Ajker Patrika

জিমেইলে এআই টুল যুক্ত করছে গুগল 

প্রযুক্তি ডেস্ক
জিমেইলে এআই টুল যুক্ত করছে গুগল 

গত ৭ ফেব্রুয়ারি নিজস্ব সার্চ ইঞ্জিন বিং-এ চ্যাটজিপিটি যুক্ত করার ঘোষণা দেয় মাইক্রোসফট। ফলে ইন্টারনেটে তথ্য খোঁজের পাশাপাশি বিভিন্ন কাজে কৃত্রিম বুদ্ধিমত্তাচালিত চ্যাটবটের সাহায্য নিতে পারছেন ব্যবহারকারীরা। এ চ্যাটবটের সুবিধা থাকায় বিং সার্চ ইঞ্জিনের ব্যবহার এরই মধ্যে বেড়েছে কয়েক গুণ। চ্যাটজিপিটি উন্মোচনের পর থেকে উদ্বিগ্ন গুগল নিজেদের চ্যাটবট ‘বার্ড’ আনার ঘোষণা দেয়। এরই ধারাবাহিকতায় জিমেইলে এআই টুল আনছে টেক জায়ান্ট প্রতিষ্ঠানটি।

প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট সি-নেটের প্রতিবেদন অনুযায়ী, শুধু জিমেইল নয়, একই সঙ্গে কোলাবরেশন ও ক্লাউড সফটওয়্যারেও ব্যবহার করা হবে এই এআই টুল। এক ব্লগ পোস্টে গুগল জানায়, এই এআই টুলকে কোনো টপিকের নাম লিখে দিলে আস্ত একটি লেখা তৈরি করে দেবে এটি। নির্দেশনা অনুযায়ী এটি পরবর্তীতে লেখাকে প্রয়োজনীয় সংশোধন ও পরিমার্জনও করতে পারবে।

এর আগে, চ্যাটজিপিটির সঙ্গে পাল্লা দিতে নিজস্ব চ্যাটবট আনার ঘোষণা দেয় গুগল। নতুন এই চ্যাটবটের নাম ‘বার্ড’। এই চ্যাটবট নিজস্ব ল্যাঙ্গুয়েজ মডেলের সঙ্গে বিভিন্ন বিষয়ের তথ্য যুক্ত করে ব্যবহারকারীকে উত্তর দেবে। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট টেকইব্লগের প্রতিবেদন অনুযায়ী, ডায়ালগ অ্যাপ্লিকেশনের জন্য ‘ভাষা মডেল’ (ল্যামডা) প্রায় ২ বছর আগে উন্মোচন করা হয়েছিল। বার্ড এই মডেলগুলোর মাধ্যমেই বিভিন্ন প্রশ্নের উত্তর দেবে।

ধারণা করা হচ্ছে, চ্যাটজিপিটির শক্ত প্রতিদ্বন্দ্বী হবে ‘বার্ড’। শিশুদের নাসার জেমস ওয়েব স্পেস টেলিস্কোপের নতুন কোনো আবিষ্কার বোঝানো থেকে শুরু করে অপরিচিত খেলার সঙ্গে পরিচিত করানো— ‘বার্ড’ সব রকম তথ্য দিতে সক্ষম। তবে, চ্যাটবটটি এখনও পরীক্ষামূলক পর্যায়ে আছে। তাই এটি শুধু পরীক্ষকেরা ব্যবহার করতে পারছেন।

তবে নতুন এই চ্যাটবটের কারণেই বড় অঙ্কের ক্ষতির মুখোমুখি হয়েছে গুগল। ‘বার্ড’ একটি প্রশ্নের ভুল উত্তর দেওয়ায় গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেট ১০ হাজার কোটি ডলারের বাজার মূল্য হারিয়েছে।

বিবিসির প্রতিবেদন অনুযায়ী, নতুন কৃত্রিম বুদ্ধিমত্তা চ্যাটবট বার্ডের প্রচারণা চালাতে একটি বিজ্ঞাপন বানায় গুগল। গত ৬ ফেব্রুয়ারি এটি টুইটারে প্রচার করা হয়। বিজ্ঞাপনে বার্ডকে বলা হয়েছে, ৯ বছরের এক বালককে উদ্দেশ্য করে নাসার জেমস ওয়েব টেলিস্কোপ সম্পর্কে কিছু তথ্য দিতে। এই প্রশ্নের জবাবে বার্ডের দেওয়া তথ্য গুলোর মধ্যে একটি ছিল-  জেসম ওয়েব হলো প্রথম টেলিস্কোপ যেটি পৃথিবীর সৌরমণ্ডলের বাইরের কোনো গ্রহের ছবি তুলেছে। বার্ডের দেওয়া এই তথ্যটি ছিল ভুল। ২০০৪ সালে ইউরোপিয়ান ভেরি লার্জ টেলিস্কোপ (ইভিএলটি) সৌরমণ্ডলের বাইরের গ্রহের ছবি তুলেছিল। বার্ডের এ ভুলটি চোখ এড়ায়নি জ্যোতির্বিজ্ঞানীদের। তারা টুইটে বিষয়টি তুলে ধরেন। এ বিজ্ঞাপনের পরেই অ্যালফাবেট ১০ হাজার কোটি ডলারের বাজার মূল্য হারায়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জমকালো দোতলা বাড়িতে দূতাবাস, সামনে সারি সারি কূটনৈতিক গাড়ি—৭ বছর পর জানা গেল ভুয়া

বেনজীরের এক ফ্ল্যাটেই ১৯ ফ্রিজ, আরও বিপুল ব্যবহার সামগ্রী উঠছে নিলামে

অবশেষে রাজি ভারত, ‘জিতেছে বাংলাদেশ’

ছাত্রদলের কেন্দ্রীয় নেতাকে শুভেচ্ছা জানাতে বিমানবন্দরে পলাতক আসামি

ই-মেইলে একযোগে ৫৪৭ ব্যাংক কর্মকর্তা চাকরিচ্যুত, পুনর্বহালের দাবি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত