Ajker Patrika

যেভাবে দুনিয়াজুড়ে আলোচনায় টেলর শহর

প্রযুক্তি ডেস্ক
যেভাবে দুনিয়াজুড়ে আলোচনায় টেলর শহর

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের খুব ছোট এক শহর টেলর। এই শহরেই ১৭ বিলিয়ন ডলার বিনিয়োগে সেমিকন্ডাক্টর চিপ কারখানা তৈরির ঘোষণা দিয়েছে দক্ষিণ কোরীয় কোম্পানি স্যামসাং ইলেকট্রনিকস। এই ঘোষণা রাতারাতি স্বল্প পরিচিত শহরটিকে দুনিয়াজুড়ে আলোচনার শীর্ষে নিয়ে গেছে। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের শিরোনামে এখন এই টেলর শহর।

বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, এ কথা অকপটে স্বীকার করেছেন টেলর শহরের উইলিয়ামসন কাউন্টির বিচারক বিল গ্রেভেল। তিনি বলেন, ‘দক্ষিণ কোরিয়ার কোম্পানি স্যামসাং এখানে কারখানা তৈরির ঘোষণা দেওয়ার আগ পর্যন্ত টেলর শহরের নাম কয়জন জানত তা নিয়ে সন্দেহ আছে।’ বিল গ্রেভেল অবশ্য টেলর শহরের এই অর্জনে টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবোটের কার্যালয়কে সাধুবাদ দিয়েছেন। 

স্যামসাংয়ের উদ্যোগকে স্বাগত জানিয়েছে টেলরের স্থানীয় বাসিন্দারা। অন্যদিকে মার্কিন প্রশাসন আশা করছে, এই কারখানায় উন্নতমানের সেমিকন্ডাক্টর চিপ তৈরির মাধ্যমে দেশটির অভ্যন্তরীণ চিপের সংকট ঘুচবে এবং চীনা চিপের ওপর তাদের নির্ভরতা কমবে। 

স্যামসাংয়ের সঙ্গে এই চুক্তি হওয়ার ক্ষেত্রে কিছুটা জড়িত ছিলেন বিল গ্রেভেলও। তিনি জানান, চলতি বছরের শুরুতে কোরীয়দের সঙ্গে এই আলোচনা শুরু হয়। তখন থেকে দফায় দফায় বৈঠক হতে থাকে। তারই ধারাবাহিকতায় টেলর শহরের পূর্ব দিকে অবস্থিত আলকো থেকে প্ল্যান্টে ২৫ মাইল দীর্ঘ পানির পাইপলাইন নির্মাণের জন্য কানাডীয় ইপিসিওর ইউটিলিটিজ ইনকরপোরেটেডের সঙ্গে চুক্তি করে স্যামসাং। এ ছাড়া বিশাল তুষারঝড় বা অন্যান্য বিরূপ পরিবেশেও টেক্সাসে বিদ্যুৎ সরবরাহের বিষয়টি পরীক্ষা-নিরীক্ষা করে দেখে স্যামসাং। সব দিক বিবেচনা করেই আসে কারখানা স্থাপনের চূড়ান্ত ঘোষণা। 

তবে কোরীয়দের সঙ্গে আলোচনা করার আগে এশিয়ান সংস্কৃতির বেশ কিছু বিষয় জানতে হয়েছে বিল গ্রেভেলসহ সংশ্লিষ্টদের। সে ক্ষেত্রে রাষ্ট্রীয় কর্মকর্তারাও তাঁকে সহায়তা করেছেন।

এই কারখানা সেমিকন্ডাক্টর চিপ তৈরি ছাড়াও নতুন প্রযুক্তিগত উদ্ভাবনে কাজ করবে কি না, সে বিষয়ে এখনো কিছু স্পষ্ট করেনি স্যামসাং ইলেকট্রনিকস। এই কারখানা চালু হলে প্রযুক্তিশিল্পে ২ হাজার মানুষের কর্মসংস্থানের সৃষ্টি হবে বলে জানিয়েছে এই ইলেকট্রনিক জায়ান্ট। ২০২৪ সালের মাঝামাঝি সময়ে এই কারখানা পুরোদমে চালু হবে বলে অনুমান করা হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত