Ajker Patrika

ইউক্রেনে সাইবার হামলার অভিযোগ অস্বীকার করেছে রাশিয়া

প্রযুক্তি ডেস্ক
আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২২, ১৫: ২২
ইউক্রেনে সাইবার হামলার অভিযোগ অস্বীকার করেছে রাশিয়া

সম্প্রতি ইউক্রেনের বেশ কিছু ব্যাংকিং ও সরকারি ওয়েবসাইট সাইবার হামলার শিকার হয়েছে। এ নিয়ে গতকাল শুক্রবার রুশ সামরিক হ্যাকারদের দায়ী করে একটি বিবৃতি দিয়েছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য।

ইউক্রেনের বিবৃতির পর এক টুইটার বার্তায় আজ শনিবার এ অভিযোগ সরাসরি প্রত্যাখ্যান করেছেন যুক্তরাষ্ট্রে অবস্থিত রাশিয়ার দূতাবাস। 

ওই টুইট বার্তার বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানায়, বাইডেন প্রশাসনের এই ভিত্তিহীন অভিযোগ সরাসরি প্রত্যাখ্যান করেছে রাশিয়া। এ ধরনের সাইবার হামলার সঙ্গে রাশিয়ার কোনো সম্পর্ক নেই। তা ছাড়া সাইবার স্পেসে এ ধরনের কোনো কার্যক্রম পরিচালনা করেনি রাশিয়া। 

গতকাল শুক্রবার যুক্তরাষ্ট্রের ডেপুটি ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার অ্যান নিউবার্গার ইউক্রেনে সাইবার হামলার জন্য রাশিয়ার সামরিক গোয়েন্দাদের দায়ী করেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পিরোজপুর-২ আসন: বিএনপিতে প্রতিযোগিতা, মাঠে একা সাঈদীর ছেলে

ভোটের সাত দিন আগেই কেন্দ্রে সেনা চায় বিএনপি

প্রতিবেশীদের ছাড়াই পরাশক্তি হওয়ার উচ্চাভিলাষ ভারতের, পারবে কি

সংশোধিত গণপ্রতিনিধিত্ব আদেশ: স্বতন্ত্র প্রার্থীর ঘাড়ে ১ শতাংশ স্বাক্ষরের বোঝা থাকছেই

যমুনা রেলসেতুর পিলারে ফাটল, কর্তৃপক্ষ বলছে গঠনগত কোনো সমস্যা নয়

এলাকার খবর
Loading...