Ajker Patrika

গুগল সহপ্রতিষ্ঠাতার স্ত্রীর সঙ্গে সম্পর্কের কথা অস্বীকার করলেন ইলন মাস্ক

আপডেট : ২৫ জুলাই ২০২২, ১৭: ০০
গুগল সহপ্রতিষ্ঠাতার স্ত্রীর সঙ্গে সম্পর্কের কথা অস্বীকার করলেন ইলন মাস্ক

টেসলার প্রধান নির্বাহী ধনকুবের ইলন মাস্কের দীর্ঘদিনের বন্ধু গুগলের সহপ্রতিষ্ঠাতা সের্গেই ব্রিন। সম্প্রতি গুঞ্জন উঠেছে, বন্ধু ব্রিনের স্ত্রী নিকোল শ্যানাহানের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন মাস্ক। এর জেরে দুজনের বন্ধুত্বে ফাটল দেখা দিয়েছে বলেও অভিযোগ উঠেছে। যদিও এসব অভিযোগ অস্বীকার করেছেন বিশ্বের শীর্ষ এই ধনী। 

বিবিসির প্রতিবেদনে জানা যায়, একটি টুইট বার্তায় ইলন মাস্ক এ বিষয়ে নিজের অবস্থান পরিষ্কার করেন। মাস্ক বলেন, ‘সের্গেই এবং আমি বন্ধু। গত রাতেও আমরা একসঙ্গে একটি পার্টিতে ছিলাম। আমি নিকোলকে তিন বছরে মোটে দুইবার দেখেছি। যে কয়বার তার সঙ্গে দেখা হয়েছিল, আমাদের আশপাশে অনেক লোক ছিল। এখানে রোমান্টিক কিছু নেই।’

গুগলের সহপ্রতিষ্ঠাতা সের্গেই ব্রিন ও তাঁর স্ত্রী নিকোল শ্যানাহানএর আগে মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছিল, গত ডিসেম্বরে সের্গেই ব্রিনের স্ত্রী নিকোল শ্যানাহান ও ইলন মাস্ক সম্পর্কে জড়ান। এই সম্পর্কের কথা জানার পর শ্যানাহানের সঙ্গে দাম্পত্যের অবসান ঘটাতে বিচ্ছেদের আবেদন করেন ব্রিন।

এদিকে ইলন মাস্ক ২০০০ সালে কানাডিয়ান লেখক জাস্টিনকে বিয়ে করেছিলেন। ইলন ও জাস্টিনের বিবাহবিচ্ছেদ হয় ২০০৮ সালে। এর পর ২০১০ সালে তিনি ব্রিটিশ অভিনেত্রী তালুলা রিলিকে বিয়ে করেন। দুই বছর পর সে সম্পর্কেরও অবসান ঘটে। তবে ২০১৩ সালে তাঁরা আবার বিয়ে করেন। কিন্তু ২০১৬ সালে ফের আলাদা হয়ে যান তাঁরা।

ইলন মাস্ক সম্পর্কিত আরও পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত