কৃত্রিম বুদ্ধিমত্তা
এ বছর আলোচনার মধ্যমণি ছিল এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা। ২০২২ সালের শেষের দিকে ওপেন এআই চ্যাটজিপিটি সারা বিশ্বে ব্যাপক সাড়া ফেলে। যেকোনো বিষয়ে পরামর্শ থেকে শুরু করে পাঠ্যসূচি ও গবেষণার কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে চ্যাটজিপিটি। নিখুঁত ও জটিল বিষয় সহজ করতে এ বছরের মার্চে ওপেন এআই নিয়ে আসে জিপিটি-৪। চ্যাটজিপিটি যেকোনো প্রশ্নের উত্তর দেওয়ার পাশাপাশি কনটেন্ট তৈরি, বড় লেখাকে সামারি আকারে প্রকাশ, কোডিং, লেখা সম্পাদনা, বানান যাচাই ও গণিতের সমস্যা সমাধান করতে পারে। চ্যাটজিপিটি ছাড়াও আলোচনায় ছিল গুগলের বার্ড ও মাইক্রোসফটের বিং চ্যাট।
ডিপফেইক
কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে বাস্তবে ঘটেনি এমন ভিডিও নিখুঁতভাবে তৈরি করাই ডিপফেইকের কাজ। শুরুতে সিনেমা ও ভালো কাজে ব্যবহার করা হলেও এ বছর ঠিক উল্টো পথে হেঁটেছে ডিপফেইক। এই প্রযুক্তি গভীরভাবে অ্যালগরিদম পড়তে পারে। ফলে বিশালসংখ্যক ডেটা সংগ্রহ করে মানুষের ওপর নকল ভিডিও তৈরির সক্ষমতা অর্জন করে। একটি ভিডিও থেকে কোনো ব্যক্তির মুখ পরিবর্তন করে অন্য ব্যক্তির মুখ বসাতে ডিপ নিউরাল নেটওয়ার্কের মাধ্যমে ব্যক্তির নড়াচড়া ও অঙ্গভঙ্গি ভালোভাবে পর্যবেক্ষণ করা হয়। এরপর এগুলো অন্য ব্যক্তির মুখের সঙ্গে সামঞ্জস্য করে ডিপফেইক তৈরি করা হয়। ভিডিওতে কোনো ধরনের খুঁত থাকলে জেনারেটিভ অ্যাডভার্সিয়াল নেটওয়ার্ক তা ঠিক করে নিতে সাহায্য করে। পুরো প্রক্রিয়া জটিল হলেও বিভিন্ন ধরনের অ্যাপ সেটা সহজ করে দিয়েছে।
মিডজার্নি ও ডাল ই-৩
ছবি তৈরি করে এ বছরের জানুয়ারির দিকে প্রযুক্তিপাড়ায় বেশ আলোচিত হয় ডিসকর্ডের মিডজার্নি বট। নির্দিষ্ট কিছু কমান্ড ব্যবহার করে ছবি আঁকার স্বাদ দেয় মিডজার্নি। শুরুতে বিনা মূল্যে পাওয়া গেলেও পরে সাবস্ক্রিপশন চালু করে প্রতিষ্ঠানটি।
ডাল ই-৩ মিডজার্নির মতোই কাজ করে। এতে প্রম্পটের মাধ্যমে লেখা থেকে কৃত্রিম ছবি তৈরি করা যায়। এ বছরের আগস্টে ওপেনএআই ডাল ই-৩ নিয়ে আসে। এর সঙ্গে চ্যাটজিপিটির সুবিধা আছে। কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে উন্নত ও নিখুঁত ছবি তৈরিতে ডাল ই-৩ বেশ কার্যকরি।
এআই পিন
স্মার্টফোনের বিকল্প হিসেবে এআই পিন এনেছে হিউম্যান। ডিভাইসটি দেখতে বর্গাকৃতির এবং এতে স্ক্রিনের পরিবর্তে ছোট একটি প্রজেক্টর আছে। ডিভাইসটি চালু করার পর হাতের তালু সামনে ধরলে প্রজেক্টর থেকে আসা আলো অনেকটা স্ক্রিনের মতো কাজ করে। মূলত চুম্বকের মাধ্যমে শরীরের সঙ্গে আটকে রাখা যায় হিউম্যানের এআই পিন। গ্রাহকের ভয়েস বা ট্যাপের মাধ্যমে ডিভাইসটি সক্রিয় হয়। এতে আছে জিপিটি-৪-এর সুবিধাও। হিউম্যানের এআই পিনে কসমোস অপারেটিং সিস্টেম ব্যবহার করা হয়। মূল ডিভাইসের ওজন ৩৪ গ্রাম, আছে ১৩ মেগাপিক্সেল ক্যামেরা। এতে পারসনিক স্পিকার ব্যবহার করা হয়েছে। ব্লুটুথ মাধ্যমেও এআই পিন ব্যবহার করা যাবে।
মেটা সিমলেস এমফোরটি
মেটা এ বছরের আগস্টে সিমলেস এমফোরটি নামে একটি এআই মডেল উন্মোচন করে। সিমলেস এমফোরটি শব্দ শুনে বা লেখা থেকে দ্রুত এবং দক্ষতার সঙ্গে ১০০টির বেশি ভাষায় অনুবাদ করতে সক্ষম। মাল্টিমোডাল এবং বহুভাষিক এআই মডেলের দুনিয়ায় সিমলেস এমফোরটিই প্রথম। এটি যেকোনো ভাষা বা বাক্য শনাক্ত করার পাশাপাশি মুখ থেকে উচ্চারিত শব্দ সরাসরি অনুবাদ করতে পারে।
কোয়ান্টাম কম্পিউটিং
এ বছর কোয়ান্টাম কম্পিউটারকে আইবিএম, ইনটেল, গুগলসহ বড় প্রতিষ্ঠানগুলো বিশ্ববিদ্যালয়ের ল্যাবরেটরি থেকে বের করে এনেছে। এ খাতে তারা প্রচুর অর্থ ব্যয় করে গবেষণা চালাচ্ছে। ফলে এ বছর কোয়ান্টাম কম্পিউটিং জগতে ত্রুটি সহনশীলতা, বর্ধিত কিউবিট সমন্বয়, স্ক্যালাবিলিটি ইত্যাদি বিষয়ে বেশ কিছু অগ্রগতি দেখা যায়। এগুলো কোয়ান্টাম কম্পিউটিংয়ে আশার আলো দেখাচ্ছে। সম্প্রতি আইবিএম নতুন কোয়ান্টাম চিপ উন্মোচন করে। বিশ্বের সবচেয়ে শক্তিশালী কোয়ান্টাম কম্পিউটার ‘অসপ’ আইবিএমের তৈরি।
ব্লকচেইন
লেনদেনে স্বচ্ছতা ও তৃতীয় পক্ষের হস্তক্ষেপ ছাড়া তথ্য আদান-প্রদানের সবচেয়ে নির্ভরযোগ্য প্রক্রিয়া হচ্ছে ব্লকচেইন। এই পদ্ধতিতে লেনদেনের তথ্য কিংবা অর্থ বেহাতের সুযোগ থাকে না। হ্যাকাররা চাইলেও ব্লকচেইনের নিরাপত্তা ভেদ করে তথ্য হাতিয়ে নিতে পারে না। বর্তমানে এটি বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। ভবিষ্যতে লেনদেনে মূলধারার মাধ্যম হয়ে উঠতে পারে ব্লকচেইন প্রযুক্তি।
কৃত্রিম বুদ্ধিমত্তা
এ বছর আলোচনার মধ্যমণি ছিল এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা। ২০২২ সালের শেষের দিকে ওপেন এআই চ্যাটজিপিটি সারা বিশ্বে ব্যাপক সাড়া ফেলে। যেকোনো বিষয়ে পরামর্শ থেকে শুরু করে পাঠ্যসূচি ও গবেষণার কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে চ্যাটজিপিটি। নিখুঁত ও জটিল বিষয় সহজ করতে এ বছরের মার্চে ওপেন এআই নিয়ে আসে জিপিটি-৪। চ্যাটজিপিটি যেকোনো প্রশ্নের উত্তর দেওয়ার পাশাপাশি কনটেন্ট তৈরি, বড় লেখাকে সামারি আকারে প্রকাশ, কোডিং, লেখা সম্পাদনা, বানান যাচাই ও গণিতের সমস্যা সমাধান করতে পারে। চ্যাটজিপিটি ছাড়াও আলোচনায় ছিল গুগলের বার্ড ও মাইক্রোসফটের বিং চ্যাট।
ডিপফেইক
কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে বাস্তবে ঘটেনি এমন ভিডিও নিখুঁতভাবে তৈরি করাই ডিপফেইকের কাজ। শুরুতে সিনেমা ও ভালো কাজে ব্যবহার করা হলেও এ বছর ঠিক উল্টো পথে হেঁটেছে ডিপফেইক। এই প্রযুক্তি গভীরভাবে অ্যালগরিদম পড়তে পারে। ফলে বিশালসংখ্যক ডেটা সংগ্রহ করে মানুষের ওপর নকল ভিডিও তৈরির সক্ষমতা অর্জন করে। একটি ভিডিও থেকে কোনো ব্যক্তির মুখ পরিবর্তন করে অন্য ব্যক্তির মুখ বসাতে ডিপ নিউরাল নেটওয়ার্কের মাধ্যমে ব্যক্তির নড়াচড়া ও অঙ্গভঙ্গি ভালোভাবে পর্যবেক্ষণ করা হয়। এরপর এগুলো অন্য ব্যক্তির মুখের সঙ্গে সামঞ্জস্য করে ডিপফেইক তৈরি করা হয়। ভিডিওতে কোনো ধরনের খুঁত থাকলে জেনারেটিভ অ্যাডভার্সিয়াল নেটওয়ার্ক তা ঠিক করে নিতে সাহায্য করে। পুরো প্রক্রিয়া জটিল হলেও বিভিন্ন ধরনের অ্যাপ সেটা সহজ করে দিয়েছে।
মিডজার্নি ও ডাল ই-৩
ছবি তৈরি করে এ বছরের জানুয়ারির দিকে প্রযুক্তিপাড়ায় বেশ আলোচিত হয় ডিসকর্ডের মিডজার্নি বট। নির্দিষ্ট কিছু কমান্ড ব্যবহার করে ছবি আঁকার স্বাদ দেয় মিডজার্নি। শুরুতে বিনা মূল্যে পাওয়া গেলেও পরে সাবস্ক্রিপশন চালু করে প্রতিষ্ঠানটি।
ডাল ই-৩ মিডজার্নির মতোই কাজ করে। এতে প্রম্পটের মাধ্যমে লেখা থেকে কৃত্রিম ছবি তৈরি করা যায়। এ বছরের আগস্টে ওপেনএআই ডাল ই-৩ নিয়ে আসে। এর সঙ্গে চ্যাটজিপিটির সুবিধা আছে। কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে উন্নত ও নিখুঁত ছবি তৈরিতে ডাল ই-৩ বেশ কার্যকরি।
এআই পিন
স্মার্টফোনের বিকল্প হিসেবে এআই পিন এনেছে হিউম্যান। ডিভাইসটি দেখতে বর্গাকৃতির এবং এতে স্ক্রিনের পরিবর্তে ছোট একটি প্রজেক্টর আছে। ডিভাইসটি চালু করার পর হাতের তালু সামনে ধরলে প্রজেক্টর থেকে আসা আলো অনেকটা স্ক্রিনের মতো কাজ করে। মূলত চুম্বকের মাধ্যমে শরীরের সঙ্গে আটকে রাখা যায় হিউম্যানের এআই পিন। গ্রাহকের ভয়েস বা ট্যাপের মাধ্যমে ডিভাইসটি সক্রিয় হয়। এতে আছে জিপিটি-৪-এর সুবিধাও। হিউম্যানের এআই পিনে কসমোস অপারেটিং সিস্টেম ব্যবহার করা হয়। মূল ডিভাইসের ওজন ৩৪ গ্রাম, আছে ১৩ মেগাপিক্সেল ক্যামেরা। এতে পারসনিক স্পিকার ব্যবহার করা হয়েছে। ব্লুটুথ মাধ্যমেও এআই পিন ব্যবহার করা যাবে।
মেটা সিমলেস এমফোরটি
মেটা এ বছরের আগস্টে সিমলেস এমফোরটি নামে একটি এআই মডেল উন্মোচন করে। সিমলেস এমফোরটি শব্দ শুনে বা লেখা থেকে দ্রুত এবং দক্ষতার সঙ্গে ১০০টির বেশি ভাষায় অনুবাদ করতে সক্ষম। মাল্টিমোডাল এবং বহুভাষিক এআই মডেলের দুনিয়ায় সিমলেস এমফোরটিই প্রথম। এটি যেকোনো ভাষা বা বাক্য শনাক্ত করার পাশাপাশি মুখ থেকে উচ্চারিত শব্দ সরাসরি অনুবাদ করতে পারে।
কোয়ান্টাম কম্পিউটিং
