Ajker Patrika

‘মনের সুখে’ বিশ্বখ্যাত হোটেলের ওয়েবসাইট হ্যাক করে সব তথ্য চিরতরে ডিলিট

‘মনের সুখে’ বিশ্বখ্যাত হোটেলের ওয়েবসাইট হ্যাক করে সব তথ্য চিরতরে ডিলিট

স্রেফ আনন্দের কারণে বিশ্বখ্যাত হোটেল ব্র্যান্ড হলিডে ইনের মালিক প্রতিষ্ঠান ইন্টারকন্টিনেন্টাল হোটেলস গ্রুপের (আইএইচজি) ওয়েবসাইট হ্যাক করে সব তথ্য চিরতরে মুছে দিয়েছে এক হ্যাকার দম্পতি। সম্প্রতি ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তাঁরা এই কথা স্বীকার করেন। 

ওই যুগল নিজেদের ভিয়েতনামের নাগরিক বলে পরিচয় দেন। হ্যাকিংয়ের বিষয়ে কথা বলতে গিয়ে তাঁরা জানান, প্রথমে তাঁরা র‍্যানসমওয়্যার অ্যাটাকের চেষ্টা করেছিলেন। কিন্তু সেই দফায় ব্যর্থ হয়ে তাঁরা সাইটের বিপুল পরিমাণ তথ্য মুছে ফেলেন। তাঁরা আরও জানান, ওয়েবসাইটটির পাসওয়ার্ড খুবই দুর্বল ছিল। 

যুক্তরাজ্যভিত্তিক প্রতিষ্ঠান ইন্টারকন্টিনেন্টাল হোটেলস গ্রুপ (আইএইচজি) বিশ্বজুড়ে হোটেল হলিডে ইন, ক্রাউন প্লাজা এবং রিজেন্ট নামে ৬ হাজার হোটেল পরিচালনা করেছে। গত সপ্তাহের সোমবার প্রতিষ্ঠানটির গ্রাহকেরা বিশ্বজুড়েই হোটেল বুকিং এবং চেক ইনের ক্ষেত্রে অনেক ঝামেলায় পড়েছিলেন বলে অভিযোগ করেন। 

গ্রাহকদের এমন প্রতিক্রিয়ার জবাবে হোটেল কর্তৃপক্ষ সামাজিক যোগাযোগমাধ্যমে দুঃখ প্রকাশ করে জানায়, তাদের ওয়েবসাইটটিতে কাজ চলছে। এরপর টানা দুদিন চেষ্টার পর প্রতিষ্ঠানটি জানতে পারে তাদের ওয়েবসাইট হ্যাক হয়েছে। 

ওই হ্যাকারযুগল নিজেদের পরিচয় দিয়েছেন চা–মোটরদানা (টি–পি) নামে। সামাজিক যোগাযোগমাধ্যমে টেলিগ্রামে পাঠানো এক এনক্রিপ্টেড বার্তায় বিবিসির কাছে হ্যাকের বিভিন্ন প্রমাণাদি পাঠিয়েছেন। তাঁরা একাধিক স্ক্রিনশটও পাঠিয়েছেন তাদের দাবির সপক্ষে। 

ওই যুগলের একজন বলেছেন, ‘আমরা মূলত র‍্যানসমওয়্যার দিয়ে অ্যাটাক করা পরিকল্পনা করেছিলাম কিন্তু কোম্পানির আইটি টিম সার্ভারগুলোকে আলাদা করে রাখায় আমরা মজার করার কথা ভেবে ওয়াইপার আক্রমণ করেছি।’ ওয়াইপার আক্রমণ হলো এমন এক প্রকারের সাইবার আক্রমণ যার ফলে কোনো একটি ঠিকানার তথ্যগুলো চিরতরে মুছে ফেলা হয়। আর কোনোভাবেই উদ্ধার করা যায় না। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

বরিশাল বিশ্ববিদ্যালয়: তিন দফা দাবিতে সোমবার মাঠে নামছেন শিক্ষার্থীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত