একটি আইফোনে বেশ কয়েক বছর সফটওয়্যার ও নিরাপত্তার আপডেট দেয় অ্যাপল। তাই ব্যবহারকারীরা অনেক দিন একটি আইফোন ব্যবহার করতে পারে। তবে ব্যাটারির ক্ষেত্রে অ্যাপলের বদনাম আছে। এক বছর ব্যবহারের মধ্যে ব্যাটারির কার্যক্ষমতা কমে যায় ও প্রসেসরে পর্যাপ্ত শক্তি সরবরাহ করতে ব্যর্থ হয়। ফলে ফোনের গতি ধীর হয়ে যায়। তাই ব্যাটারির হেলথ পরীক্ষা করে দেখতে চান অনেকেই।
আইফোনে ব্যাটারির হেলথ খুব সহজেই দেখা যায়। ব্যাটারি হেলথ, চার্জ সাইকেল দেখেই আপনি বুঝতে পারবেন কখন আইফোনের ব্যাটারি পরিবর্তন করা উচিত।
আইফোন দুই বা তার অধিক ব্যবহার করলে ব্যাটারির হেলথ কমে যাওয়াই স্বাভাবিক। কেমিক্যাল এজিং বা রাসায়নিক বার্ধক্য এবং ব্যাটারিটি কতগুলো চার্জ সাইকেলের মধ্য দিয়ে গেছে এর ওপর ভিত্তি করে ব্যাটারি হেলথ কমে যায়।
আইফোনের ব্যাটারি হেলথ দেখবেন যেভাবে
১. আইফোনের সেটিংস অ্যাপ চালু করুন।
২. নিচের দিকে স্ক্রল করে ব্যাটারি অপশন খুঁজে বের করুন ও এতে ট্যাপ করুন।
৩. এখন ‘ব্যাটারি হেলথ অ্যান্ড চার্জিং’ অপশন নির্বাচন করুন।
৪. ফোনের বর্তমান ব্যাটারি ক্যাপাসিটি পেজের একদম ওপরে দেখা যাবে।
আইফোনের ব্যাটারি বদলাবেন যখন
ফোনের কর্মক্ষমতার ওপর ভিত্তি করে ব্যাটারি পরিবর্তনের বিষয়টি বিবেচনা করতে হয়। তবে প্রযুক্তি বিশ্লেষকদের মতে, ব্যাটারি ক্ষমতা ৮০ শতাংশে নিচে নেমে গেলে ব্যাটারি পরিবর্তন করা প্রয়োজনীয়তা দেখা দিতে পারে। এ ছাড়া ব্যাটারি ক্ষমতা কমে যাওয়ার বিষয়ে আইফোনে সতর্কতা দেখানো হলে ও চার্জ দ্রুত ফুরিয়ে গেলেও ব্যাটারি পরিবর্তনে কথা বিবেচনা করা উচিত।
ব্যাটারির হেলথের অবনতি হলে, অপ্রত্যাশিত ফোন বন্ধ হলে অথবা সর্বোচ্চ পারফরম্যান্স বজায় রাখতে না পারলে ‘ব্যাটারি হেলথ অ্যান্ড চার্জিং’ অপশনে একটি সতর্কবার্তা দেখানো হবে।
অ্যাপল দাবি করে, আইফোনের ব্যাটারি এমনভাবে নকশা করা হয়েছে, এটি স্বাভাবিক পরিস্থিতিতে কাজ করলে, ৫০০ চার্জ সাইকেল বা ৫০০ বার সম্পূর্ণ চার্জ দেওয়ার পর মূল ক্ষমতার ৮০ শতাংশ ধরে রাখবে। আর আইফোন ১৫ ডিভাইসের ক্ষেত্রে ১ হাজার চার্জ সাইকেল সম্পূর্ণ হওয়া পরও ব্যাটারি ক্ষমতা ৮০ শতাংশ থাকবে।
ব্যাটারি হেলথ ৮০ শতাংশের নিচে নেমে গেলে ‘পারফরম্যান্স ম্যানেজমেন্ট’ নামের ফিচার স্বয়ংক্রিয়ভাবে প্রয়োগ করতে পারে আইফোন। ফিচারটি অপ্রত্যাশিত ফোন বন্ধ হয়ে যাওয়া ঠেকাতে সাহায্য করে।
আইফোনে ব্যাটারি হেলথের অবনতির সতর্কবার্তা দেখালে অ্যাপল স্টোর, অ্যাপল সেন্টার বা অন্য কোনো নির্ভরযোগ্য দোকান থেকে পুরোনো ব্যাটারি পরিবর্তন করতে হবে।
