Ajker Patrika

আইওএস ১৫'র নতুন ফিচার

প্রযুক্তি ডেস্ক
আইওএস ১৫'র নতুন ফিচার

অ্যাপল সম্প্রতি চালু করেছে অপারেটিং সিস্টেম আইওএস ১৫। আইফোন ৬ এস এবং এর পরে মুক্তি পাওয়া সকল আইফোন সেটে আইওএস ১৫ সাপোর্ট করবে। নতুন এই অপারেটিং সিস্টেমে রয়েছে নতুন বেশকিছু ফিচার। এই ফিচারগুলো নিয়ে আইফোনপ্রেমীদের মধ্যে বেশ কৌতুহল সৃষ্টি হয়েছে। 

ফিচারগুলো-
 ১. নতুন এই অপারেটিং সিস্টেমে কথা বলার সময় দারুণ অভিজ্ঞতা লাভ করবে গ্রাহকরা। কথা বলার সময় যে নয়েজ থাকবে সেটা চিহ্নিত করে সরিয়ে ফেলবে এই অপারেটিং সিস্টেম। ফলে গ্রাহকরা অসাধারণ অডিও কোয়ালিটিতে কথা বলতে পারবে। 

 ২. ভিডিও কলে কথা বলার সময় ব্যাকগ্রাউন্ড ঝাঁপসা করে নিতে পারবে ব্যবহারকারী। ফলে যে কথা বলছে তাঁকে আরও স্পষ্ট দেখা যাবে। 

 ৩. গ্রিড ভিউের সুবিধা দেবে আইওএস ১৫ অপারেটিং সিস্টেম। ফলে অনেকজন একসাথে থাকলে কলের সব অংশগ্রহণকারীকে গ্রিড আকারে দেখা সম্ভব হবে। 

 ৪. অন্য অ্যাপ থেকে কোন অডিও এক সঙ্গে শোনা যাবে ও ভিডিও দেখা যাবে আইওএস ১৫ অপারেটিং সিস্টেমের কল্যাণে। আর এটি সম্ভব হবে এই অপারেটিং সিস্টেমে শেয়ার প্লে অপশন থাকার কারণে। 

 ৫. আইওএস ১৫ 'র ফোকাস মুড একটি দারুণ অপশন। কাজের সময় যাতে ব্যবহারকারীর ফোকাস বৃদ্ধি পায় সে বিষয়টি মাথায় রেখে বেশকিছু অপশন চালু করা হয়েছে আইওএস ১৫ এর ফোকাস মুডে। 

এছাড়া আইওএস ১৫ এর কারণে ফটোজ, ম্যাপস, ম্যাসেজেস, উইজেটস অপশনে ব্যবহারকারীরা পাবে নতুনত্বের ছোঁয়া। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস, মাদ্রাসা সুপারসহ তিনজন আটক

মধুচন্দ্রিমায় স্বামী নিহত, কফিন জড়িয়ে হিমাশি

বিজিবির সাবেক মহাপরিচালক সাফিনুলের পরিবারের ৫৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ

১৬ বছর আগে নিহত শিশু ও সাত বছর ধরে প্রবাসী অষ্টগ্রামে মামলার আসামি!

এটা ছোটখাটো অপহরণ: চবির ৫ শিক্ষার্থীকে নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত