চিপ প্রস্তুতকারক কোম্পানি এনভিডিয়া ১৯টি এআই কোর্স বিনা মূল্যে দেওয়ার উদ্যোগ নিয়েছে। সাধারণভাবে এসব কোর্সের প্রতিটির মূল্য ৯০ ডলার পর্যন্ত হতে পারে। কোর্সগুলো এনভিডিয়া ডেভেলপার প্রোগ্রামের অংশ। এই উদ্যোগের লক্ষ্য হলো—ডেভেলপার এবং প্রযুক্তি নিয়ে উৎসাহীদের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং ডেটা সায়েন্সের অত্যাধুনিক জ্ঞান বিতরণ।
এই কোর্সগুলো পাঁচটি প্রধান বিভাগের মধ্যে বিভক্ত, যেমন: জেনারেটিভ এআই ও লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল (এলএলএম), গ্রাফিকস ও সিমুলেশন, এক্সিলারেটেড কম্পিউটিং, ডেটা সায়েন্স এবং ডিপ লার্নিং।
কোর্স থেকে যা যা জানা যাবে
প্রতিটি কোর্স সেলফ–পেসড হিসেবে ডিজাইন করা হয়েছে এবং এর মেয়াদ দুই থেকে আট ঘণ্টা পর্যন্ত। অর্থাৎ, নিজের সুবিধামতো সময়ে ও গতিতে কোর্সটি করতে পারবেন। উদাহরণস্বরূপ, ‘জেনারেটিভ এআই এবং এলএলএসম’ বিভাগে রয়েছে অত্যন্ত জনপ্রিয় ‘প্রম্পট ইঞ্জিনিয়ারিং উইথ লামা ২ কোর্স, যা ব্যবহারকারীদের প্রাকৃতিক ভাষার মডেলগুলো কার্যকরভাবে ব্যবহার করতে শেখাবে।
অন্যদিকে, ‘ডিপ লার্নিং’ বিভাগে রয়েছে আটটি কোর্স, যা প্রোগ্রামটির সবচেয়ে বড় বিভাগ।
এই সুযোগ গ্রহণ করতে এনভিডিয়ার ফ্রি ডেভেলপার প্রোগ্রামে যোগ দিতে হবে। একবার নিবন্ধন করলে, আপনি পুরো কোর্স ক্যাটালগের অ্যাকসেস পাবেন এবং নিজের গতিতে শিখতে পারবেন।
এনভিডিয়া এই ঘোষণা এমন এক সময়ে দিল যখন চীনের স্টার্টআপ ডিপসিক–এর ‘আর১’ এআই মডেল প্রযুক্তি বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে।
এই মডেলটি চমৎকার সক্ষমতা, প্রশিক্ষণে খরচ এবং সাধারণ ডিভাইসে ইনস্টল করে চালানোর ক্ষমতার জন্য খ্যাতি অর্জন করেছে। ওপেনএআইয়ের চ্যাটজিপিটি–এর পারফরম্যান্সের মতোই এই মডেলটি বেশ কার্যকর।
সম্প্রতি, ডিপসিক এআইয়ের উত্থানে শেয়ার বাজারে তোলপাড় হয়েছে। এই মডেলের কারণে গত সপ্তাহে এনভিডিয়ার বাজার মূল্য রেকর্ড ৬০০ বিলিয়ন ডলার কমেছে, যা যুক্তরাষ্ট্রের ইতিহাসে এখন পর্যন্ত কোনো কোম্পানির এক দিনে হারানো সবচেয়ে বড় পরিমাণ। এটি মোটামুটিভাবে ১৩টি কোম্পানির মোট বাজারমূল্যের চেয়েও বেশি।
মেটা এবং গুগলের মূল কোম্পানি অ্যালফাবেটের বাজারমূল্যও অনেক কমেছে। সেই সঙ্গে এনভিডিয়ার প্রতিযোগী মারভেল, ব্রডকম, মাইক্রন এবং টিএসএমসির বাজারমূল্যও অনেকে কমেছে। একইভাবে ওরাকল, ভারটিভ, কনস্টেলেশন, নিউস্কেলসহ অন্যান্য ডেটা সেন্টার কোম্পানির বাজারমূল্যও ব্যাপকভাবে কমেছে।
যদিও ডিপসিক আর ১ মডেলটি এনভিডিয়ার এইচ ৮০০ চিপ ব্যবহার করে প্রশিক্ষিত হয়েছে। তবে প্রশিক্ষিত মডেলটি বাস্তব পরিস্থিতিতে কাজ করার জন্য হুয়াওয়ের অ্যাসেন্ড ৯১০সি জিপিইউ ব্যবহার করছে। ফলে এই উদ্ভাবনটি যুক্তরাষ্ট্রের প্রযুক্তির ওপর নির্ভরশীলতা কমিয়ে দিয়েছে।
তথ্যসূত্র: টেকরেডার
চিপ প্রস্তুতকারক কোম্পানি এনভিডিয়া ১৯টি এআই কোর্স বিনা মূল্যে দেওয়ার উদ্যোগ নিয়েছে। সাধারণভাবে এসব কোর্সের প্রতিটির মূল্য ৯০ ডলার পর্যন্ত হতে পারে। কোর্সগুলো এনভিডিয়া ডেভেলপার প্রোগ্রামের অংশ। এই উদ্যোগের লক্ষ্য হলো—ডেভেলপার এবং প্রযুক্তি নিয়ে উৎসাহীদের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং ডেটা সায়েন্সের অত্যাধুনিক জ্ঞান বিতরণ।
এই কোর্সগুলো পাঁচটি প্রধান বিভাগের মধ্যে বিভক্ত, যেমন: জেনারেটিভ এআই ও লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল (এলএলএম), গ্রাফিকস ও সিমুলেশন, এক্সিলারেটেড কম্পিউটিং, ডেটা সায়েন্স এবং ডিপ লার্নিং।
কোর্স থেকে যা যা জানা যাবে
প্রতিটি কোর্স সেলফ–পেসড হিসেবে ডিজাইন করা হয়েছে এবং এর মেয়াদ দুই থেকে আট ঘণ্টা পর্যন্ত। অর্থাৎ, নিজের সুবিধামতো সময়ে ও গতিতে কোর্সটি করতে পারবেন। উদাহরণস্বরূপ, ‘জেনারেটিভ এআই এবং এলএলএসম’ বিভাগে রয়েছে অত্যন্ত জনপ্রিয় ‘প্রম্পট ইঞ্জিনিয়ারিং উইথ লামা ২ কোর্স, যা ব্যবহারকারীদের প্রাকৃতিক ভাষার মডেলগুলো কার্যকরভাবে ব্যবহার করতে শেখাবে।
অন্যদিকে, ‘ডিপ লার্নিং’ বিভাগে রয়েছে আটটি কোর্স, যা প্রোগ্রামটির সবচেয়ে বড় বিভাগ।
এই সুযোগ গ্রহণ করতে এনভিডিয়ার ফ্রি ডেভেলপার প্রোগ্রামে যোগ দিতে হবে। একবার নিবন্ধন করলে, আপনি পুরো কোর্স ক্যাটালগের অ্যাকসেস পাবেন এবং নিজের গতিতে শিখতে পারবেন।
এনভিডিয়া এই ঘোষণা এমন এক সময়ে দিল যখন চীনের স্টার্টআপ ডিপসিক–এর ‘আর১’ এআই মডেল প্রযুক্তি বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে।
এই মডেলটি চমৎকার সক্ষমতা, প্রশিক্ষণে খরচ এবং সাধারণ ডিভাইসে ইনস্টল করে চালানোর ক্ষমতার জন্য খ্যাতি অর্জন করেছে। ওপেনএআইয়ের চ্যাটজিপিটি–এর পারফরম্যান্সের মতোই এই মডেলটি বেশ কার্যকর।
