যোগাযোগের জন্য জনপ্রিয় অ্যাপ হোয়াটসঅ্যাপ দিয়েই এবার আরও আকর্ষণীয়ভাবে ছবি তোলা যাবে। কারণ প্ল্যাটফর্মটির ক্যামেরার সঙ্গে বিভিন্ন ব্যকগ্রাউন্ড ও ইফেক্ট (ফিল্টার) যুক্ত করা হচ্ছে। এর আগে ফিচারগুলো শুধু ভিডিও কলের সময় ব্যবহার করা যেত। এখন হোয়াটসঅ্যাপের ক্যামেরা দিয়ে ছবি ও ভিডিও ধারণের সময় এসব ব্যকগ্রাউন্ড ও ইফেক্ট ব্যবহার করতে পারবেন। নতুন এই সুবিধার ফলে ছবি ও ভিডিও আর্কষনীয় করতে ব্যবহারকারীদের থার্ড পার্টি অ্যাপ ব্যবহারের প্রয়োজন নেই।
নতুন ক্যামেরা ব্যাকগ্রাউন্ড ও ফিল্টারগুলো অ্যাপটির ক্যামেরা ইন্টারফেস থেকে ব্যবহারকারীরা ব্যবহার করা যাবে। এগুলো ব্যবহার করতে হোয়াটসঅ্যাপের ক্যামেরা আইকোনে ট্যাপ করুন। এরপর ভিডিও নাকি ছবি তুলবেন তা নির্বাচন করুন। এরপর বামপাশে থাকা ‘কাঠির’ মতো আইকোনে ট্যাপ করুন। এর ফলে নিচের দিকে বিভিন্ন ফিল্টার বা ব্যকগ্রাউন্ড দেখা যাবে। ফিল্টার ও ব্যকগ্রাউন্ডের জন্য আলাদা দুটি ট্যাব থাকবে। ট্যাব থেকে পছন্দমতো অপশনটি নির্বাচন করা যায়।
ফিল্টার হিসেবে রয়েছে—ওয়ার্ম, কুল . ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, লাইট লিক, ড্রিমি, প্রিজম লাইট, ফিসআই, ভিনটেজ টিভি, ফ্রস্টেড গ্লাস এবং ডুও টোন। আর ব্যকগ্রাউন্ড হিসেবে রয়েছে, ব্লার, লিভিং রুম, অফিস, ক্যাফে, পেবেলস, ফুডি, স্মুশ, বিচ, সানসেট, সেলিব্রেশস ও ফরেস্ট।
ফিল্টার ও ব্যকগ্রাউন্ড আলাদাভাবে বা একইসঙ্গে ব্যবহার করা যাবে। এছাড়া নতুন কম আলোতে ভালো ছবি তোলার জন্য হোয়াটসঅ্যাপে ‘লো লাইট মোড’ যুক্ত করা হয়েছে। এছাড়া ‘টাচ আপ’ মোডের মাধ্যমে চেহারা আরও মসৃণ দেখাবে ও মুখের দাগগুলো হালকা করে দেবে।
নতুন ক্যামেরা ফিল্টার ও ব্যকগ্রাউন্ডগুলো এখনো পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। হোয়াটসঅ্যাপের অ্যান্ড্রয়েডের ২.২৪. ২০.২০ সংস্করণের এসব ফিচার দেখা গেছে। পর্যায়ক্রমে মূল সংস্করণে ফিচারগুলো নিয়ে আসা হবে।
তথ্যসূত্র: দ্য ইন্ডিয়ার এক্সপ্রেস
যোগাযোগের জন্য জনপ্রিয় অ্যাপ হোয়াটসঅ্যাপ দিয়েই এবার আরও আকর্ষণীয়ভাবে ছবি তোলা যাবে। কারণ প্ল্যাটফর্মটির ক্যামেরার সঙ্গে বিভিন্ন ব্যকগ্রাউন্ড ও ইফেক্ট (ফিল্টার) যুক্ত করা হচ্ছে। এর আগে ফিচারগুলো শুধু ভিডিও কলের সময় ব্যবহার করা যেত। এখন হোয়াটসঅ্যাপের ক্যামেরা দিয়ে ছবি ও ভিডিও ধারণের সময় এসব ব্যকগ্রাউন্ড ও ইফেক্ট ব্যবহার করতে পারবেন। নতুন এই সুবিধার ফলে ছবি ও ভিডিও আর্কষনীয় করতে ব্যবহারকারীদের থার্ড পার্টি অ্যাপ ব্যবহারের প্রয়োজন নেই।
নতুন ক্যামেরা ব্যাকগ্রাউন্ড ও ফিল্টারগুলো অ্যাপটির ক্যামেরা ইন্টারফেস থেকে ব্যবহারকারীরা ব্যবহার করা যাবে। এগুলো ব্যবহার করতে হোয়াটসঅ্যাপের ক্যামেরা আইকোনে ট্যাপ করুন। এরপর ভিডিও নাকি ছবি তুলবেন তা নির্বাচন করুন। এরপর বামপাশে থাকা ‘কাঠির’ মতো আইকোনে ট্যাপ করুন। এর ফলে নিচের দিকে বিভিন্ন ফিল্টার বা ব্যকগ্রাউন্ড দেখা যাবে। ফিল্টার ও ব্যকগ্রাউন্ডের জন্য আলাদা দুটি ট্যাব থাকবে। ট্যাব থেকে পছন্দমতো অপশনটি নির্বাচন করা যায়।
ফিল্টার হিসেবে রয়েছে—ওয়ার্ম, কুল . ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, লাইট লিক, ড্রিমি, প্রিজম লাইট, ফিসআই, ভিনটেজ টিভি, ফ্রস্টেড গ্লাস এবং ডুও টোন। আর ব্যকগ্রাউন্ড হিসেবে রয়েছে, ব্লার, লিভিং রুম, অফিস, ক্যাফে, পেবেলস, ফুডি, স্মুশ, বিচ, সানসেট, সেলিব্রেশস ও ফরেস্ট।
ফিল্টার ও ব্যকগ্রাউন্ড আলাদাভাবে বা একইসঙ্গে ব্যবহার করা যাবে। এছাড়া নতুন কম আলোতে ভালো ছবি তোলার জন্য হোয়াটসঅ্যাপে ‘লো লাইট মোড’ যুক্ত করা হয়েছে। এছাড়া ‘টাচ আপ’ মোডের মাধ্যমে চেহারা আরও মসৃণ দেখাবে ও মুখের দাগগুলো হালকা করে দেবে।
নতুন ক্যামেরা ফিল্টার ও ব্যকগ্রাউন্ডগুলো এখনো পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। হোয়াটসঅ্যাপের অ্যান্ড্রয়েডের ২.২৪. ২০.২০ সংস্করণের এসব ফিচার দেখা গেছে। পর্যায়ক্রমে মূল সংস্করণে ফিচারগুলো নিয়ে আসা হবে।
তথ্যসূত্র: দ্য ইন্ডিয়ার এক্সপ্রেস
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় জানিয়েছে, আগামীকাল ১৯ অক্টোবর থেকে যদি কোনো সংবাদপত্র (অনলাইন ভার্সনসহ), নিউজ পোর্টাল, ইলেকট্রনিক মিডিয়া বা ওয়েবসাইটে জুয়া, বেটিং বা পর্নোগ্রাফি সম্পর্কিত কনটেন্ট প্রচারিত হয় তবে বিনা নোটিশে সেই সাইট ব্লক করে দেওয়া হবে।
১ দিন আগেপ্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব জানিয়েছেন, ক্রিকেট খেলা বিষয়ক জনপ্রিয় ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো জুয়ার বিজ্ঞাপন সাময়িকভাবে বন্ধ করেছে। গতকাল বুধবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে এ কথা বলেন তিনি।
৩ দিন আগেজনপ্রিয় ভিডিও প্ল্যাটফর্ম ইউটিউবের স্ট্রিমিং প্রায় এক ঘণ্টা বন্ধ ছিল। বিশ্বের বিভিন্ন প্রান্তের শত শত ব্যবহারকারী এই বিষয়ে অভিযোগ জানানোর পর ইউটিউব কর্তৃপক্ষ বিষয়টি সমাধান করে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল–জাজিরার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
৩ দিন আগেএআই চ্যাটবট চ্যাটজিপিটিতে এবার প্রাপ্তবয়স্ক কনটেন্ট রাখার পরিকল্পনা করছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সংস্থা ওপেনএআই। সংস্থার প্রধান স্যাম অল্টম্যান বলেছেন, প্রাপ্তবয়স্ক ব্যবহারকারীরা প্রাপ্তবয়স্কদের মতোই আচরণ করতে চান, তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
৪ দিন আগে