর্টকাট ফিচার আনছে গুগল। এখনো পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে ফিচারটি। 

প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট অ্যান্ড্রয়েড পুলিশের প্রতিবেদন অনুযায়ী, গুগল ক্রোমে বিভিন্ন এক্সটেনশন ব্যবহারের সুবিধা ও নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। তবে একাধিক ট্যাব ব্যবহারের সময় গুগল ক্রোম অতিরিক্ত র‍্যাম ও প্রসেসরের ক্ষমতা ব্যবহার করে থাকে, যা ব্যবহারকারীর অসুবিধার কারণ হয়ে দাঁড়ায়। একাধিক ট্যাব ব্যবহারে ডিভাইসের গতিও কমে আসে। এসকল অভিযোগ আমলে নিয়ে ক্রোম ব্রাউজারে নতুন শর্টকাট ফিচার যুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে গুগল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

থানায় থানায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতাদের তালিকা হচ্ছে

চার মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানের সেবা ডিজিটাইজ করার নির্দেশ দিল সরকার

ককটেল ফুটতেই সেলুনে লুকায় পুলিশ, রণক্ষেত্র হয় এলাকা

বাংলাদেশ-পাকিস্তান সম্পর্ক নিয়ে আবারও যা বললেন ভারতের সেনাপ্রধান

মসজিদে লুকিয়েও রক্ষা পেলেন না স্বেচ্ছাসেবক লীগ নেতা ও তাঁর ভাই, ঘরবাড়ি জ্বালিয়ে দিল প্রতিপক্ষ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত