Ajker Patrika

টুইটারের মডারেশন নীতি এখনই বদলাচ্ছে না: মাস্ক

আপডেট : ২৯ অক্টোবর ২০২২, ১৫: ০৮
টুইটারের মডারেশন নীতি এখনই বদলাচ্ছে না: মাস্ক

টুইটারের ‘মডারেশন’ বা মিতাচার নীতিমালায় এখনই কোনো পরিবর্তন আনবেন না বলে জানিয়েছেন ইলন মাস্ক। যুক্তরাষ্ট্রের জনপ্রিয় সামাজিক যোগাযোগের এই প্ল্যাটফর্মের নিয়ন্ত্রণ নেওয়ার পর এক টুইট বার্তায় এই সিদ্ধান্ত জানান তিনি।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, এর আগে টুইটারের পোস্ট সম্পাদনার লক্ষ্যে নতুন কাউন্সিল গঠনের ঘোষণা দেন মাস্ক।

মাস্ক বলেন, ‘ছোটখাটো কারণে বাতিল হওয়া অ্যাকাউন্টগুলো ‘টুইটার জেলখানা’ থেকে মুক্তি দেওয়া হবে। টুইটারে এখন থেকে কমেডি বৈধ।’

এদিকে ইলন মাস্ক টুইটারের নিয়ন্ত্রণ নেওয়ার পর প্রতিষ্ঠানটির বেশ কিছু কর্মকর্তাকে ছাঁটাই করা হয়েছে। এর মধ্য দিয়ে টুইটারের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

টুইটারে সম্ভাব্য পরিবর্তনে ব্যবহারকারীদের মধ্যে বিভাজন তৈরি হওয়ার আশঙ্কা করছেন অনেকেই। এর ফলে বাক্‌স্বাধীনতার নামে আক্রমণাত্মক বার্তা বা ভুল তথ্য প্রচার করার সুযোগ তৈরি হতে পারে বলে তাঁরা মনে করছেন।

এ বিষয়ে মাস্ক বলেন, ‘বৈচিত্র্যময় দৃষ্টিভঙ্গিসম্পন্ন’ ব্যক্তিদের নিয়ে টুইটার কাউন্সিল গঠন করবে। এর অনুমোদন ছাড়া টুইটারের কোনো পোস্ট বা অ্যাকাউন্টের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প: ইউএনও-উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে শুনানি কাল

চীন–রাশিয়া থেকে ভারতকে দূরে রাখতে কয়েক দশকের মার্কিন প্রচেষ্টা ভেস্তে দিচ্ছেন ট্রাম্প: জন বোল্টন

‘হানি ট্র্যাপের’ ঘটনা ভিডিও করায় খুন হন সাংবাদিক তুহিন: পুলিশ

আটজন উপদেষ্টার ‘সীমাহীন’ দুর্নীতির প্রমাণ আছে: সাবেক সচিব

স্ত্রীকে মেরে ফেলেছি, আমাকে নিয়ে যান— ৯৯৯–এ স্বামীর ফোন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত