Ajker Patrika

থ্রেডসে নতুন দুই ফিচার: ক্যামেরা শর্টকাট ও ড্রাফট সেভ

থ্রেডসে নতুন দুই ফিচার: ক্যামেরা শর্টকাট ও ড্রাফট সেভ

থ্রেডসে ক্যামেরা শর্টকাট ও ড্রাফট সেভের ফিচার যুক্ত করল মেটা। প্ল্যাটফর্ম থেকে না বের হয়েই ক্যামেরা দিয়ে দ্রুত ছবি তৈরি করা যাবে। আর ড্রাফট ফিচারের মাধ্যমে কোনো পোস্টের খসড়া লেখে ব্যবহারকারীরা সেভ করে রাখতে পারবে। 
 
গত বৃহস্পতিবার ফিচার দুটি উন্মোচন করা হয়। মেটা বলেছে, ব্যবহারকারীদের অনেক দিনের অনুরোধের পরিপ্রেক্ষিতে ফিচারগুলোর নিয়ে আসা হয়েছে। 

বর্তমানে ফিচার দুটি শুধু যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীদের জন্য উন্মোচন করা হয়েছে। তবে শিগগিরই অন্যান্য দেশের ব্যবহারকারীদের জন্য ফিচারটি নিয়ে আসা হবে। 

ক্যামেরা শর্টকার্টটি খুবই গুরুত্বপূর্ণ একটি ফিচার। কারণ এই ফিচার ছাড়া থ্রেডস অ্যাপে শুধু ফোনের গ্যালারি থেকে ছবি ও ভিডিওগুলো আপলোড করতে যেত। এখন নতুন পোস্ট তৈরির সময় মিডিয়া, জিআইএফ, অডিও মেসেজ, ট্যাগের সঙ্গে ক্যামেরা শর্টকাট ফিচার দেখা যাবে। 

প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট নাইনটুভাইভ এর প্রতিবেদকে মেটা বলে, থ্রেডসের ট্রেক্সট টাইপের জায়গায় ফিচারটি রয়েছে এবং এর মাধ্যমে সরাসরি ক্যামরা চালু হবে। ফলে প্ল্যাটফর্মে ছবি শেয়ার করা সহজ হয়ে যাবে। 

নতুন পোস্ট তৈরির সময় মিডিয়া, জিআইএফ, অডিও মেসেজ, ট্যাগের সঙ্গে ক্যামেরা শর্টকাট ফিচার দেখা যাবে। ছবি: দ্য ভার্জ আরেক বহুল প্রতীক্ষিত ফিচার হলো খসড়া পোস্ট সংরক্ষণের সুবিধা বা সেভ ড্রাফটস। এর মাধ্যমে ব্যবহারকারীরা পোস্টের খসড়া সংরক্ষণ করতে এবং পরবর্তীতে এডিট করে তা প্ল্যাটফর্মটিতে শেয়ার করতে পারবে। ফিচারটির মাধ্যমে পোস্টগুলো যতক্ষণ ইচ্ছা আর্কাইভ করে রাখা যাবে। কোনো কিছু লেখার পর অ্যাপটি বন্ধ করে দিলে থ্রেডস স্বয়ংক্রিয়ভাবে সেভ করে রাখবে। 

এই বছরের শুরুর দিকে থ্রেডসে এক আপডেটের মাধ্যমে সার্চের ফলাফলকে কালানুক্রমিকভাবে ফিল্টার করার সুযোগ দেয়। তবে ফিচারটি একটি ‘অভ্যন্তরীণ প্রোটোটাইপ’ ছিল বলে প্ল্যাটফর্মটি থেকে সরিয়ে নেওয়া হয়। মেটা বলে, ফিচারটি দুর্ঘটনাবশত সীমিত সংখ্যক মানুষের কাজে উন্মোচিত হয়েছিল। 
 নতুন ফিচারটি ব্যবহার করা জন্য যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীদের থ্রেডসের সর্বশেষ সংস্করণ ইনস্টল করে রাখতে হবে। 

তথ্যসূত্র: নাইনটুফাইভ ম্যাক

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত