Ajker Patrika

আগের দামেই টুইটার কিনছেন মাস্ক, শেয়ার স্থগিত!

আগের দামেই টুইটার কিনছেন মাস্ক, শেয়ার স্থগিত!

জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারের মালিকানা বদল নিয়ে কম জল ঘোলা হয়নি। নতুন করে আবারও টুইটার বিক্রি নিয়ে কথা উঠেছে। মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গের এক প্রতিবেদনে বলা হয়েছে, আগের দামেই টুইটার কিনে নিচ্ছেন। আর প্রতিবেদনটি প্রকাশের পরপরই টুইটারের শেয়ার বিক্রি স্থগিত হয়ে গেছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইলন মাস্ক জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যমটি কিনতে এগিয়ে যাবেন ব্লুমবার্গের এমন একটি প্রতিবেদনের পর শেয়ারবাজারে টুইটারের শেয়ার বেচাকেনা স্থগিত করা হয়েছে। ব্লুমবার্গ নিউজের প্রতিবেদন অনুসারে, কয়েক মাস আগে মাস্ক যে মূল্য দিয়ে দিয়ে টুইটার কিনতে চেয়েছিলেন তা দিয়েই টুইটার কিনতে প্রস্তুত। 

এদিকে, ব্লুমবার্গের প্রতিবেদন প্রকাশের পর শেয়ার বেচাকেনা বন্ধ হওয়ার আগে টুইটারের শেয়ারের দাম প্রায় ১৩ শতাংশ বেড়ে গিয়েছিল। 

অপরদিকে, টুইটারে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ সম্পর্কিত অযাচিত পরামর্শ দেওয়ার জন্য ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিসহ ইউক্রেনের অন্যান্য নাগরিকদের নিন্দার শিকার হয়েছেন টেসলা ও স্পেসএক্সের মালিক ইলন মাস্ক। 

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, জাতিসংঘের তত্ত্বাবধানে রাশিয়ার অধিভুক্ত অঞ্চলগুলোতে পুনরায় গণভোট হতে হবে, ২০১৪ সালে মস্কোর দখল করা ক্রিমিয়াকে আনুষ্ঠানিকভাবে রাশিয়ার অংশ হিসেবে স্বীকৃতি দিতে হবে, ক্রিমিয়ার পানি সরবরাহ নিশ্চিত করতে হবে এবং সেই সঙ্গে এই ব্যাপারে ইউক্রেনকে নিরপেক্ষ থাকতে হবে—জানিয়ে একটি টুইট করেছেন ইলন মাস্ক। 

টুইটারে মাস্ক তাঁর ১০ কোটি ৭৭ লাখ ফলোয়ারের উদ্দেশে ইউক্রেনে রাশিয়ার অধিকৃত অঞ্চল নিয়ে ভোটাভুটির আহ্বান জানিয়েছেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত