ইরানে ইন্টারনেটের স্বাধীনতা এবং তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করতে স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা স্টারলিংককে সক্রিয় করার ইচ্ছা প্রকাশ করেছেন স্পেস এক্সের প্রধান নির্বাহী ইলন মাস্ক। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের এক টুইটার পোস্টের জবাবে মাস্ক এ ইচ্ছা ব্যক্ত করেছেন। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
গত ২০ সেপ্টেম্বর ইরানে নৈতিক পুলিশের হেফাজতে মাহসা আমিনির মৃত্যুর পর ইরানজুড়ে বিক্ষোভের ঘটনায় ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দিয়েছে ইরান সরকার। এর পরিপ্রেক্ষিতে দেশটির ওপর মার্কিন নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও গত শুক্রবার যুক্তরাষ্ট্রের রাজস্ব বিভাগ ইরানের নাগরিকদের জন্য ইন্টারনেট পরিষেবা সম্প্রসারণের নির্দেশ জারি করেছে বলে জানা গেছে।
রাজস্ব বিভাগের এক কর্মকর্তা রয়টার্সকে বলেছেন, ‘স্টারলিংক সম্পর্কে আমাদের ধারণা হচ্ছে, তারা বাণিজ্যিক গ্রেডের পরিষেবা সরবরাহ করবে এবং এটির হার্ডওয়্যার সাধারণ লাইসেন্সের অন্তর্ভুক্ত নয়। এ জন্য ট্রেজারি বিভাগের কাছ থেকে লিখিত অনুমতির প্রয়োজন নেই।’
গত শুক্রবারের আপডেট করা লাইসেন্স সম্পর্কে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র জানান, ‘এটি নিজে থেকেই কার্যকর হয়। যে কেউ এই সাধারণ লাইসেন্সে বর্ণিত মানদণ্ডগুলো পূরণ করে কোনো বাড়তি অনুমোদন ছাড়াই তাদের কার্যক্রম চালিয়ে যেতে পারে।’
তবে ইরানে কাজ করার জন্য স্টারলিংকের ছাড়পত্র সম্পর্কে মন্তব্য জানতে ইলন মাস্কের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি বলে জানিয়েছে বিবিসি।
গত সোমবার মাস্ক বলেন, ‘স্পেস এক্স সংস্থাটি স্টারলিংক স্যাটেলাইট ব্রডব্যান্ড পরিষেবা সব জায়গায় সরবরাহ করতে চায়। ইতিমধ্যে রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে লড়াইয়ের জন্য ইউক্রেনকে তাদের পরিষেবা সরবরাহ করা হয়েছে। ইরানে মার্কিন নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও সেখানে স্টারলিংক তাদের পরিষেবা সরবরাহে আগ্রহ প্রকাশ করেছে।’
এ ব্যাপারে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরও জানান, ‘ইরানিদের ইন্টারনেট পরিষেবা দেওয়ার জন্য স্পেস এক্সের যদি কোনো ধরনের লাইসেন্স বা সহায়তার দরকার হয়, তবে তাদের পূর্ণ সহায়তা দেওয়া হবে।’
ইরানে ইন্টারনেটের স্বাধীনতা এবং তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করতে স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা স্টারলিংককে সক্রিয় করার ইচ্ছা প্রকাশ করেছেন স্পেস এক্সের প্রধান নির্বাহী ইলন মাস্ক। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের এক টুইটার পোস্টের জবাবে মাস্ক এ ইচ্ছা ব্যক্ত করেছেন। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
গত ২০ সেপ্টেম্বর ইরানে নৈতিক পুলিশের হেফাজতে মাহসা আমিনির মৃত্যুর পর ইরানজুড়ে বিক্ষোভের ঘটনায় ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দিয়েছে ইরান সরকার। এর পরিপ্রেক্ষিতে দেশটির ওপর মার্কিন নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও গত শুক্রবার যুক্তরাষ্ট্রের রাজস্ব বিভাগ ইরানের নাগরিকদের জন্য ইন্টারনেট পরিষেবা সম্প্রসারণের নির্দেশ জারি করেছে বলে জানা গেছে।
রাজস্ব বিভাগের এক কর্মকর্তা রয়টার্সকে বলেছেন, ‘স্টারলিংক সম্পর্কে আমাদের ধারণা হচ্ছে, তারা বাণিজ্যিক গ্রেডের পরিষেবা সরবরাহ করবে এবং এটির হার্ডওয়্যার সাধারণ লাইসেন্সের অন্তর্ভুক্ত নয়। এ জন্য ট্রেজারি বিভাগের কাছ থেকে লিখিত অনুমতির প্রয়োজন নেই।’
গত শুক্রবারের আপডেট করা লাইসেন্স সম্পর্কে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র জানান, ‘এটি নিজে থেকেই কার্যকর হয়। যে কেউ এই সাধারণ লাইসেন্সে বর্ণিত মানদণ্ডগুলো পূরণ করে কোনো বাড়তি অনুমোদন ছাড়াই তাদের কার্যক্রম চালিয়ে যেতে পারে।’
তবে ইরানে কাজ করার জন্য স্টারলিংকের ছাড়পত্র সম্পর্কে মন্তব্য জানতে ইলন মাস্কের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি বলে জানিয়েছে বিবিসি।
গত সোমবার মাস্ক বলেন, ‘স্পেস এক্স সংস্থাটি স্টারলিংক স্যাটেলাইট ব্রডব্যান্ড পরিষেবা সব জায়গায় সরবরাহ করতে চায়। ইতিমধ্যে রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে লড়াইয়ের জন্য ইউক্রেনকে তাদের পরিষেবা সরবরাহ করা হয়েছে। ইরানে মার্কিন নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও সেখানে স্টারলিংক তাদের পরিষেবা সরবরাহে আগ্রহ প্রকাশ করেছে।’
এ ব্যাপারে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরও জানান, ‘ইরানিদের ইন্টারনেট পরিষেবা দেওয়ার জন্য স্পেস এক্সের যদি কোনো ধরনের লাইসেন্স বা সহায়তার দরকার হয়, তবে তাদের পূর্ণ সহায়তা দেওয়া হবে।’
এক রাতেই যুক্তরাষ্ট্রের অ্যাপলের ফ্রি অ্যাপ তালিকার শীর্ষে উঠে আসে চীনা প্রযুক্তি প্রতিষ্ঠান ডিপসিকের তৈরি চ্যাটবট ডিপসিক আর১। অ্যাপটি যেন ঝড় তোলে প্রযুক্তি বিশ্বে। কোম্পানিটি দাবি করে, এ চ্যাটবট ওপেনএআইয়ের চ্যাটজিপিটির প্রতিদ্বন্দ্বী এবং তা তৈরি করতে ব্যয় হয়েছে সামান্য অর্থ।
১৩ ঘণ্টা আগেকৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই মডেল জিপিটি-৫ চালুর পরই ব্যবহারকারীদের তীব্র সমালোচনার মুখে পড়েছে ওপেনএআই। নতুন এই কৃত্রিম বুদ্ধিমত্তার মডেলকে অনেকে ‘ভয়াবহ’ বলে আখ্যায়িত করেছেন। শেষপর্যন্ত প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী স্যাম অল্টম্যান পুরোনো ও জনপ্রিয় মডেল জিপিটি-৪ও ফিরিয়ে আনার ঘোষণা দিয়েছেন।
১৫ ঘণ্টা আগেঅ্যাপল আগামী সেপ্টেম্বরে অনুষ্ঠিত তাদের বার্ষিক ইভেন্টে উন্মোচন করতে যাচ্ছে নতুন অ্যাপল ওয়াচ সিরিজ ১১। গত বছর যেখানে শুধু ডিসপ্লেতে আপগ্রেড এসেছিল, এবার আসতে পারে গুরুত্বপূর্ণ স্বাস্থ্যবিষয়ক ফিচার। ইতিমধ্যে এই সিরিজের স্মার্টঘড়ি নিয়ে বিভিন্ন তথ্য ফাঁস হয়েছে, সেগুলো অনুযায়ী যেসব ফিচারে পাওয়া যাবে—
১৭ ঘণ্টা আগেমাইক্রোসফট তাদের ক্লাউড প্ল্যাটফর্ম আজ্যুরের ব্যবহার নিয়ে নতুন করে তদন্ত শুরু করেছে। কারণ, অভিযোগ উঠেছে, এই প্ল্যাটফর্ম ব্যবহার করে ফিলিস্তিনি নাগরিকদের ফোনালাপ সংরক্ষণ করছে ইসরায়েলের সামরিক গোয়েন্দা সংস্থা ‘ইউনিট ৮২০০’।
১৯ ঘণ্টা আগে