ফেসবুকে একই নামে বিভিন্ন প্রোফাইল থাকে। তাই এসব নামের ভিড়ে বন্ধু ও পরিচিতরা আপনার আইডি সহজে খুঁজে পায় না। বিশেষ করে প্রোফাইল ছবিতে নিজের ছবি না থাকলে। তাই প্রোফাইল নামের পাশে নিকনেম বা ডাকনাম যুক্ত করার সুযোগ দিয়েছে ফেসবুক। এভাবে অন্যরা ডাকনাম ও মূল নাম দেখে আপনার আইডি সহজেই শনাক্ত করতে পারবে এবং ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারবে। একই সঙ্গে ইংরেজি ও বাংলায় প্রোফাইল নাম দেখানোর জন্যও এই ফিচার ব্যবহার করা যায়।
ফেসবুকের ডাকনামটি প্রোফাইল নামের পাশে ব্র্যাকেটে থাকবে। ফেসবুকে নিকনেম বা ডাকনাম সেট করার প্রক্রিয়াটি খুবই সহজ। এ জন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন—
১. ফেসবুক অ্যাপ চালু করুন।
২. বামপাশের ওপরের দিকে থাকা প্রোফাইল ছবিতে ট্যাপ করুন। এর ফলে আপনার প্রোফাইল পেজ চালু হবে।
৩. প্রোফাইল পেজের ওপরে থাকা ‘এডিট প্রোফাইল’ অপশনে ট্যাপ করুন।
৪. এরপর প্রোফাইল পেজের ডিটেইলস অপশনের একদম নিচে থাকা ‘সি ইউর অ্যাবাউট ইনফো’ তে ট্যাপ করতে হবে।
৫. এবার নিচে স্ক্রল করে ‘আদারস নেম’ অপশনে সেকশনের নিচে থাকা ‘অ্যাড আদার নেম’–এ ট্যাপ করতে হবে।
৬. পরের পেজে একটি বক্স দেখা যাবে। এখানে পছন্দমতো ডাকনাম টাইপ করুন।
৭. এরপর ‘শো অ্যাট টপ অব প্রোফাইল’ অপশনে টিক দিতে হবে।
৮. এখন ‘সেভ’ বাটনে ট্যাপ করলেই প্রোফাইল পেজে নামের পাশে ডাকনাম যুক্ত হবে।
ডাকনাম এডিট বা মুছে ফেলবেন যেভাবে
কোনো সময় ডাকনাম মুছে ফেলতে চাইলেও তা সহজেই করা যায়। এ জন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন—
১. ফেসবুক অ্যাপ চালু করুন।
২. বামপাশের ওপরের দিকে থাকা প্রোফাইল ছবিতে ট্যাপ করুন। এর ফলে আপনার প্রোফাইল পেজ চালু হবে।
৩. প্রোফাইল পেজের ওপরে থাকা ‘এডিট প্রোফাইল’ অপশনে ট্যাপ করুন।
৪. এরপর প্রোফাইল পেজের ডিটেইলস অপশনের একদম নিচে থাকা ‘সি ইউর অ্যাবাউট ইনফো’–তে ট্যাপ করতে হবে।
৫. এবার নিচে স্ক্রল করে ‘আদারস নেম’ অপশনের নিচে আগে থেকে সেট করা ডাকনামগুলো দেখা যাবে।
৬. যে ডাকনামটি এডিট বা মুছে ফেলতে চান তার পাশার ‘এডিট’ (কলমের মতো আইকোন) আইকোনে ট্যাপ করুন।
৭. এখন একটি ছোট পপ আপ মেনু দেখা যাবে। এখন ডাকনামটি মুছে ফেলতে পপআপ মেনুর ডিলিট অপশনে ট্যাপ করুন।
আর ডাকনামটি এডিট করতে ‘এডিট’ অপশনে ট্যাপ করুন। পরের পেজে একটি বক্স দেখা যাবে। এখানে পছন্দমতো ডাকনাম টাইপ করুন। এরপর ‘শো অ্যাট টপ অব প্রোফাইল’ অপশনে টিক দিয়ে ‘সেভ’ বাটনে ট্যাপ করলেই এডিট করা নতুন ডাকনামটি প্রোফাইল নামের পাশে সেট হবে।
ফেসবুকে একই নামে বিভিন্ন প্রোফাইল থাকে। তাই এসব নামের ভিড়ে বন্ধু ও পরিচিতরা আপনার আইডি সহজে খুঁজে পায় না। বিশেষ করে প্রোফাইল ছবিতে নিজের ছবি না থাকলে। তাই প্রোফাইল নামের পাশে নিকনেম বা ডাকনাম যুক্ত করার সুযোগ দিয়েছে ফেসবুক। এভাবে অন্যরা ডাকনাম ও মূল নাম দেখে আপনার আইডি সহজেই শনাক্ত করতে পারবে এবং ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারবে। একই সঙ্গে ইংরেজি ও বাংলায় প্রোফাইল নাম দেখানোর জন্যও এই ফিচার ব্যবহার করা যায়।
ফেসবুকের ডাকনামটি প্রোফাইল নামের পাশে ব্র্যাকেটে থাকবে। ফেসবুকে নিকনেম বা ডাকনাম সেট করার প্রক্রিয়াটি খুবই সহজ। এ জন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন—
১. ফেসবুক অ্যাপ চালু করুন।
২. বামপাশের ওপরের দিকে থাকা প্রোফাইল ছবিতে ট্যাপ করুন। এর ফলে আপনার প্রোফাইল পেজ চালু হবে।
৩. প্রোফাইল পেজের ওপরে থাকা ‘এডিট প্রোফাইল’ অপশনে ট্যাপ করুন।
৪. এরপর প্রোফাইল পেজের ডিটেইলস অপশনের একদম নিচে থাকা ‘সি ইউর অ্যাবাউট ইনফো’ তে ট্যাপ করতে হবে।
৫. এবার নিচে স্ক্রল করে ‘আদারস নেম’ অপশনে সেকশনের নিচে থাকা ‘অ্যাড আদার নেম’–এ ট্যাপ করতে হবে।
৬. পরের পেজে একটি বক্স দেখা যাবে। এখানে পছন্দমতো ডাকনাম টাইপ করুন।
৭. এরপর ‘শো অ্যাট টপ অব প্রোফাইল’ অপশনে টিক দিতে হবে।
৮. এখন ‘সেভ’ বাটনে ট্যাপ করলেই প্রোফাইল পেজে নামের পাশে ডাকনাম যুক্ত হবে।
ডাকনাম এডিট বা মুছে ফেলবেন যেভাবে
কোনো সময় ডাকনাম মুছে ফেলতে চাইলেও তা সহজেই করা যায়। এ জন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন—
১. ফেসবুক অ্যাপ চালু করুন।
২. বামপাশের ওপরের দিকে থাকা প্রোফাইল ছবিতে ট্যাপ করুন। এর ফলে আপনার প্রোফাইল পেজ চালু হবে।
৩. প্রোফাইল পেজের ওপরে থাকা ‘এডিট প্রোফাইল’ অপশনে ট্যাপ করুন।
৪. এরপর প্রোফাইল পেজের ডিটেইলস অপশনের একদম নিচে থাকা ‘সি ইউর অ্যাবাউট ইনফো’–তে ট্যাপ করতে হবে।
৫. এবার নিচে স্ক্রল করে ‘আদারস নেম’ অপশনের নিচে আগে থেকে সেট করা ডাকনামগুলো দেখা যাবে।
৬. যে ডাকনামটি এডিট বা মুছে ফেলতে চান তার পাশার ‘এডিট’ (কলমের মতো আইকোন) আইকোনে ট্যাপ করুন।
৭. এখন একটি ছোট পপ আপ মেনু দেখা যাবে। এখন ডাকনামটি মুছে ফেলতে পপআপ মেনুর ডিলিট অপশনে ট্যাপ করুন।
আর ডাকনামটি এডিট করতে ‘এডিট’ অপশনে ট্যাপ করুন। পরের পেজে একটি বক্স দেখা যাবে। এখানে পছন্দমতো ডাকনাম টাইপ করুন। এরপর ‘শো অ্যাট টপ অব প্রোফাইল’ অপশনে টিক দিয়ে ‘সেভ’ বাটনে ট্যাপ করলেই এডিট করা নতুন ডাকনামটি প্রোফাইল নামের পাশে সেট হবে।
যুক্তরাজ্যে পর্নোগ্রাফি দেখতে হলে এখন থেকে বয়স যাচাইয়ের জন্য সেলফি কিংবা ছবিসহ আইডি কার্ড দেখানো বাধ্যতামূলক করা হয়েছে। গত শুক্রবার (২৫ জুলাই) থেকে কার্যকর হওয়া সরকারের নতুন নিয়ম অনুযায়ী, পর্নো কনটেন্ট প্রকাশ বা প্রদর্শনকারী যেকোনো ওয়েবসাইটকে ‘ব্যাপকভাবে কার্যকর’ বয়স যাচাইকরণ ব্যবস্থা চালু করতে হবে।
৫ ঘণ্টা আগেঅস্ট্রেলিয়ায় চলতি মাসে অনুষ্ঠিত আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের (আইএমও) প্রশ্ন মানুষের মতো সমাধান করে ‘স্বর্ণপদকের মান’ (গোল্ড স্ট্যান্ডার্ড) অর্জন করেছে গুগল ডিপমাইন্ডের তৈরি একটি চ্যাটবট এআই সিস্টেম। ছয়টি সমস্যার মধ্যে পাঁচটির সমাধান করে এই কৃত্রিম বুদ্ধিমত্তা প্রথমবারের মতো এমন উচ্চস্তরের পারফরম্যা
৭ ঘণ্টা আগেবিশ্বব্যাপী কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি নিয়ে সহযোগিতা বাড়াতে একটি নতুন আন্তর্জাতিক সংস্থা গঠনের প্রস্তাব করছে চীন। গতকাল শনিবার শাংহাইয়ে অনুষ্ঠিত ‘ওয়ার্ল্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কনফারেন্স’-এ চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং এই প্রস্তাব দেন।
৮ ঘণ্টা আগেসামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক, ইনস্টাগ্রাম ও থ্রেডসের মূল প্রতিষ্ঠান মেটা চলতি বছরের অক্টোবরে ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) সব ধরনের রাজনৈতিক বিজ্ঞাপন বন্ধ করে দেবে। নতুন আইনকে ‘অকার্যকরযোগ্য’ দাবি করে এই সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটি।
৮ ঘণ্টা আগে