চার্জ সাইকেল কি
ব্যাটারি ক্ষমতা ১০০ শতাংশ পুরোপুরি একবার শেষ করলে তাকে একটি চার্জ সাইকেল বলে। তবে একবার চার্জ দিলেই একটি চার্জ সাইকেল সম্পূর্ণ হয় না। ধরুন, আপনি একবার চার্জ দিয়ে ব্যাটারি ৭৫ শতাংশ ব্যাটারির শক্তি শেষ করলেন এবং এরপর আবার রাতে ফোনটি সম্পূর্ণ চার্জ দিলেন। এখন পরের দিন ২৫ শতাংশ ব্যাটারি শক্তি শেষ করলে সব মিলিয়ে একটি চার্জ সাইকেল শেষ হবে। একদিন বা একাধিক দিনে একটি চার্জ সাইকেল সম্পূর্ণ হতে পারে।
তথ্যসূত্র: নাইনটুফাইভ ম্যাক
একটি আইফোনে বেশ কয়েক বছর সফটওয়্যার ও নিরাপত্তার আপডেট দেয় অ্যাপল। তাই ব্যবহারকারীরা অনেক দিন একটি আইফোন ব্যবহার করতে পারে। তবে ব্যাটারির ক্ষেত্রে অ্যাপলের বদনাম আছে। এক বছর ব্যবহারের মধ্যে ব্যাটারির কার্যক্ষমতা কমে যায় ও প্রসেসরে পর্যাপ্ত শক্তি সরবরাহ করতে ব্যর্থ হয়। ফলে ফোনের গতি ধীর হয়ে যায়। তাই ব্যাটারির হেলথ পরীক্ষা করে দেখতে চান অনেকেই।
আইফোনে ব্যাটারির হেলথ খুব সহজেই দেখা যায়। ব্যাটারি হেলথ, চার্জ সাইকেল দেখেই আপনি বুঝতে পারবেন কখন আইফোনের ব্যাটারি পরিবর্তন করা উচিত।
আইফোন দুই বা তার অধিক ব্যবহার করলে ব্যাটারির হেলথ কমে যাওয়াই স্বাভাবিক। কেমিক্যাল এজিং বা রাসায়নিক বার্ধক্য এবং ব্যাটারিটি কতগুলো চার্জ সাইকেলের মধ্য দিয়ে গেছে এর ওপর ভিত্তি করে ব্যাটারি হেলথ কমে যায়।
আইফোনের ব্যাটারি হেলথ দেখবেন যেভাবে
১. আইফোনের সেটিংস অ্যাপ চালু করুন।
২. নিচের দিকে স্ক্রল করে ব্যাটারি অপশন খুঁজে বের করুন ও এতে ট্যাপ করুন।
৩. এখন ‘ব্যাটারি হেলথ অ্যান্ড চার্জিং’ অপশন নির্বাচন করুন।
৪. ফোনের বর্তমান ব্যাটারি ক্যাপাসিটি পেজের একদম ওপরে দেখা যাবে।
আইফোনের ব্যাটারি বদলাবেন যখন
ফোনের কর্মক্ষমতার ওপর ভিত্তি করে ব্যাটারি পরিবর্তনের বিষয়টি বিবেচনা করতে হয়। তবে প্রযুক্তি বিশ্লেষকদের মতে, ব্যাটারি ক্ষমতা ৮০ শতাংশে নিচে নেমে গেলে ব্যাটারি পরিবর্তন করা প্রয়োজনীয়তা দেখা দিতে পারে। এ ছাড়া ব্যাটারি ক্ষমতা কমে যাওয়ার বিষয়ে আইফোনে সতর্কতা দেখানো হলে ও চার্জ দ্রুত ফুরিয়ে গেলেও ব্যাটারি পরিবর্তনে কথা বিবেচনা করা উচিত।
ব্যাটারির হেলথের অবনতি হলে, অপ্রত্যাশিত ফোন বন্ধ হলে অথবা সর্বোচ্চ পারফরম্যান্স বজায় রাখতে না পারলে ‘ব্যাটারি হেলথ অ্যান্ড চার্জিং’ অপশনে একটি সতর্কবার্তা দেখানো হবে।
অ্যাপল দাবি করে, আইফোনের ব্যাটারি এমনভাবে নকশা করা হয়েছে, এটি স্বাভাবিক পরিস্থিতিতে কাজ করলে, ৫০০ চার্জ সাইকেল বা ৫০০ বার সম্পূর্ণ চার্জ দেওয়ার পর মূল ক্ষমতার ৮০ শতাংশ ধরে রাখবে। আর আইফোন ১৫ ডিভাইসের ক্ষেত্রে ১ হাজার চার্জ সাইকেল সম্পূর্ণ হওয়া পরও ব্যাটারি ক্ষমতা ৮০ শতাংশ থাকবে।
ব্যাটারি হেলথ ৮০ শতাংশের নিচে নেমে গেলে ‘পারফরম্যান্স ম্যানেজমেন্ট’ নামের ফিচার স্বয়ংক্রিয়ভাবে প্রয়োগ করতে পারে আইফোন। ফিচারটি অপ্রত্যাশিত ফোন বন্ধ হয়ে যাওয়া ঠেকাতে সাহায্য করে।
আইফোনে ব্যাটারি হেলথের অবনতির সতর্কবার্তা দেখালে অ্যাপল স্টোর, অ্যাপল সেন্টার বা অন্য কোনো নির্ভরযোগ্য দোকান থেকে পুরোনো ব্যাটারি পরিবর্তন করতে হবে।
চার্জ সাইকেল কি
ব্যাটারি ক্ষমতা ১০০ শতাংশ পুরোপুরি একবার শেষ করলে তাকে একটি চার্জ সাইকেল বলে। তবে একবার চার্জ দিলেই একটি চার্জ সাইকেল সম্পূর্ণ হয় না। ধরুন, আপনি একবার চার্জ দিয়ে ব্যাটারি ৭৫ শতাংশ ব্যাটারির শক্তি শেষ করলেন এবং এরপর আবার রাতে ফোনটি সম্পূর্ণ চার্জ দিলেন। এখন পরের দিন ২৫ শতাংশ ব্যাটারি শক্তি শেষ করলে সব মিলিয়ে একটি চার্জ সাইকেল শেষ হবে। একদিন বা একাধিক দিনে একটি চার্জ সাইকেল সম্পূর্ণ হতে পারে।
তথ্যসূত্র: নাইনটুফাইভ ম্যাক
দীর্ঘ সময় ধরে স্মার্টফোনে স্ক্রলিং, গেম খেলা কিংবা ভিডিও দেখার পর হাতের ফোনটি বেশ গরম অনুভূত হয়। বিষয়টা একটু চিন্তার মনে হতে পারে, এর পেছনে একাধিক যৌক্তিক ও প্রযুক্তিগত কারণ।
১৮ মিনিট আগেবিজ্ঞাপন জালিয়াতি রোধে গত বছর বিভিন্ন পদক্ষেপ নিয়েছে বিশ্বের শীর্ষ সার্চ ইঞ্জিন গুগল। ২০২৪ সালে ৩ কোটি ৯২ লাখ বিজ্ঞাপনদাতার অ্যাকাউন্ট স্থগিত করেছে কোম্পানিটি, যা আগের বছরের তুলনায় তিন গুণেরও বেশি। নিজেদের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির মাধ্যমে অ্যাকাউন্টগুলো সনাক্ত করেছে এই টেক...
১ ঘণ্টা আগেবিমানযাত্রীদের জন্য বিনা মূল্যে ইনফ্লাইট ওয়াই-ফাই সুবিধা চালু করতে যাচ্ছে আমেরিকান এয়ারলাইনস। ২০২৬ সালের জানুয়ারি থেকে এই সেবা চালু হবে বলে ঘোষণা দিয়েছে সংস্থাটি। এই উদ্যোগে স্পনসর করছে টেলিকম জায়ান্ট এটিঅ্যান্ডটি। আমেরিকান এয়ারলাইনস জানিয়েছে, বছরে ২০ লাখের বেশি ফ্লাইটে তারা...
৪ ঘণ্টা আগেডিজিটাল জগতে নতুন চমক আনতে যাচ্ছে চ্যাটজিপিটির নির্মাতা ওপেনএআই। একাধিক সূত্রের বরাত দিয়ে প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট দ্য ভার্জ জানিয়েছে, এক্স-এর (সাবেক টুইটার) আদলে একটি সামাজিক যোগাযোগমাধ্যম নির্মাণে কাজ করছে প্রতিষ্ঠানটি।
৫ ঘণ্টা আগে