এ বছর কোয়ান্টাম কম্পিউটারকে আইবিএম, ইনটেল, গুগলসহ বড় প্রতিষ্ঠানগুলো বিশ্ববিদ্যালয়ের ল্যাবরেটরি থেকে বের করে এনেছে। এ খাতে তারা প্রচুর অর্থ ব্যয় করে গবেষণা চালাচ্ছে। ফলে এ বছর কোয়ান্টাম কম্পিউটিং জগতে ত্রুটি সহনশীলতা, বর্ধিত কিউবিট সমন্বয়, স্ক্যালাবিলিটি ইত্যাদি বিষয়ে বেশ কিছু অগ্রগতি দেখা যায়। এগুলো কোয়ান্টাম কম্পিউটিংয়ে আশার আলো দেখাচ্ছে। সম্প্রতি আইবিএম নতুন কোয়ান্টাম চিপ উন্মোচন করে। বিশ্বের সবচেয়ে শক্তিশালী কোয়ান্টাম কম্পিউটার ‘অসপ’ আইবিএমের তৈরি।
ব্লকচেইন
লেনদেনে স্বচ্ছতা ও তৃতীয় পক্ষের হস্তক্ষেপ ছাড়া তথ্য আদান-প্রদানের সবচেয়ে নির্ভরযোগ্য প্রক্রিয়া হচ্ছে ব্লকচেইন। এই পদ্ধতিতে লেনদেনের তথ্য কিংবা অর্থ বেহাতের সুযোগ থাকে না। হ্যাকাররা চাইলেও ব্লকচেইনের নিরাপত্তা ভেদ করে তথ্য হাতিয়ে নিতে পারে না। বর্তমানে এটি বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। ভবিষ্যতে লেনদেনে মূলধারার মাধ্যম হয়ে উঠতে পারে ব্লকচেইন প্রযুক্তি।
যুক্তরাজ্যে পর্নোগ্রাফি দেখতে হলে এখন থেকে বয়স যাচাইয়ের জন্য সেলফি কিংবা ছবিসহ আইডি কার্ড দেখানো বাধ্যতামূলক করা হয়েছে। গত শুক্রবার (২৫ জুলাই) থেকে কার্যকর হওয়া সরকারের নতুন নিয়ম অনুযায়ী, পর্নো কনটেন্ট প্রকাশ বা প্রদর্শনকারী যেকোনো ওয়েবসাইটকে ‘ব্যাপকভাবে কার্যকর’ বয়স যাচাইকরণ ব্যবস্থা চালু করতে হবে।
৩ ঘণ্টা আগেঅস্ট্রেলিয়ায় চলতি মাসে অনুষ্ঠিত আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের (আইএমও) প্রশ্ন মানুষের মতো সমাধান করে ‘স্বর্ণপদকের মান’ (গোল্ড স্ট্যান্ডার্ড) অর্জন করেছে গুগল ডিপমাইন্ডের তৈরি একটি চ্যাটবট এআই সিস্টেম। ছয়টি সমস্যার মধ্যে পাঁচটির সমাধান করে এই কৃত্রিম বুদ্ধিমত্তা প্রথমবারের মতো এমন উচ্চস্তরের পারফরম্যা
৫ ঘণ্টা আগেবিশ্বব্যাপী কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি নিয়ে সহযোগিতা বাড়াতে একটি নতুন আন্তর্জাতিক সংস্থা গঠনের প্রস্তাব করছে চীন। গতকাল শনিবার শাংহাইয়ে অনুষ্ঠিত ‘ওয়ার্ল্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কনফারেন্স’-এ চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং এই প্রস্তাব দেন।
৭ ঘণ্টা আগেসামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক, ইনস্টাগ্রাম ও থ্রেডসের মূল প্রতিষ্ঠান মেটা চলতি বছরের অক্টোবরে ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) সব ধরনের রাজনৈতিক বিজ্ঞাপন বন্ধ করে দেবে। নতুন আইনকে ‘অকার্যকরযোগ্য’ দাবি করে এই সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটি।
৭ ঘণ্টা আগে