অনলাইন ডেস্ক
ইনস্টাগ্রাম গতকাল বুধবার তাদের ডাইরেক্ট মেসেজ (ডিএম) সেবায় নতুন কিছু ফিচার চালু করার ঘোষণা দিয়েছে। এবার ব্যবহারকারীরা মেসেজ অনুবাদ, শিডিউলিং ও চ্যাট উইন্ডোতে সহজে মিউজিক শেয়ার করতে পারবেন। আগে যেখানে ব্যবহারকারীরা সর্বোচ্চ তিনটি চ্যাট থ্রেড পিন করতে পারতেন, সেখানে এখন তাঁরা নির্দিষ্ট মেসেজও পিন করতে পারবেন।
ইনস্টাগ্রাম তাদের ব্লগ পোস্টে নতুন ফিচারগুলোর বিস্তারিত তথ্য তুলে ধরেছে। প্রথম ফিচারটি হলো মেসেজের অনুবাদ, যা ব্যবহারকারীদের অন্যদের পাঠানো মেসেজ পছন্দের ভাষায় অনুবাদ করে পড়ার সুযোগ দেবে। বর্তমানে ফিচারটি ৯৯টি ভাষা সমর্থন করে। ইনস্টাগ্রাম জানিয়েছে, অনুবাদ করা মেসেজগুলো মেটার সঙ্গে শেয়ার করা হবে।
আরেকটি নতুন ফিচার হলো মেসেজ শিডিউলিং। অ্যাপলের আইওএস ১৮ আপডেটের পর যেভাবে আইফোনে মেসেজ শিডিউল করার সুবিধা চালু হয়েছিল, ঠিক সেভাবে এবার ইনস্টাগ্রামেও ব্যবহারকারীরা মেসেজ শিডিউল করতে পারবেন। ব্যবহারকারীরা শুধু ‘সেন্ড’ বাটনে চাপ দিয়ে শিডিউল করার জন্য তারিখ ও সময় নির্বাচন করে মেসেজ পাঠাতে পারবেন। এ ছাড়া রিমাইন্ডারও শিডিউল করা যাবে।
ইনস্টাগ্রাম তাদের নতুন আপডেটে ব্যবহারকারীদের গুরুত্বপূর্ণ চ্যাটগুলো খুঁজে বের করতে এবং সেগুলো সহজে অ্যাকসেস করার সুবিধা নিশ্চিত করেছে। এর আগে যেখানে তিনটি চ্যাট থ্রেড পিন করার সুযোগ ছিল, এখন ব্যবহারকারীরা নির্দিষ্ট মেসেজ পিন করতে পারবেন। ফিচারটি ব্যবহার করতে হলে মেসেজটি চাপ দিয়ে ধরে ‘পিন’ অপশনটি নির্বাচন করতে হবে।
এদিকে ডিএমে বন্ধুদের সঙ্গে নতুন মিউজিক নিয়ে কথা বলার সময় চ্যাট উইন্ডোতে ৩০ সেকেন্ডের মিউজিক প্রিভিউ শেয়ার করতে পারবেন। সুবিধাটি সাধারণ চ্যাট ও গ্রুপ চ্যাট উভয় ক্ষেত্রে কার্যকর। মিউজিক শেয়ারের জন্য চ্যাটের স্টিকার ট্রেতে গিয়ে ‘মিউজিক’ অপশনে ক্লিক করে পছন্দের গান খুঁজে নিতে হবে এবং সেই ট্র্যাক নির্বাচন করে ৩০ সেকেন্ডের প্রিভিউ পাঠানো যাবে।
অবশেষে গ্রুপ চ্যাটের জন্য পার্সোনালাইজড কিউআর কোড শেয়ার করার সুবিধা যুক্ত হয়েছে। ব্যবহারকারীরা এখন নির্দিষ্ট গ্রুপ চ্যাটের কিউআর কোড তৈরি করে সেটি অন্যদের কাছে শেয়ার করতে পারবেন। অন্যরা কোডটি স্ক্যান করে সেই গ্রুপ চ্যাটে যোগ দিতে পারবেন। ইনস্টাগ্রাম জানিয়েছে, এতে প্রত্যেক ব্যক্তিকে আলাদাভাবে গ্রুপে যোগ করার প্রয়োজন হবে না।
ইনস্টাগ্রাম গতকাল বুধবার তাদের ডাইরেক্ট মেসেজ (ডিএম) সেবায় নতুন কিছু ফিচার চালু করার ঘোষণা দিয়েছে। এবার ব্যবহারকারীরা মেসেজ অনুবাদ, শিডিউলিং ও চ্যাট উইন্ডোতে সহজে মিউজিক শেয়ার করতে পারবেন। আগে যেখানে ব্যবহারকারীরা সর্বোচ্চ তিনটি চ্যাট থ্রেড পিন করতে পারতেন, সেখানে এখন তাঁরা নির্দিষ্ট মেসেজও পিন করতে পারবেন।
ইনস্টাগ্রাম তাদের ব্লগ পোস্টে নতুন ফিচারগুলোর বিস্তারিত তথ্য তুলে ধরেছে। প্রথম ফিচারটি হলো মেসেজের অনুবাদ, যা ব্যবহারকারীদের অন্যদের পাঠানো মেসেজ পছন্দের ভাষায় অনুবাদ করে পড়ার সুযোগ দেবে। বর্তমানে ফিচারটি ৯৯টি ভাষা সমর্থন করে। ইনস্টাগ্রাম জানিয়েছে, অনুবাদ করা মেসেজগুলো মেটার সঙ্গে শেয়ার করা হবে।
আরেকটি নতুন ফিচার হলো মেসেজ শিডিউলিং। অ্যাপলের আইওএস ১৮ আপডেটের পর যেভাবে আইফোনে মেসেজ শিডিউল করার সুবিধা চালু হয়েছিল, ঠিক সেভাবে এবার ইনস্টাগ্রামেও ব্যবহারকারীরা মেসেজ শিডিউল করতে পারবেন। ব্যবহারকারীরা শুধু ‘সেন্ড’ বাটনে চাপ দিয়ে শিডিউল করার জন্য তারিখ ও সময় নির্বাচন করে মেসেজ পাঠাতে পারবেন। এ ছাড়া রিমাইন্ডারও শিডিউল করা যাবে।
ইনস্টাগ্রাম তাদের নতুন আপডেটে ব্যবহারকারীদের গুরুত্বপূর্ণ চ্যাটগুলো খুঁজে বের করতে এবং সেগুলো সহজে অ্যাকসেস করার সুবিধা নিশ্চিত করেছে। এর আগে যেখানে তিনটি চ্যাট থ্রেড পিন করার সুযোগ ছিল, এখন ব্যবহারকারীরা নির্দিষ্ট মেসেজ পিন করতে পারবেন। ফিচারটি ব্যবহার করতে হলে মেসেজটি চাপ দিয়ে ধরে ‘পিন’ অপশনটি নির্বাচন করতে হবে।
এদিকে ডিএমে বন্ধুদের সঙ্গে নতুন মিউজিক নিয়ে কথা বলার সময় চ্যাট উইন্ডোতে ৩০ সেকেন্ডের মিউজিক প্রিভিউ শেয়ার করতে পারবেন। সুবিধাটি সাধারণ চ্যাট ও গ্রুপ চ্যাট উভয় ক্ষেত্রে কার্যকর। মিউজিক শেয়ারের জন্য চ্যাটের স্টিকার ট্রেতে গিয়ে ‘মিউজিক’ অপশনে ক্লিক করে পছন্দের গান খুঁজে নিতে হবে এবং সেই ট্র্যাক নির্বাচন করে ৩০ সেকেন্ডের প্রিভিউ পাঠানো যাবে।
অবশেষে গ্রুপ চ্যাটের জন্য পার্সোনালাইজড কিউআর কোড শেয়ার করার সুবিধা যুক্ত হয়েছে। ব্যবহারকারীরা এখন নির্দিষ্ট গ্রুপ চ্যাটের কিউআর কোড তৈরি করে সেটি অন্যদের কাছে শেয়ার করতে পারবেন। অন্যরা কোডটি স্ক্যান করে সেই গ্রুপ চ্যাটে যোগ দিতে পারবেন। ইনস্টাগ্রাম জানিয়েছে, এতে প্রত্যেক ব্যক্তিকে আলাদাভাবে গ্রুপে যোগ করার প্রয়োজন হবে না।
কোম্পানির গোপন তথ্য বাইরে ফাঁস করায় সম্প্রতি প্রায় ২০ জন কর্মীকে বরখাস্ত করেছে ফেসবুকের মূল কোম্পানি মেটা। এ তথ্য নিশ্চিত করেছেন মেটার একজন মুখপাত্র ডেভ আর্নল্ড।
৭ ঘণ্টা আগেরমজান শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই তাদের প্রিয়জনদের রমজানের শুভেচ্ছা জানান অনেকেই। এই বার্তা জানাতে ব্যবহার করতে পারেন হোয়াটসঅ্যাপ। আর এসব বার্তার সঙ্গে রমজানের জন্য বিশেষ স্টিকার বা জিআইফ পাঠিয়ে সেগুলো আরও আকর্ষণীয় করে তুলতে পারবেন।
৯ ঘণ্টা আগেনতুন পথচলার প্রস্তুতি নিচ্ছে মেটার কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি। কারণ চলতি বছরে দ্বিতীয় ত্রৈমাসিকে চ্যাটজিপিটির মতো আলাদা অ্যাপ হিসেবে এই প্রযুক্তি উন্মোচন করার পরিকল্পনা করছে কোম্পানিটি। নাম প্রকাশে অনিচ্ছুক ব্যক্তির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিএনবিসি।
১১ ঘণ্টা আগেবিশ্বব্যাপী জনপ্রিয় ইন্টারনেটভিত্তিক ফোন এবং ভিডিও কলিং সেবা স্কাইপ ২০ বছর পর পুরোপুরি বন্ধ হতে যাচ্ছে। মাইক্রোসফট নিশ্চিত করেছে, আগামী মে মাস থেকে স্কাইপ আর ব্যবহারযোগ্য হবে না। তবে স্কাইপের লগ ইন তথ্য দিয়ে বিনা মূল্যে মাইক্রোসফট টিমস ব্যবহার করা যাবে। শিগগিরই উন্মুক্ত হবে এই সেবা।
১১ ঘণ্টা আগে