সম্প্রতি, ডিপসিক এআইয়ের উত্থানে শেয়ার বাজারে তোলপাড় হয়েছে। এই মডেলের কারণে গত সপ্তাহে এনভিডিয়ার বাজার মূল্য রেকর্ড ৬০০ বিলিয়ন ডলার কমেছে, যা যুক্তরাষ্ট্রের ইতিহাসে এখন পর্যন্ত কোনো কোম্পানির এক দিনে হারানো সবচেয়ে বড় পরিমাণ। এটি মোটামুটিভাবে ১৩টি কোম্পানির মোট বাজারমূল্যের চেয়েও বেশি।
মেটা এবং গুগলের মূল কোম্পানি অ্যালফাবেটের বাজারমূল্যও অনেক কমেছে। সেই সঙ্গে এনভিডিয়ার প্রতিযোগী মারভেল, ব্রডকম, মাইক্রন এবং টিএসএমসির বাজারমূল্যও অনেকে কমেছে। একইভাবে ওরাকল, ভারটিভ, কনস্টেলেশন, নিউস্কেলসহ অন্যান্য ডেটা সেন্টার কোম্পানির বাজারমূল্যও ব্যাপকভাবে কমেছে।
যদিও ডিপসিক আর ১ মডেলটি এনভিডিয়ার এইচ ৮০০ চিপ ব্যবহার করে প্রশিক্ষিত হয়েছে। তবে প্রশিক্ষিত মডেলটি বাস্তব পরিস্থিতিতে কাজ করার জন্য হুয়াওয়ের অ্যাসেন্ড ৯১০সি জিপিইউ ব্যবহার করছে। ফলে এই উদ্ভাবনটি যুক্তরাষ্ট্রের প্রযুক্তির ওপর নির্ভরশীলতা কমিয়ে দিয়েছে।
তথ্যসূত্র: টেকরেডার
বন্ধুদের সঙ্গে রিলস ভাগাভাগির প্রক্রিয়া আরও সহজ করতে ‘ব্লেন্ড’ নামের নতুন ফিচার নিয়ে হাজির হলো ইনস্টাগ্রাম। এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা এখন তাঁদের বন্ধু বা গ্রুপ চ্যাটের সদস্যদের সঙ্গে একটি ব্যক্তিগত ও কাস্টমাইজড রিলস ফিড শেয়ার করতে পারবেন। তবে এই ফিচার ব্যবহার করতে হলে বন্ধুদের আমন্ত্রণ...
৮ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার ওয়েবসাইটে গুরুত্বপূর্ণ নিরাপত্তা ত্রুটি ধরিয়ে দিয়ে আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করেছেন ইরাকি কিশোর মুনতাধার মোহাম্মদ আহমেদ সালেহ। বাগদাদের আল-তারমিয়া জেলার আল-বায়ারিক উচ্চ বিদ্যালয়ের এই মেধাবী শিক্ষার্থী নিজের অসাধারণ প্রযুক্তি দক্ষতা দিয়ে নাসার বিশেষ প্রশংসা
১০ ঘণ্টা আগেমানুষের কাজের জগতে এক যুগান্তকারী পরিবর্তনের ইঙ্গিত নিয়ে বিশ্বের প্রযুক্তিকেন্দ্র সিলিকন ভ্যালিতে আত্মপ্রকাশ করল বিতর্কিত স্টার্টআপ ‘মেকানাইজ’। বিখ্যাত এআই গবেষক ও প্রতিষ্ঠাতা তামায় বেসিরোগ্লু ঘোষণা দিয়েছেন, এই স্টার্টআপের লক্ষ্য হলো—‘সব ধরনের কাজের পূর্ণ স্বয়ংক্রিয়করণ’ এবং ‘সম্পূর্ণ অর্থনীতির...
১১ ঘণ্টা আগেফোল্ডেবল ফোনের দৌড়ে যখন স্যামসাং, হুয়াওয়ে বা অপো একে অপরকে টপকে যাওয়ার প্রতিযোগিতায় ব্যস্ত, প্রযুক্তির বাজারে ঠিক তখন এক অপ্রত্যাশিত প্রতিদ্বন্দ্বী মাঠে নেমেছে। সেটি হলো—ভাঁজযোগ্য ইবুক রিডার। ই-ইংক প্রযুক্তির উন্নতির ফলে ই-রিডারে বই পড়ার অভিজ্ঞতা এখন অনেকটাই কাগজের বইয়ের মতো।
১৩ ঘণ্টা আগে