অনিন্দ্য মজুমদার অর্ণব
ডেস্কটপের ঘেরাটোপে বন্দী হয়ে একই জায়গায় বসে আর কত গেমিং করা যায়! এমন তো মনে হতেই পারে, এই অগ্রহায়ণের হিম হিম সন্ধ্যায় ছাদে বসে একটি রক্ত গরম করা গেম খেলছেন আপনি। মনে হলেই তো আর হলো না। তার জন্য পুরো গেমিং সেট টানাটানি করতে হবে—এটা ভাবলেই আপনার সে ইচ্ছা উবে যাবে। কিন্তু আসুস বলছে, সেটা আর হবে না। আপনার যেখানে ইচ্ছে, যখন ইচ্ছে বসে গেমিং করতে পারবেন। সে জন্য এবার গেমারদের জন্য ‘ভালো মানের’ ল্যাপটপ নিয়ে এসেছে তাইওয়ানের এ প্রতিষ্ঠানটি।
সম্প্রতি বাজারে এসেছে আসুসের ল্যাপটপ আসুস আরওজি জেফিরাস এম১৬। এতে ব্যবহার করা হয়েছে ইনটেল কোর-আই৯ ১১ হাজার ৯০০এইচের ২ দশমিক ৫ গিগাহার্জের প্রসেসর, ৪ জিবি র্যাম, ২ টেরাবাইট এসএসডি কার্ড এবং জিডিডিআর৬ ৮ জিবির গ্রাফিকস কার্ড। ১৬ ইঞ্চি ডিসপ্লের এই ল্যাপটপের রেজল্যুশন ২৫৬০×১৬০০ পিক্সেল হওয়ায় খুব স্বাচ্ছন্দ্যে ভিডিও উপভোগ করা যাবে। এই ডিসপ্লে, ১৬৫ হার্টজ রিফ্রেশ রেট, ৩এমএস রেসপন্স টাইম, ৫০০ নিট পিক ব্রাইটনেস, ১০০ শতাংশ ডিসিআই-পি৩ কালার গ্যামাট কভারেজ, ৯৪ শতাংশ স্ক্রিন-টু-বডি রেশিও এবং ডলবি ভিশন টেকনোলজি সাপোর্ট করে। এ ছাড়া আসুসের দাবি অনুসারে, ডিভাইসের এই স্ক্রিন, ফুল-স্পেকট্রাম কালার অ্যাকিউরেসিসহ আরওজি নেবুলা ডিসপ্লে হিসেবে তৈরি এবং এটি আগের কম্পিউটারগুলোর তুলনায় ৫ শতাংশ পর্যন্ত ছোট। এটি ওজনে হালকা হওয়ায় খুব সহজে ব্যাগে বহন করা যাবে। আসুস আরওজি জেফিরাস এম১৬ ১১ জেন ল্যাপটপে দেওয়া হয়েছে প্রতি ঘণ্টায় ৯০ ওয়াট ক্ষমতা সরবরাহকারী লাইন ব্যাটারি। ফলে দ্রুত চার্জ শেষ হওয়ার কিংবা ব্যাটারি ফুলে যাওয়ার কোনো আশঙ্কা নেই। এ ল্যাপটপটি এক চার্জে ১০ ঘণ্টা পর্যন্ত চলবে বলে দাবি করেছে আসুস।
ল্যাপটপটিতে ভিডিও কিংবা ছবি এডিটের ক্ষেত্রে স্বচ্ছ রং দেখা যাবে। আপডেট সব ফিচারের কারণে কোনো প্রকার বাধা বা আটকানো ছাড়া নির্ভুল কাজ করা সম্ভব হবে এতে। এই ল্যাপটপে উচ্চ রেজল্যুশনের গেম কোনো ধরনের বাধা ছাড়া খুব সহজেই খেলা যাবে। এতে ইন্টেলিজেন্ট কুলিং ফিচার আছে, যা লিকুইড মেটাল কম্পাউন্ড প্রয়োগে সিপিইউকে শীতল করে এবং আর্ক ফ্লো ফ্যান বায়ুপ্রবাহকে আরও বাড়িয়ে দেয়।
আসুসের এই ল্যাপটপে রয়েছে শক্ত, পূর্ণদৈর্ঘ্যের এবং আর্গোনোমিকভাবে ডিজাইন করা ব্যাকলিট কি-বোর্ড। এই ল্যাপটপের দাম নির্ধারণ করেছে বাংলাদেশি মুদ্রায় ২ লাখ ২৯ হাজার ৯০০ টাকা।
সূত্র: ল্যাপটপ ম্যাগ
ডেস্কটপের ঘেরাটোপে বন্দী হয়ে একই জায়গায় বসে আর কত গেমিং করা যায়! এমন তো মনে হতেই পারে, এই অগ্রহায়ণের হিম হিম সন্ধ্যায় ছাদে বসে একটি রক্ত গরম করা গেম খেলছেন আপনি। মনে হলেই তো আর হলো না। তার জন্য পুরো গেমিং সেট টানাটানি করতে হবে—এটা ভাবলেই আপনার সে ইচ্ছা উবে যাবে। কিন্তু আসুস বলছে, সেটা আর হবে না। আপনার যেখানে ইচ্ছে, যখন ইচ্ছে বসে গেমিং করতে পারবেন। সে জন্য এবার গেমারদের জন্য ‘ভালো মানের’ ল্যাপটপ নিয়ে এসেছে তাইওয়ানের এ প্রতিষ্ঠানটি।
সম্প্রতি বাজারে এসেছে আসুসের ল্যাপটপ আসুস আরওজি জেফিরাস এম১৬। এতে ব্যবহার করা হয়েছে ইনটেল কোর-আই৯ ১১ হাজার ৯০০এইচের ২ দশমিক ৫ গিগাহার্জের প্রসেসর, ৪ জিবি র্যাম, ২ টেরাবাইট এসএসডি কার্ড এবং জিডিডিআর৬ ৮ জিবির গ্রাফিকস কার্ড। ১৬ ইঞ্চি ডিসপ্লের এই ল্যাপটপের রেজল্যুশন ২৫৬০×১৬০০ পিক্সেল হওয়ায় খুব স্বাচ্ছন্দ্যে ভিডিও উপভোগ করা যাবে। এই ডিসপ্লে, ১৬৫ হার্টজ রিফ্রেশ রেট, ৩এমএস রেসপন্স টাইম, ৫০০ নিট পিক ব্রাইটনেস, ১০০ শতাংশ ডিসিআই-পি৩ কালার গ্যামাট কভারেজ, ৯৪ শতাংশ স্ক্রিন-টু-বডি রেশিও এবং ডলবি ভিশন টেকনোলজি সাপোর্ট করে। এ ছাড়া আসুসের দাবি অনুসারে, ডিভাইসের এই স্ক্রিন, ফুল-স্পেকট্রাম কালার অ্যাকিউরেসিসহ আরওজি নেবুলা ডিসপ্লে হিসেবে তৈরি এবং এটি আগের কম্পিউটারগুলোর তুলনায় ৫ শতাংশ পর্যন্ত ছোট। এটি ওজনে হালকা হওয়ায় খুব সহজে ব্যাগে বহন করা যাবে। আসুস আরওজি জেফিরাস এম১৬ ১১ জেন ল্যাপটপে দেওয়া হয়েছে প্রতি ঘণ্টায় ৯০ ওয়াট ক্ষমতা সরবরাহকারী লাইন ব্যাটারি। ফলে দ্রুত চার্জ শেষ হওয়ার কিংবা ব্যাটারি ফুলে যাওয়ার কোনো আশঙ্কা নেই। এ ল্যাপটপটি এক চার্জে ১০ ঘণ্টা পর্যন্ত চলবে বলে দাবি করেছে আসুস।
ল্যাপটপটিতে ভিডিও কিংবা ছবি এডিটের ক্ষেত্রে স্বচ্ছ রং দেখা যাবে। আপডেট সব ফিচারের কারণে কোনো প্রকার বাধা বা আটকানো ছাড়া নির্ভুল কাজ করা সম্ভব হবে এতে। এই ল্যাপটপে উচ্চ রেজল্যুশনের গেম কোনো ধরনের বাধা ছাড়া খুব সহজেই খেলা যাবে। এতে ইন্টেলিজেন্ট কুলিং ফিচার আছে, যা লিকুইড মেটাল কম্পাউন্ড প্রয়োগে সিপিইউকে শীতল করে এবং আর্ক ফ্লো ফ্যান বায়ুপ্রবাহকে আরও বাড়িয়ে দেয়।
আসুসের এই ল্যাপটপে রয়েছে শক্ত, পূর্ণদৈর্ঘ্যের এবং আর্গোনোমিকভাবে ডিজাইন করা ব্যাকলিট কি-বোর্ড। এই ল্যাপটপের দাম নির্ধারণ করেছে বাংলাদেশি মুদ্রায় ২ লাখ ২৯ হাজার ৯০০ টাকা।
সূত্র: ল্যাপটপ ম্যাগ
তরুণ উদ্ভাবকদের উৎসাহিত করতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) প্রথমবারের মতো আয়োজন করেছে টেলিকম ও ডিজিটাল উদ্ভাবনী মেলা। রাজধানীর আগারগাঁওয়ে বিটিআরসি প্রাঙ্গণে আজ বুধবার (২৩ জুলাই) দিনব্যাপী এই মেলা অনুষ্ঠিত হয়। মেলায় দেশের বিভিন্ন টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান, উদ্ভাবক...
৫ ঘণ্টা আগেঅ্যাপল সাপ্লাই চেইন বিশ্লেষক মিং-চি কুও গত মার্চেই এই একই ডিসপ্লে সাইজের কথা বলেছিলেন। ফলে এবার একাধিক সূত্র থেকে একই তথ্য পাওয়া গেল, যদিও ট্রেন্ডফোর্স কুওর তথ্যই পুনরাবৃত্তি করছে কি না, তা নিয়ে সন্দেহ আছে।
১৪ ঘণ্টা আগেমাইক্রোসফটের শেয়ারপয়েন্ট সফটওয়্যারের ত্রুটি কাজে লাগিয়ে যুক্তরাষ্ট্রের পারমাণবিক অস্ত্র ব্যবস্থাপনার দায়িত্বপ্রাপ্ত সংস্থা ন্যাশনাল নিউক্লিয়ার সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশনের (এনএনএসএ) সিস্টেমে হ্যাকিংয়ের ঘটনা ঘটেছে। বিষয়টি সম্পর্কে জানা একটি সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ব্লুমবার্গ।
১৬ ঘণ্টা আগেআকাশে এবং পানির নিচে ডুবে চলাফেরা করতে পারবে এমন একটি ‘হাইব্রিড ড্রোন’ তৈরি করেছেন ডেনমার্কের আলবরগ ইউনিভার্সিটির কিছু শিক্ষার্থী। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিওতে দেখা গেছে, ড্রোনটি বড় একটি পুলের পাশে থেকে উড়ে উঠে সোজা পানির নিচে ডুব দেয়।
১৮ ঘণ্টা আগে