Ajker Patrika

ইলন মাস্কের কাছে টুইটার বিক্রিতে অংশীদারদের অনুমোদন

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২২, ১৫: ০৬
ইলন মাস্কের কাছে টুইটার বিক্রিতে অংশীদারদের অনুমোদন

টেসলার প্রধান ইলন মাস্কের কাছে ৪ হাজার ৪০০ কোটি ডলারে টুইটার বিক্রির প্রস্তাব অনুমোদন দিয়েছেন এর অংশীদারেরা। সান ফ্রান্সিসকোতে কোম্পানির সদর দপ্তর থেকে বিনিয়োগকারীদের সঙ্গে একটি সংক্ষিপ্ত ভিডিও কনফারেন্সে ভোটাভুটিতে এই অনুমোদন দেওয়া হয়। 

বিবিসির প্রতিবেদনে জানা যায়, টুইটার এখন আদালতে ইলন মাস্ককে কোম্পানিটি কিনতে বাধ্য করার চেষ্টা করতে পারে। আগামী অক্টোবরে ডেলাওয়্যার অঙ্গরাজ্যের আদালতে টুইটার কর্তৃপক্ষ ও ইলন মাস্ক মুখোমুখি হবেন। ওই শুনানি চলাকালে বিচারপতি সিদ্ধান্ত নেবেন, মাস্ককে টুইটার কিনতে হবে কি না। 

টুইটারের সাবেক নিরাপত্তাপ্রধান পিটার জাটকো মার্কিন সিনেটে বিস্ফোরক জবানবন্দি দেওয়ার পর মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) কোম্পানিটির বিনিয়োগকারীদের ভিডিও কনফারেন্স হয়। এতে হওয়া ভোটাভুটিতে ইলন মাস্কের কাছে টুইটার বিক্রির প্রস্তাব অনুমোদন দেন অংশীদাররা। 

সম্প্রতি মার্কিন আইনপ্রণেতাদের সামনে দেওয়া জবানবন্দিতে সাবেক নিরাপত্তাপ্রধান জাটকো অভিযোগ করেন, টুইটারের অভ্যন্তরীণ সাইবার নিরাপত্তাব্যবস্থা একেবারেই নাজুক। সাধারণ ব্যবহারকারী ও বাজার নিয়ন্ত্রক সংস্থাগুলোকে প্ল্যাটফর্মের নিরাপত্তাব্যবস্থা এবং স্প্যাম অ্যাকাউন্টের সংখ্যা নিয়ে টুইটার ভুয়া তথ্য দিয়ে বিভ্রান্ত করেছে বলেও অভিযোগ তুলেছেন জাটকো। 

গত এপ্রিলে বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি ইলন মাস্কের কাছে কোম্পানিটি বিক্রি করতে সম্মত হয় টুইটার। তবে প্ল্যাটফর্মটি ভুয়া বা স্প্যাম অ্যাকাউন্ট নিয়ে সঠিক তথ্য দিচ্ছে না অভিযোগ তুলে সেই চুক্তি থেকে বেরিয়ে আসতে চাইছেন টেসলার প্রধান। এরপর মার্কিন বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার এই মালিকের বিরুদ্ধে মামলা করে টুইটার। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত