Ajker Patrika

১৭ বছর আগের প্রথম ভিডিও শেয়ার করল ইউটিউব

আপডেট : ১৩ জুন ২০২২, ১৭: ৪২
১৭ বছর আগের প্রথম ভিডিও শেয়ার করল ইউটিউব

ইউটিউব আমাদের জীবনের অপরিহার্য অংশ হয়ে উঠেছে। দীর্ঘ ১৫ বছরেরও বেশি সময় ধরে হাজার হাজার ভিডিও আপলোড করা হয়েছে এই প্ল্যাটফর্মে। কিন্তু আপনি কী জানেন, ইউটিউবের যাত্রা শুরু হয়েছিল কীভাবে? প্রথম আপলোড করা ভিডিওটিই বা কেমন ছিল? 

ভারতীয় গণমাধ্যম এনডিটিভি আজ সোমবার এক প্রতিবেদনে জানিয়েছে, ইউটিউবে আপলোড করা প্রথম ভিডিওটি সম্প্রতি ইউটিউব তাদের অফিশিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে শেয়ার করেছে। আর ক্যাপশনে লিখেছে, ‘চিন্তা করে দেখুন, এটি একটি ছোট্ট শব্দ #YouTubeFactsFest দিয়ে শুরু হয়েছিল।’ সেখানে ইউটিউবের সহপ্রতিষ্ঠাতা জাওয়াদ করিমকে দেখা যাচ্ছে। ১৭ বছর আগে আপলোড করা ভিডিওতে দেখা যাচ্ছে, জাওয়াদ করিম সান দিয়েগো চিড়িয়াখানায় হাতির খাঁচার সামনে দাঁড়িয়ে আছেন। 

ভিডিওতে তিনি বলছেন, ‘এখানে আমরা হাতির সামনে দাঁড়িয়ে আছি। দুর্দান্ত ব্যাপার হচ্ছে, সত্যি সত্যি সত্যিই এদের দীর্ঘ শুঁড় আছে। এটা সত্যিই দুর্দান্ত।’ 

মজার ব্যাপার হচ্ছে, এটিই তার ভেরিফায়েড ইউটিউব চ্যানেলে আপলোড করা একমাত্র ভিডিও। এটি ২৩৫ মিলিয়ন ভিউ পেয়েছে। ১৭ বছর আগের ভিডিও নতুন করে দেখতে পেয়ে ইনস্টাগ্রামবাসীরা অবাক হয়েছেন। তাঁরা নস্টালজিয়ায় ভাসছেন। 

ইনস্টাগ্রামে পোস্ট করা ভিডিওটি ইতিমধ্যে ১ লাখ ৬৮ হাজার ২৩৬ বার দেখেছেন ব্যবহারকারীরা। 

২০০৫ সালের ১৪ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছিল ইউটিউব। বর্তমানে এ ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্মটির আড়াই বিলিয়ন মাসিক ব্যবহারকারী রয়েছে। প্রতিদিন এক বিলিয়ন ঘণ্টার বেশি ভিডিও দেখেন এর ব্যবহারকারীরা।

ইউটিউব সম্পর্কিত পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত